একঝলক (৯ ডিসেম্বর ২০২৪)

নবান্নে গ্রামাঞ্চলে মুড়ি ভাজার ধুম পড়ে। দরকার পড়ে মুড়ির পাতিলের। তাই পালপাড়ায় বিক্রির জন্য মুড়ির পাতিল তৈরি করছেন কারিগর ধীমানচন্দ্র চন্দ পাল। বাহিরদিয়া, মাচ্চর, ফরিদপুর, ৯ ডিসেম্বর
ছবি: আলীমুজ্জামান
হলুদ ফুলে উড়ে এসে বসেছে মৌমাছি। সুবর্ণপুর, কুমিল্লা, ৯ ডিসেম্বর
পদ্মা নদীর পানি শুকিয়ে জেগেছে চর। এসব চরে বাথান বানিয়ে মহিষ পালন করা হচ্ছে। পদ্মার চর, কুষ্টিয়া-পাবনা, ৯ ডিসেম্বর
জলাশয়ে খাবারের সন্ধানে একটি সাদা বক। তালজাঙ্গা, কিশোরগঞ্জ, ৯ ডিসেম্বর
বিলে বাঁশের খুঁটিতে বসে শিকারের অপেক্ষায় কানিবক। মেদি বিল, দক্ষিণ সুরমা, সিলেট, ৯ ডিসেম্বর
পরীক্ষা শেষে ভ্যানে চড়ে বিদ্যালয় থেকে বাড়ি ফিরছে শিক্ষার্থীরা। মহাসড়কে এ ধরনের যান চলাচল ঝুঁকিপূর্ণ ও নিষিদ্ধ। জালালপুর, ঢাকা-পাবনা মহাসড়ক, পাবনা, ৮ ডিসেম্বর
কুয়াশা মোড়ানো প্রকৃতি। সুরমা নদীর কিনব্রিজ এলাকা, সিলেট, ৯ ডিসেম্বর
পাবনার মৃতপ্রায় ইছামতীর নাব্যতা ফেরাতে নদী খননের কাজ করা হচ্ছে। পোস্ট অফিস এলাকা, আতাইকুলা, পাবনা, ৯ ডিসেম্বর
পশ্চিম আকাশে হেলে পড়েছে সূর্য। পড়ন্ত বিকেলে পাখিরাও ফিরছে নীড়ে। বরইকান্দি, সিলেট, ৯ ডিসেম্বর
নদীর পাড়ে গাছের নিচে বসে গল্প করছেন গ্রামের প্রবীণেরা। চন্দনীমহল, খুলনা, ৯ ডিসেম্বর
ভাটার সময় খালের অল্প পানিতে জাল ফেলে মাছ ধরছেন মৎস্যজীবীরা। সেনহাটি, খুলনা, ৯ ডিসেম্বর
কোমরতাতে শীতের মাফলার বুনছেন এক তরুণী। দীঘলি বাঁক, রাঙামাটি, ৯ ডিসেম্বর
শীতের সকালে খেতে ধান কাটছেন কিষানিরা। বোদিপুর, রাঙামাটি, ৯ ডিসেম্বর
খেত থেকে বেছে বেছে মুলা তুলছেন কৃষক। নুরুইল, বগুড়া, ৯ ডিসেম্বর
গাছের পাতার ফাঁকে মাকড়সার জালে শিশিরবিন্দু জমে আছে। পায়রাবন্দ, রংপুর, ৯ ডিসেম্বর
সকালে জমি থেকে ফুলকপি তুলে বাজারে নিয়ে যাচ্ছেন কৃষক। মিঠাপুকুর, রংপুর, ৯ ডিসেম্বর
বেগম রোকেয়া দিবস উপলক্ষে শোভাযাত্রা করেছে বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখা। সদর রোড, বরিশাল নগর, ৯ ডিসেম্বর
রোদে শুকাতে দেওয়া ধান খাচ্ছে শালিক। কটক বাজার, কুমিল্লা, ৯ ডিসেম্বর
কুয়াশার মধ্যে জরুরি কাজে শিশুকে নিয়ে বের হয়েছেন অভিভাবকেরা। বিমানবন্দর এলাকা, রাজশাহী, ৯ ডিসেম্বর