একঝলক (৬ ফেব্রুয়ারি ২০২৪)

মাটির দইয়ের পাতিল তৈরির পর রোদে শুকাতে দিচ্ছেন কারিগর। বিজয়পুর এলাকা, কুমিল্লা, ৬ ফেব্রুয়ারি
ছবি: এম সাদেক
কলাপাতা কেটে নিচ্ছেন এক ব্যক্তি। একটি অনুষ্ঠানে অতিথিদের এই পাতায় খেতে দেওয়া হবে। বালিয়াদিঘী গ্রাম এলাকা, গাবতলী, বগুড়া, ৬ ফেব্রুয়ারি
খেত থেকে শিম তোলার পর তা বাছাই করছেন কৃষক আবদুর রাজ্জাক। তিনি প্রতি কেজি শিম ৪০-৪৫ টাকা দরে বিক্রি করবেন। চৌধুরীখলা এলাকা, কুমিল্লা, ৬ ফেব্রুয়ারি
লালমাই পাহাড়ে হলুদ চাষ করেছেন কৃষক নোয়াব আলি। খেত থেকে হলুদ তুলেছেন তিনি। জামমুড়া এলাকা, কুমিল্লা, ৬ ফেব্রুয়ারি
আঁকাবাঁকা ইছামতী নদী। শুষ্ক মৌসুমে নদীর কোথাও কোথায় শুকিয়ে গেছে। তরণীহাট এলাকা, গাবতলী, বগুড়া, ৬ ফেব্রুয়ারি
গবাদিপশুর জন্য ঘাস-লতাপাতা সংগ্রহ করে সাইকেলে করে বাড়িতে ফিরছেন এক ব্যক্তি। রায়েরমহল, খুলনা, ৬ ফেব্রুয়ারি
গাছ থেকে তেজপাতা পেরে তা চাতালে শুকাতে দিয়েছেন এক ব্যক্তি। প্রতি কেজি শুকনা তেজপাতা ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি করবেন তিনি। মাহিগঞ্জ এলাকা, রংপুর, ৬ ফেব্রুয়ারি
ঘুড়ি ওড়াতে বের হয়েছে এক শিশু। মদামুদন এলাকা, রংপুর, ৬ ফেব্রুয়ারি
বাঁশের চাটাই দিয়ে ডালি তৈরি করছেন মতিয়ার রহমান। বিভিন্ন আকারের ডালির দাম পড়ে ৩০০ থেকে ৭০০ টাকা। চানকুঠি এলাকা, রংপুর, ৬ ফেব্রুয়ারি
গবাদিপশুর জন্য শুকনা খড়ের আঁটি বাজার থেকে কিনে বাড়িতে ফিরছেন এক খামারি। ফকিরগঞ্জ এলাকা, রংপুর, ৬ ফেব্রুয়ারি
বসন্তের আগেই গাছে ফুটেছে শিমুল ফুল। কুশিঘাট, সিলেট, ৬ ফেব্রুয়ারি
কাজের খোঁজে ভোররাতে ঘর থেকে বেরিয়েছেন তাঁরা। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনো কাজ আসেনি। তাই অলস সময় কাটাচ্ছেন এই দিনমজুরেরা। আলীপুর এলাকা, ফরিদপুর, ৬ জানুয়ারি
সারা দিন বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্লাস্টিকের হরেক রকম পণ্য বিক্রি করেন এই ফেরিওয়ালারা। পণ্য বিক্রি করতে যাওয়ার আগে বাইসাইকেলে মালামাল সাজিয়ে প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। পশ্চিম খাবাসপুর মিয়াপাড়া, ফরিদপুর, ৬ জানুয়ারি
বিভিন্ন এলাকা থেকে ঝরাপাতা এনে সড়কের পাশে শুকাচ্ছেন এক নারী। এরপর জ্বালানি হিসেবে এসব পাতা ব্যবহার করা হবে। শহীদ সিদ্দিক সড়ক, গোপালপুর, পাবনা, ৬ ফেব্রুয়ারি
বিদ্যালয়ে চলছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছে একদল খুদে শিক্ষার্থী। প্রভাতি পরিষদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালপুর, পাবনা, ৬ ফেব্রুয়ারি
বাড়ি নির্মাণ করতে টিলা কেটে সমান করার কাজ চলছে। পাতিলাসাঙ্গন এলাকা, জুড়ী, মৌলভীবাজার, ৬ ফেব্রুয়ারি
একসঙ্গে রোপণ করা মরিচ ও পেঁয়াজের খেত নিড়ানি দিচ্ছেন দুই কিষানি। হোসেন নগর, রংপুর, ৬ ফেব্রুয়ারি
বাগান থেকে রাবারের রস সংগ্রহ করে ট্যাংকারে ভরছেন শ্রমিকেরা। হিলুয়াছড়া রাবারবাগান, সিলেট, ৬ ফেব্রুয়ারি
বীজতলা থেকে বোরো ধানের চারা তুলে পরিষ্কার করছেন এক কৃষক। ফরিদপুর, ৬ জানুয়ারি