একঝলক (১ অক্টোবর ২০২৪)

কুড়িগ্রামে ধরলা নদীর ভাঙনে শতাধিক বসতবাড়ি বিলীন হয়েছে। তাই বিলীন হওয়ার আশঙ্কায় অনেকে তাঁদের বসতবাড়ি সরিয়ে নিচ্ছেন। বেগমগঞ্জ ইউনিয়নের খুদের কুটি এলাকায়, কুড়িগ্রাম, ১ অক্টোবর
ছবি: জাহানুর রহমান
ঝুম বৃষ্টির মধ্যে ভিজে বাড়ি ফিরছে শিক্ষার্থীরা। পাদ্রিশিবপুর মাদ্রাসা বাজার, বাকেরগঞ্জ উপজেলা, বরিশাল, ১ অক্টোবর
চা-বাগানের প্রাকৃতিক ছড়ার পানিতে কাপড় ধুয়ে বাড়ি ফিরছেন এক নারী চা-শ্রমিক। দলদলি চা-বাগান এলাকা, সিলেট
পাকা ধান তলিয়ে গিয়েছিল তিস্তার চরে। পানি নেমে যাওয়ার পর সেই ধান কেটে মাড়াই করে ঘোড়ার গাড়িতে করে নিয়ে বাড়ি ফিরছেন কৃষক। রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর এলাকা, ১ অক্টোবর
৮ অক্টোবর থেকে শুরু হবে হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজার সময়কার আবহাওয়া মাথায় রেখে অনেকে পোশাক বাছাইয়ের ক্ষেত্রে সুতি ও খাদি কাপড়কে প্রাধান্য দিচ্ছেন। কুমিল্লা নগরের রাজগঞ্জ এলাকায়, ১ অক্টোবর
সাভারের আশুলিয়ায় গতকাল সোমবার তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় গুলিতে এক শ্রমিক নিহত হন। এর প্রতিবাদে আজ মঙ্গলবার ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সাভার, ১ অক্টোবর
সাভারের আশুলিয়ায় বন্ধ ঘোষণা করা বার্ডস গ্রুপের কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনসহ অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে বাইপাইল এলাকায় নবীনগর থেকে চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তবে বিকল্প সড়ক দিয়ে যান চলাচল করায় মহাসড়কে যানজট তৈরি হয়নি। ১ অক্টোবর
ওএমএসের চাল ও আটা কিনতে সাতসকালে ভিড় করছেন মানুষ। অনেকেই ভোর থেকে আগেভাগে এসে বসে আছেন আগে পাবেন বলে। লালমনিরহাট শহরের পুরান বাজার এলাকায়, ১ অক্টোবর
রাজধানীর মূল সড়কগুলোয় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ থাকার মানছে না অনেকে। ধানমন্ডি ২৭ নম্বর মোড়ে আজ মঙ্গলবার এ ধরনের অটোরিকশা দেখলেই তা আটকে সড়কে উল্টো করে রেখে দেন শিক্ষার্থীরা। সাতমসজিদ রোড, ১ অক্টোবর
ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিদিনই নানা বয়সের রোগী আসছে হাসপাতালগুলোয়। গত সেপ্টেম্বরে এডিস মশাবাহিত এই রোগে ৮০ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে এক মাসে সর্বোচ্চ। রাজধানীর মুগদা হাসপাতাল, ১ অক্টোবর