একঝলক (২৭ আগস্ট ২০২৪)

হাওরপাড়ে শরতের আকাশের অপরূপ শোভা। বুড়দেও হাওর, কোম্পানীগঞ্জ, সিলেট, ২৭ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
ওএমএসের চাল ও আটা কিনতে এসেছেন তাঁরা। পণ্যবাহী ট্রাক তখনো আসেনি। নির্ধারিত সময়ের আগে সেখানে বসে আছেন নারী-পুরুষেরা। এমন চিত্র প্রতিদিনকার। সুরমা পয়েন্ট এলাকা, সিলেট ,২৭ আগস্ট
 ছবি: আনিস মাহমুদ
নদীর তীরে বেঁধে রাখা হয়েছে সারি সারি নৌকা। শাকবাড়িয়া নদী, খুলনা, ২৭ আগস্ট
ছবি: প্রথম আলো
মাড় দিয়ে রোদে চরকার সুতা শুকাতে দিয়েছেন এই নারী। শুকানোর পর এই সুতা দিয়ে তৈরি হবে তাঁতের লুঙ্গি। ডাকবাংলো এলাকা, বেড়া, পাবনা, ২৭ আগস্ট
ছবি: হাসান মাহমুদ
হাওরের পানিতে ভাসছে হাঁসের ঝাঁক। বুড়দেও হাওর, কোম্পানীগঞ্জ, সিলেট, ২৭ আগস্ট
বর্ষায় পানি বাড়ছে খাল-বিলে। দৈনন্দিন কাজে বিলের পানিতে নৌকা নিয়ে ছুটেছেন এক কৃষক। ছেঁচানিয়া বিল, সাঁথিয়া, পাবনা, ২৭ আগস্ট
দোকানের সামনে বিক্রির জন্য মাছ ধরার নতুন জাল সাজিয়ে রাখছেন একজন। সুরমা মার্কেট, সিলেট, ২৭ আগস্ট
বন্যার স্রোতের পানিতে রাতভর মাছ ধরার পর জালগুলো রোদে শুকানো হচ্ছে। বাঘাইরামপুর, তিতাস, কুমিল্লা, ২৭ আগস্ট
ক্লান্ত রিকশাচালক সড়কের একপাশে রিকশার ওপর ঘুমিয়ে পড়েছেন। চৌহাট্টা এলাকা, সিলেট, ২৭ আগস্ট
বাঁশ দিয়ে গৃহস্থালি পণ্য তৈরি করছেন সাধন চন্দ্র রায়। তৈরি করা পণ্য সাজিয়ে রেখেছেন বিক্রির জন্য। বেতগাড়ি হাট, গঙ্গাচড়া, রংপুর, ২৭ আগস্ট
গ্রামে গ্রামে ঘুরে কাগজের তৈরি খেলনা বিক্রি করছেন এক ব্যক্তি। বুড়িরহাট, রংপুর, ২৭ আগস্ট
কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাচ্ছে প্রতিদিন। নতুন নতুন এলাকা ডুবছে প্রতি রাতে। রিজার্ভ বাজার মহসিন এলাকা, রাঙামাটি, ২৭ আগস্ট
গবাদিপশুকে খাওয়ানোর জন্য কচুরিপানা কাটছেন এক ব্যক্তি। আরাজি নিয়ামত এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ২৭ আগস্ট
কাজীবাছা নদী থেকে বহমান শোলমারী নদীটি শুকিয়ে এখন নালায় পরিণত হয়েছে। ভাটায় শোলমারী নদীতে মাছ ধরতে ব্যস্ত স্থানীয় ব্যক্তিরা। ছয়ঘড়িয়া, বটিয়াঘাটা, খুলনা, ২৭ আগস্ট
বিলে মাছ ধরা শেষে বাজারে বিক্রি করতে যাচ্ছেন মৎস্যশিকারিরা। শুকানচকি, রংপুর, ২৭ আগস্ট
আমন ধানের চারা রোপণ করছেন মানিক হাওলাদার ও তাঁর ছেলে। বর্ষার কারণে বীজতলায় থাকা চারা নষ্ট হয়ে যাওয়ার কারণে সময়মতো জমিতে চারা রোপণ করতে পারেননি। তাই এখন বর্ষা কমে যাওয়ায় কিছু ভালো থাকা ধান রোপণ করছেন। চরাইচা, বরিশাল, ২৭ আগস্ট
সাইকেলে সেচযন্ত্র নিয়ে ধান খেতে সেচ দিতে যাচ্ছেন একজন কৃষক। পানাপুকুর,গঙ্গাচড়া, রংপুর, ২৭ আগস্ট
গ্রামবাংলার সবুজ-শ্যামলা ধানখেত। সেখানে খাবারের খোঁজে ওড়াউড়ি করছে সাদা বক। চরপাড়া গ্রামের মাঠে, সোনাতলা, বগুড়া, ২৭ আগস্ট
থেমে থেমে বৃষ্টি পড়ছে। ভোগান্তিতে পড়েছেন কাজে বের হওয়া মানুষ। মল্লিকের মোড়, বটিয়াঘাটা, খুলনা, ২৭ আগস্ট
বন্যার্তদের সহায়তার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা ত্রাণসামগ্রী প্রস্তুত করতে ব্যস্ত। রাতে এসব ত্রাণ কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী ও খুলনা অঞ্চলের বন্যার্তদের জন্য পাঠানো হবে। গ্রাউন্ড ফ্লোর, বরিশাল বিশ্ববিদ্যালয়, ২৭ আগস্ট
আমন ধানের খেতে ফলন বৃদ্ধিতে সার ছিটাচ্ছেন দুই কৃষক। চর দুর্গাপুর এলাকা, ঈশান গোপালপুর , ফরিদপুর, ২৭ আগস্ট