সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিভাগীয় কমিটির যুগ্ম সম্পাদক আলী আকবর রাজনের মুক্তির দাবিতে চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতির কর্মসূচি চলছে। জেলা বাস-মিনিবাস মালিক সমিতির এ কর্মসূচিতে চলছে না দূরপাল্লার যানবাহন। বিপাকে যাত্রীরা। সিলেট কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল, ২৩ জানুয়ারি
সড়কে বসেছে কলার হাট। বিকিকিনিতেও মানুষের ভিড় জমেছে। লিলি মোড়, সদর উপজেলা, দিনাজপুর, ২৩ জানুয়ারি
বিজ্ঞাপন
সকালে ঘন কুয়াশায় প্রাতর্ভ্রমণে বেরিয়েছেন এক ব্যক্তি। বড় মাঠ, সদর উপজেলা, দিনাজপুর, ২৩ জানুয়ারি
বিজ্ঞাপন
গাজীপুরে উৎসবমুখর পরিবেশে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবের পরীক্ষা চলছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চবিদ্যালয়, গাজীপুর, ২৩ জানুয়ারিদিনাজপুরে গোর এ শহীদ মাঠে শুরু হলো শিখো-প্রথম আলো জিপিএ–৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা। সার্টিফিকেট ও ক্রেস্ট সংগ্রহ করছে শিক্ষার্থীরা, ২৩ জানুয়ারি সরস্বতীপূজা আগামী বৃহস্পতিবার। তাই প্রতিমা তৈরিতে পাল সম্প্রদায়ের লোকেরা ব্যস্ত সময় পার করছেন। মাটির কাজ শেষে প্রতিমার গায়ে রঙের আঁচড় দিচ্ছেন এক শিল্পী। ভাজনডাঙ্গা, সদর উপজেলা, ফরিদপুর, ২২ জানুয়ারি রোদ থাকায় চাতালে ধান শুকানোর কাজে ব্যস্ত শ্রমিক। বর্তমানে অধিক কর্মক্ষমতাসম্পন্ন অটো রাইচ মিলের সংখ্যা বেড়ে যাওয়ায় কমে গেছে সনাতন পদ্ধতির এসব চাতালের সংখ্যা। ধুকে ধুকে টিকে থাকা চাতালগুলোর অবস্থাও ভালো নয়। অন্য কাজ না জানায় এসব চাতালেই নামমাত্র মজুরিতে কাজ করেন চাতালশ্রমিকেরা। টেবুনিয়া, পাবনা, ২২ জানুয়ারিবর্ষায় পানিতে ভরপুর থাকলেও শুকনা মৌসুমে শুকিয়েছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর এলাকার দামারি হাওর। হাওরের মাঝখানে গরুকে ঘাস খাওয়াতে নিয়ে গেছেন স্থানীয় মানুষ। ২২ জানুয়ারিসড়ক বন্ধ থাকায় ঝুঁকি নিয়ে নালার ওপর থাকা গাছের সেতু দিয়ে গাদাগাদি করে পারাপার হচ্ছেন পথচারীরা। সকাল সাড়ে ৯টা, মুরাদপুর মোড়, চট্টগ্রাম, ২৩ জানুয়ারি ২০২১ সালে বন বিভাগের বন্য প্রাণী বিভাগ হাঙর মাছকে বিপন্ন প্রাণী হিসেবে ঘোষণা করেছে। কিন্তু এই হাঙর বাঁচাতে তেমন কোনো উদ্যোগ চোখে পড়ে না। ফলে জেলেরা নির্বিচারে হাঙর শিকার করে যাচ্ছেন। হাঙরের ফুলকাসহ বিভিন্ন অংশ রপ্তানিও করা হয় বলে মৎস্যজীবীরা জানান। শিকারের পর বিভিন্ন প্রজাতি ও আকারের হাঙর নিয়ে যাওয়া হচ্ছে বাজারে। কর্ণফুলী ঘাট, চট্টগ্রাম, ২২ জানুয়ারি।প্রথম আলো ট্রাস্ট ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে যশোরের কেশবপুরে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠ, কেশবপুর। ২৩ জানুয়ারি কুয়াশায় ঢাকা পড়েছে চারপাশ। তবে শীতের ভয়ে ঘরে বসে থাকলে তো চলে না। তাই কনকনে ঠান্ডা উপেক্ষা করে হরেক রকমের জিনিস সাইকেলে সাজিয়ে বিক্রির জন্য বের হয়েছেন এক ভ্রাম্যমাণ বিক্রেতা। কালীঘাট সড়ক, শ্রীমঙ্গল, মৌলভীবাজার বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী ভুবন চিল বিক্রি নিষিদ্ধ। তবে নিষেধাজ্ঞা অমান্য করে ভুবন চিলটি হাটে বিক্রি করতে নিয়ে