একঝলক (১০ জানুয়ারি ২০২৪)

কনকনে ঠান্ডা এবং ঘন কুয়াশার মধ্যে কৃষক কাজ করছেন জমিতে। গোড়াবাড়ি এলাকা, কুমিল্লা, ৯ জানুয়ারি
ছবি: এম সাদেক
শীতের সকালে পেঁয়াজখেতে নিড়ানি দিচ্ছেন কয়েকজন নারী কৃষিশ্রমিক। বলদিপুকুর এলাকা, মিঠাপুকুর, রংপুর, ১০ জানুয়ারি
গাছে পেকেছে পেঁপে। বাড়ির লোক না জানলেও জেনে গেছে বসন্তবাউরি পাখিটি। সুযোগ বুঝে আহার সেরে নিচ্ছে। ধুলদি এলাকা, মাচ্চর ফরিদপুর, ৯ জানুয়ারি
বিরামপুর পৌর শহরের নতুনবাজারে সবজির আড়তদার আশরাফুল ইসলামের দোকানের সামনে আসা কবুতরগুলোকে খাবার খাওয়াচ্ছেন দোকানের কর্মচারী। বিরামপুর, দিনাজপুর
শীতের সকালে খেজুরের মিষ্টি রসের স্বাদ নিচ্ছে কাঠঠোকরা পাখিটি। ধুলদি এলাকা, মাচ্চর, ফরিদপুর, ৯ জানুয়ারি
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে প্রায় সাড়ে আট ঘণ্টা ফেরি বন্ধ ছিল। এ সময় ঘাটে আটকা পড়ে কয়েক শ যানবাহনের চালক ও যাত্রীরা ভোগান্তিতে পড়েন। দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট, গোয়ালন্দ, রাজবাড়ী, ১০ জানুয়ারি
বুধবার সকালে গ্রামীণ হাটে শাকসবজির জমজমাট বেচাকেনা। সদরের বিজিতলা, খাগড়াছড়ি, ৯ জানুয়ারি
শীতের হিমেল হাওয়া থেকে রক্ষা পেতে কাপড় দিয়ে ঘিরে ঘর তৈরি করে সেখানে খেলছে এই শিশুরা। ভক্তিপুর এলাকা, মিঠাপুকুর, রংপুর, ১০ জানুয়ারি
সিমেন্ট ও ইটের খোয়া দিয়ে চুলা তৈরি করছেন জ্যোৎস্না বেগম। প্রতিটি চুলা ৩০০-৪০০ টাকা করে বিক্রি করা হবে। মুজগুন্নী, খুলনা, ১০ জানুয়ারি
কুয়াশাভেজা শীতের সকালে সবুজের মাঝে শিম ফুল। আদমপুর, দাউদকান্দি, কুমিল্লা, ১০ জানুয়ারি
নিজের উৎপাদিত সবজি মুলা ও লাউ নিয়ে বিক্রি করতে সকাল-সকাল বাজারে যাচ্ছেন কৃষক আজিজ সরদার। পসরা এলাকা, কৈজুরী, ফরিদপুর, ১০ জানুয়ারি
কুয়াশামাখা শীতের সকালে প্লাবনভূমির মৎস্য প্রকল্প থেকে মাছ ধরে জাল দিয়ে ঘেরা স্থানে রাখা হচ্ছে। পুটিয়া, দাউদকান্দি, কুমিল্লা, ১০ জানুয়ারি
পৌষের শেষে ঘন কুয়াশা আর হাড়কাঁপানো শীত। এরই মধ্যে কুয়াশা ভেদ করে কুমার নদ থেকে রান্নার জন্য পানি সংগ্রহ করে বাড়ি ফিরছেন এক গৃহবধূ। মামুদপুর এলাকা, গেরদা, ফরিদপুর, ১০ জানুয়ারি
তীব্র শীত আর কুয়াশার মধ্যে জবুথবু হয়ে বেরিয়েছেন তিনি। পানবাড়ি এলাকা, রংপুর, ১০ জানুয়ারি
ঘন কুয়াশার কারণে সামনে কী, তা দেখা কঠিন। তাই হেডলাইট জ্বালিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহনের চালকদের। বাখুন্ডা এলাকা, গেরদা, ফরিদপুর, ১০ জানুয়ারি
কনকনে শীতে এক হাত পকেটে দিয়ে আরেক হাত দিয়ে সাইকেল চালিয়ে হাওয়াই মিঠাই বিক্রি করতে বেরিয়েছেন এই ব্যক্তি। বিনোদপুর এলাকা, রংপুর, ১০ জানুয়ারি
পদ্মা নদী শুকিয়ে চর জেগেছে। সেই চরে আটকে পড়ে আছে দুটি নৌকা। পেছনে চলছে মাটি ও বালু তোলার কর্মযজ্ঞ। পদ্মাঘাট, পাবনা, ১০ জানুয়ারি
শীতের অন্যতম সবজি শিম তুলছেন কিষানি ফুল বালা। প্রতি কেজি পাইকারি বিক্রি করবেন ৩০ টাকা দরে। রসুলপুর এলাকা, মিঠাপুকুর, রংপুর, ১০ জানুয়ারি
চারণভূমিতে ভেড়ার পাল চরাতে এসেছেন রাখাল। পদ্মাঘাট, পাবনা, ১০ জানুয়ারি
জীবিকার তাগিদে তীব্র এই শীতের মধ্যেও কাজে বেরিয়েছেন মাফিয়া বেগম। বাঁশ–বেতের তৈরি মুরগির খাঁচা ও ঝুড়ি গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করেন তিনি। টিক্কারচর এলাকা, কুমিল্লা, ১০ জানুয়ারি
পুরোদমে মুড়িকাটা পেঁয়াজ উঠতে শুরু করেছে হাটে। কৃষকের কাছ থেকে কেনার পর সেই পেঁয়াজ ট্রাকে তোলার জন্য বস্তাবন্দী করে রাখছেন ব্যাপারীরা। হাটে প্রকারভেদে প্রতি মণ পেঁয়াজ বিক্রি হয় ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার ১০০ টাকায়। পেঁয়াজের হাট, সুজানগর, পাবনা, ১০ জানুয়ারি