কোরবানির ঈদ উপলক্ষে পাবনায় শেষ সময়ে গৃহস্থদের বাড়ি বাড়ি থেকে ব্যাপারীরা গরু কিনে একসঙ্গে ট্রাকে তুলে নিয়ে যাচ্ছেন শহরের হাটগুলোতে। ট্রাকে তোলার সময় ছুটে যাওয়া একটি গরুকে নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছেন লোকজন। গাঙ্গহাটি, পাবনা, ১১ জুন
পাটায় নকশা করার কাজে ব্যস্ত এক দোকানি। এসব পাথরের পাটা–নোরা আকার অনুপাতে ২০০ থেকে ৬০০ টাকা দাম নেওয়া হয়। বড়বাজার, খুলনা, ১১ জুন
বিজ্ঞাপন
কোরবানির পশু কেনা-বেচার ধুম পড়েছে। চাহিদা বেড়ে গেছে চাষ করা ঘাসের। প্রতি আঁটি ঘাস বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। বনগ্রাম, পাবনা, ১১ জুন
বিজ্ঞাপন
সকালে গবাদিপশুগুলোকে মাঠে চরাতে বেরিয়েছেন দুজন। ভেলুপাড়া, রংপুর, ১১ জুনগাছের ডালে বসে কাঠবিড়ালি। জিলা স্কুলপ্রাঙ্গণ, কুমিল্লা, ১১ জুনপলো তৈরির জন্য বাঁশের শলার আঁশ আগুনে পুড়িয়ে নিচ্ছেন গৃহবধূ। বোকাইল এলাকা, গেরদা, ফরিদপুর, ১১ জুনপুরুষ শ্রমিকের সঙ্গে মাটি কাটার কাজ করছেন নারী শ্রমিকেরা। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাজ করে মজুরি পাচ্ছেন ৭০০ টাকা হারে। বোকাইল এলাকা, গেরদা, ফরিদপুর, ১১ জুনমৌসুমি ফল জাম নিয়ে ক্রেতার অপেক্ষায় বিক্রেতা। জিলা স্কুলের সামনে, রংপুর, ১১ জুন ‘কুমার নদ রক্ষায় এগিয়ে আসুন’ স্লোগানে জেলা প্রশাসনের উদ্যোগে কচুরিপানা অপসারণ কর্মসূচিতে অংশ নিয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। বাখুন্ডা এলাকা, গেরদা, ফরিদপুর, ১১ জুন বাঁশের ঝুড়ি বুনছেন এক কারিগর। উত্তর কাটাছড়ি গ্রাম, রাঙামাটি, ১১ জুন