বৃষ্টির মধ্যে ভ্যানে করে মাছের পাতিল নিয়ে চলেছেন তাঁরা। পোস্ট অফিস এলাকা, ঈশ্বরদী, পাবনা, ৭ জুলাই সনাতন ধর্মাবলম্বীদের শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব। রথযাত্রাটি গোয়ালচামট শ্রী অঙ্গন থেকে শুরু হয়। শহরের প্রধান সড়ক ধরে ব্রাহ্মণকান্দায় গিয়ে শেষ হয়। পশ্চিম গোয়ালচামট এলাকা, ফরিদপুর, ৭ জুলাই
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে ‘মধুবন পিঠা’ বিক্রি করতে রংপুর নগরে এসেছেন এই ব্যক্তি। চালের আটা, মধু ও নারকেল দিয়ে তৈরি বিশেষ এই পিঠা বিক্রি করছেন প্রতিটি ১০ টাকা। মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর, রংপুর, ৭ জুলাই দীর্ঘদিন ধরে নগরের টুটপাড়া জোড়াকল বাজারের সড়কটির বেহাল দশা। তার ওপর বর্তমানে চলছে সুয়ারেজ পাইপ স্থাপনের কাজ। এতে সড়ক দিয়ে চলতে ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীর। টুটপাড়া জোড়াকল বাজার, খুলনা, ৭ জুলাই
বিজ্ঞাপন
বাঁশ কেটে তা থেকে তৈরি করা হয় চাটাই। ঘরের সিলিংয়ে ব্যবহৃত হয় এসব চাটাই। খাদ্যগুদাম, ঈশ্বরদী, পাবনা, ৭ জুলাই চান্দার বিল থেকে শাপলা তুলে তা বিক্রি করেন স্থানীয় লোকজন। কাশিয়ানী, গোপালগঞ্জ, ৭ জুলাই
বিজ্ঞাপন
বৃষ্টির পর পানি বেড়েছে কাপ্তাই হ্রদে। প্রাণ ফিরে পেয়েছে ঝরনাগুলো। হ্রদ ও ঝরনার টানে ছুটে আসছেন পর্যটকেরা। সুবলং শিলার ডাক এলাকা, বরকল, রাঙামাটি, ৭ জুলাই নগরের টাউন হল মাঠে শুরু হয়েছে মাসব্যাপী বৃক্ষমেলা। মেলায় রয়েছে ফুল, ফল, ঔষধিসহ নানা প্রজাতির গাছ। টাউন হল মাঠ, কুমিল্লা, ৭ জুলাইবন্যা নিয়ন্ত্রণ বাঁধ ধরে দুই শিশু সন্তানকে সাইকেলে চেপে বিদ্যালয়ে নিয়ে যাচ্ছেন এক অভিভাবক। রৌহদহ এলাকা, সারিয়াকান্দি, বগুড়া, ৭ জুলাই উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে জামালপুরের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এইচএসসি পরীক্ষার একটি কেন্দ্রের বারান্দাসহ প্রবেশপথে পানি উঠেছে। তাই পানিতে বেঞ্চ ফেলে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করছেন। বেলগাছা মাধ্যমিক বিদ্যালয় ও বিএম কলেজ কেন্দ্র, ইসলামপুর, জামালপুর, ৭ জুলাইকোটাবিরোধী আন্দোলনে বিভিন্ন সড়ক অবরোধ করে রাখলে রাজধানীতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বাংলামোটর এলাকা, ঢাকা, ৭ জুলাই বাজারে কাঁচা মরিচের দাম চড়া। বিক্রির জন্য জমি থেকে কাঁচা মরিচ তুলছেন চাষি আলমগীর হোসেন। ভক্তিপুর এলাকা, মিঠাপুকুর, রংপুর, ৭ জুলাইসড়ক সংস্কারের কাজ চলছে। ধুলায় আচ্ছন্ন হয়ে আছে চারদিক। এর মধ্য দিয়ে প্রতিদিন ভোগান্তি নিয়ে চলাচল করছেন চালকেরা। ডেমরা মিরপাড়া এলাকা, স্টাফ কোয়ার্টার সড়ক, ঢাকা, ৭ জুলাই প্লাস্টিকের তৈরি গৃহস্থালি পণ্য মোটরসাইকেলে নিয়ে বিক্রি করতে বেরিয়েছেন বিক্রেতা। রানীপুকুর এলাকা, মিঠাপুকুর, রংপুর, ৭ জুলাইকোটাবিরোধী আন্দোলনকারীদের সড়ক অবরোধের কারণে রাজধানীর অনেক এলাকায় যানজটের সৃষ্টি হয়। তেজগাঁও সাতরাস্তা এলাকা, ঢাকা, ৭ জুলাই হোগলা পাতা দিয়ে ঝুড়ি তৈরি করে তা রোদে শুকাতে দিয়েছেন এই নারী। বলদিপুকুর এলাকা, মিঠাপুকুর, রংপুর, ৭ জুলাইজলাশয়ে বড়শি দিয়ে মাছ ধরতে যাচ্ছেন দুই শৌখিন মাছশিকারি। ইসলামপুর এলাকা, মিঠাপুকুর, রংপুর, ৭ জুলাইলবণ দিয়ে সংরক্ষণ করা পশুর চামড়া ট্রাকে তুলছেন শ্রমিকেরা। পুরাতন কয়লা ঘাট, বরিশাল, ৭ জুলাইপদ্মা নদীতে পানি বেড়ে যাওয়ায় মাছ ধরা পড়ছে। জেলেরা বিভিন্ন ধরনের জাল নিয়ে মাছ শিকারে ব্যস্ত হয়ে পড়েছেন। দৌলতদিয়া লঞ্চঘাট, গোয়ালন্দ, রাজবাড়ী, ৭ জুলাই