এসেছেন একজন। কাইকারটেক সাপ্তাহিক হাটে, নারায়ণগঞ্জ। ২২ জানুয়ারি বোরো ধানের চারা রোপণের জন্য জমি চাষ করে প্রস্তুত করা হচ্ছে। চাষের সময় ট্রাক্টরের ফলায় মাটি থেকে উঠে আসা বিভিন্ন পোকামাকড় খেতে উড়ে আসছে সাদা বকসহ পতঙ্গভুক পাখি। টেবুনিয়া, পাবনা। ২৩ জানুয়ারি গরুর খাবার খড়বোঝাই করে একটি নছিমন ঝুঁকিপূর্ণভাবে সড়ক দিয়ে গন্তব্যে যাচ্ছে। বাহাদুরপুর, গোয়ালন্দ, রাজবাড়ী। ২৩ জানুয়ারি বোরো মৌসুম শুরু হয়েছে। দল বেঁধে জমিতে ধানের চারা রোপণ করছেন কৃষকেরা। চম্পকনগর, সদর উপজেলা, কুমিল্লা। ২৩ জানুয়ারিখেতে কালিজিরার গাছে ফুল ফুটতে শুরু করেছে। সেই ফুল থেকে মধু আহরণ করছে মৌমাছি। ২৩ জানুয়ারি খাগড়াছড়িতে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদের একাংশ। খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টাটিউট, ২৩ জানুয়ারি রোদে বোর্ড কাগজ শুকাচ্ছেন বেলি বেগম। এ জন্য দিনে ২০০ টাকা মজুরি পান তিনি। পাঁচবাড়িয়া এলাকা, বগুড়া সদর। ২৩ জানুয়ারি২৬ জানুয়ারি (বৃহস্পতিবার) সরস্বতী পূজা। শেষ মুহূর্তের কাজ ব্যস্ত সময় কাটছে পালদের। শেখেরচক এলাকা, রাজশাহী। ২৩ জানুয়ারিবাজারে সবকিছুর দাম চড়া। শুধু অটোরিকশা চালিয়ে সংসার চালানো কঠিন হয়ে উঠেছে। তাই বাড়তি আয়ের জন্য রিকশা চালানোর পাশাপাশি ঝালমুড়ি বিক্রি শুরু করেছেন মাসেম খাঁ। স্বাধীনতা চত্বর, আবদুল হামিদ সড়ক, পাবনা। ২৩ জানুয়ারিবস্তার মধ্যে খালি বোতল ভরে সেই ‘নৌকা’ নিয়ে কীর্তনখোলা নদীতে দুরন্তপনায় মেতেছে দুই শিশু। পলাশপুর, বরিশাল নগর। ২৩ জানুয়ারিপ্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখোর পৃষ্ঠপোষকতায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা পেয়ে উচ্ছ্বসিত কৃতী শিক্ষার্থীরা। গোর-এ-শহীদ মাঠ, দিনাজপুর। ২৩ জানুয়ারিরিকশাচিত্রের মূল লক্ষ্য রিকশাকে সুসজ্জিত ও আকর্ষণীয় করা। সাধারণত শিল্পীরা মহাজন এবং ক্রেতাদের চাহিদা অনুযায়ী ছবি এঁকে থাকেন। দীর্ঘ ৩০ বছর ধরে রিকশাকে নানা নকশায় সাজিয়ে তুলছেন বাক্প্রতিবন্ধী আ. রব। মিরপুর ১, ঢাকা, ২৩ জানুয়ারিদেশীয় তৈরি নানা ধরনের ল্যাম্পশেড, শোপিস ও আয়না বিক্রি হচ্ছে। আকার, মান ও নকশাভেদে আয়না ৭০০ টাকা থেকে ১৬ হাজার, ল্যাম্পশেড ২ হাজার ৪০০ থেকে ৫ হাজার টাকা। নবাবেরবাগ, মিরপুর, ২৩ জানুয়ারিসড়ক সংস্কারের কাজ চলার কারণে প্রচণ্ড ধুলা তৈরি হয়েছে। এর মধ্য দিয়ে প্রতিদিন চলতে হয় মানুষকে। এই বায়ুদূষণের ফলে দিন দিন বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। বালুঘাট, গাবতলী, ২৩ জানুয়ারিঅনেক টাকা খরচ করে রাজধানীর বিভিন্ন সড়কে লাগানো হয়েছে সিগন্যাল বাতি। বেশির ভাগ সিগন্যাল বাতি এখনো অকেজো হয়ে পড়ে আছে। মিরপুর ২ ঢাকা, ২৩ জানুয়ারিকালিয়াকৈরের মৌচাকে স্কাউটরা সায়েন্স প্রজেক্টে নানা ধরনের নমুনা মডেল উপস্থাপন করে। গাজীপুর, ২৩ জানুয়ারিমোবাইল ও ইন্টারনেটের যুগে হারিয়ে গেছে চিঠির আদান-প্রদান। এখন আর ডাকবাক্সে কেউ চিঠি ফেলে না। গাছে ঝুলে আছে পরিত্যক্ত এক ডাক বাক্স। নগরকান্দা, ফরিদপুর, ২৩ জানুয়ারিরাস্তা সংস্কার ও বর্ধিত করার পর নতুন করে রাস্তায় রং দিয়ে দুই লেন আলাদা করা হচ্ছে। ইমাদপুর, ফুলপুর, ময়মনসিংহ, ২৩ জানুয়ারি