পাহাড়ে ফুটে আছে বুনো ফুল। বটতলী পাহাড়, রাঙামাটি, ১৭ ডিসেম্বরসড়কের পাশে ফুটেছে বুনো ফুল। সেই ফুল থেকে মধু আহরণ করছে বাহারি রঙের প্রজাপতি। মাঝিগাছা, কুমিল্লা, ১৭ ডিসেম্বর
শীতের সকালে কুয়াশার চাদর ভেদ করে আলো ফুটেছে। এর মধ্যেই কাপ্তাই হ্রদে শুরু হয়ে গেছে কর্মব্যস্ততা। যাত্রী ও পণ্য নিয়ে গ্রাম থেকে রাঙামাটি শহরের উদ্দেশে রওনা দিয়েছে মোটরচালিত নৌকা। হাজারি বাঁক, কাপ্তাই হ্রদ, রাঙামাটি, ১৭ ডিসেম্বরপাহাড়ে শীতকালীন সবজি শিমের ভালো ফলন হয়েছে। খেত থেকে শিম সংগ্রহ করছেন একজন নারী। রেইছা, বান্দরবান, ১৭ ডিসেম্বর
বিজ্ঞাপন
শর্ষে ফুলে মধু আহরণে ব্যস্ত মৌমাছি। কয়ড়া, মানিকগঞ্জ, ১৭ ডিসেম্বরবাড়ির পাশের জমিতে চাষ করা নেপিয়ার ঘাসের পরিচর্যা করছেন এক নারী। সাতকমল পাড়া, বান্দরবান, ১৭ ডিসেম্বর
বিজ্ঞাপন
পাহাড়ের বিভিন্ন এলাকায় গাছে কাঁঠালের মুচি এসেছে। ঢেপ্পোছড়ি, রাঙামাটি, ১৭ ডিসেম্বর সিএনজিচালিত অটোরিকশা ও বাসের শ্রমিকদের মধ্যে সংঘর্ষের জেরে কয়েকটি অটোরিকশা ভাঙচুর করেন বাসশ্রমিকেরা। রেলগেট এলাকা, রাজশাহী, ১৭ ডিসেম্বরনির্মাণশ্রমিকেরা পিকআপে ঝুঁকি নিয়ে কাজে যাচ্ছেন। একটু অসতর্কতায় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, স্বল্পপেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা, ১৭ ডিসেম্বরশ্রমিকদের মধ্যে সংঘর্ষের জেরে রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বাসস্ট্যান্ড এলাকা, রাজশাহী, ১৭ ডিসেম্বরআওয়ামী লীগ সরকারের মন্ত্রী-উপদেষ্টা-সংসদ সদস্যসহ কয়েক নেতাকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এসব নেতাদের মধ্যে ছিলেন আমির হোসেন আমু ও আব্দুর রাজ্জাক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রবেশপথ, ঢাকা, ১৭ ডিসেম্বরপ্রায় ৮০ হাজার টাকা ব্যয়ে নৌকাটি তৈরি করছেন পদ্মাপারের স্থানীয় ব্যক্তিরা। বরাট অন্তারমোড়, রাজবাড়ী, ১৭ ডিসেম্বরপাবনায় যেখানে–সেখানে গড়ে উঠেছে অসংখ্য ইটভাটা। অনুমোদনহীন অবৈধ টিনের চিমনির এসব ভাটায় আইন অমান্য করে কয়লার বদলে পোড়ানো হচ্ছে কাঠ। ফলে পরিবেশদূষণ বাড়ছে। খটখটিপাড়া, চর আশুতোষপুর, পাবনা, ১৭ ডিসেম্বরপৌষের সকালে নদীর তীরে ধান সেদ্ধ করছেন কোহিনুর বেগম। কচুয়াদহ, শাজাহানপুর, বগুড়া, ১৭ ডিসেম্বরপাবনার চরাঞ্চলগুলোতে বিভিন্ন ধরনের ফসলের চাষাবাদ হয়। চর থেকে লোকালয়ে সেসব ফসল নেওয়ার জন্য ব্যবহৃত হয় ঘোড়ার গাড়ি। নদীর চর থেকে ফসল আনতে যাচ্ছে তেমনি দুটি ঘোড়ার গাড়ি। খটখটিপাড়া, ভাঁড়ারা, পাবনা, ১৭ ডিসেম্বরসবজির খেতে মাচা দেওয়ার জন্য বাঁশ কেটে আনছেন এক ব্যক্তি। শাজাহানপুর, বগুড়া, ১৭ ডিসেম্বরউঁচু–নিচু জমির মাটি কেটে সমান করছেন চাষি। এরপর হালচাষ করে ভুট্টা আবাদ করবেন। আরাজি নিয়ামত, গঙ্গাচড়া, রংপুর, ১৭ ডিসেম্বরএকটি সংগঠনের দেওয়া কম্বল নিয়ে বাড়ি ফিরছেন তাঁরা। জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, তারাগঞ্জ, রংপুর, ১৭ ডিসেম্বরজমি থেকে দেশি জাতের বেগুন তুলে পাইকারের কাছে বিক্রি করছেন চাষি। বালাপাড়া, গঙ্গাচড়া, রংপুর, ১৭ ডিসেম্বরচা-বাগানের টিলার মাঝখান দিয়ে এঁকেবেঁকে গেছে মেঠো পথ। বিকেলের সোনালি রোদের আভা এসে পড়েছে সেই পথে। হিলুয়াছড়া চা-বাগান, সিলেট, ১৭ ডিসেম্বরশিশুকে দোলনায় রেখে বাঁশ-বেতের ঝুড়ি তৈরি করছেন পরিবারের সদস্যরা। বেতগাড়ি বাজার, রংপুর, ১৭ ডিসেম্বরবাড়ির পাশের জমিতে শুকাতে দেওয়া হয়েছিল ধান। কুয়াশামাখা শীতের বিকেলে সেই ধান বস্তায় ভরছেন এক গৃহিণী। মাখরখলা, সিলেট, ১৭ ডিসেম্বর