একঝলক (১৯ নভেম্বর ২০২৪)

ঝোপঝাড়ে ডানা মেলে উড়ছে প্রজাপতি। থুকড়া, ডুমুরিয়া, খুলনা, ১৯ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
খেজুরের রস বিক্রি করতে গ্রামের পথে পথে ঘোরেন মৌসুমি ব্যবসায়ী ওয়াদুদ মিয়া। প্রতি গ্লাস রস ১০ টাকায় বিক্রি করেন তিনি। মোল্লাপাড়া, রংপুর, ১৯ নভেম্বর
আমন ধান কাটার মৌসুম আসছে। কামার ব্যস্ত কৃষকের জন্য ধান কাটার কাঁচি তৈরি করতে। এসব কাঁচি ২০০ থেকে ৩০০ টাকায় বিক্রি হবে। মিকশিমিল, ডুমুরিয়া, খুলনা, ১৯ নভেম্বর
জমি থেকে ধান কাটা শেষ। সেই জমিতে ইঁদুরের গর্ত খুঁড়ে ধান বের করছেন হাজেরা বেগম। ডিমলা, রংপুর, ১৯ নভেম্বর
পানির ট্যাংক থেকে উপচে পড়ছে পানি। পানি পান করতে এসেছে বানরগুলো। শাহি ঈদগাহ এলাকা, সিলেট, ১৯ নভেম্বর
খুলনায় বেড়েছে মশার উপদ্রব। ‘ফগার মেশিন’ দিয়ে মশকনিধন করছেন খুলনা সিটি করপোরেশনের কর্মীরা। পিকচার প্যালেস মোড়, খুলনা, ১৯ নভেম্বর
সকাল বেলা বিদ্যুতের তার ধরে খাবারের খোঁজে চষে বেড়াচ্ছে বানরটি। শাহি ঈদগাহ এলাকা, সিলেট, ১৯ নভেম্বর
আড়িয়াল খাঁ নদে জালের মাধ্যমে বেড়া দিয়ে ভেতরে কচুরিপানা রাখা হয়েছে। জোয়ারের সময় এই কচুরিপানার মধ্যে মাছ আসে। ভাটা পড়লে এসব মাছ ধরেন মৎস্যশিকারিরা। কাগাশুরা, চরবাড়িয়া, বরিশাল, ১৯ নভেম্বর
বাড়ির উঠানে বাঁশের খিলাল রোদে শুকাতে দিয়েছেন আনজুনা বেগম। সেগুলো দিয়ে মাছ ধরার ফাঁদ ডারকি (ধিয়ার) তৈরি করে বিক্রি করেন তাঁরা। রানীর পাড়া, গাবতলী, বগুড়া, ১৯ নভেম্বর
নদীতে রাতভর চলেছে মাছ শিকার। মাছ ধরা শেষে দিনের বেলায় ট্রলারে চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছেন এক জেলে। কাগাশুরা, চরবাড়িয়া, বরিশাল, ১৯ নভেম্বর
পাথর কেটে শিল–পাটা তৈরি করছেন দুই ব্যক্তি। সেখানে ওড়া ধুলাবালুতে স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা আছে তাঁদের। মহাস্থান সেতু এলাকা, শিবগঞ্জ, বগুড়া, ১৯ নভেম্বর
‘ন্যায্য নগর ইশতেহার’ শীর্ষক অনুষ্ঠানে আলোচকেরা। পিআইবি, ঢাকা, ১৯ নভেম্বর
নিজের বাগান থেকে বিক্রির জন্য কলার কাঁদি কেটে নিচ্ছেন কৃষক কাজল পাটোয়ারি। হাট গোবিন্দপুর , কৃষ্ণনগর, ফরিদপুর, ১৯ নভেম্বর
সিলেটের বিভিন্ন পাহাড়-টিলায় কমলার চাষ হয়। মৌসুমের শুরুতেই এসব কমলা বাজারে ওঠে। ফলের আড়ত থেকে পাইকারি দরে কমলা কিনে খুচরায় বিক্রি করছেন একজন। ছোট আকারের প্রতি কেজি কমলা বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। কিনব্রিজ, সিলেট, ১৯ নভেম্বর
স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের আনাগোনা কমেছে ব্যস্ত হাজারী লেনে। কয়েকটি কারখানায় টুকটাক করছেন কারিগরেরা। হাজারী লেন, চট্টগ্রাম, ১৮ নভেম্বর
মাঠে চরছে ভেড়ার পাল। পাশেই ছাতা মাথায় দিয়ে বসে আছেন রাখাল। মাংস ও লোমের চাহিদার কারণে গ্রামাঞ্চলে অনেকেই ভেড়া পালন করেন। চর ঘোষপুর, পাবনা, ১৯ নভেম্বর
নদী থেকে বালু তোলা হয়েছে। বেলচা দিয়ে বালু স্তূপ করে রাখছেন এক শ্রমিক। সারা দিন কাজ করে মজুরি পাবেন ৭০০ টাকা। চামাউড়াকান্দি, সিলেট, ১৯ নভেম্বর
চরাঞ্চলে দেখা যায় গরু-মহিষের বাথান। বাথানের গরুগুলোকে খাওয়াতে বের হয়েছেন এক রাখাল। চর ভবানীপুর, পাবনা, ১৯ নভেম্বর
গ্রামে গ্রামে ঘুরে হরেক রকমের পণ্য বিক্রি করছেন একজন ফেরিওয়ালা। চৈতন্যপুর, গোদাগাড়ী, রাজশাহী, ১৯ নভেম্বর
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মহাখালী রেললাইনে নিরাপত্তা দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। মহাখালী, ঢাকা, ১৯ নভেম্বর