চাপ থাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর এলাকায় কিছুটা ধীরগতিতে চলছে যানবাহন। দাউদকান্দি, কুমিল্লা, ৩০ মার্চ
ফুটেছে লিলি ফুল। শান্তিবাগ, মৌলভীবাজার, ৩০ মার্চ
বিজ্ঞাপন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় একদিকে যানবাহনের চাপ রয়েছে। রোববার সকাল ৯টায়। চন্দ্রা, গাজীপুর, ৩০ মার্চ
বিজ্ঞাপন
সৌদি আরবের সঙ্গে মিল রেখে পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হচ্ছে। আদায় করা হচ্ছে ঈদের নামাজ। শিয়ালকাঠি, কাউখালী, পিরোজপুর, ৩০ মার্চদক্ষিণ চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় আজ রোববার পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করা হয়েছে। আদায় করা হচ্ছে ঈদের নামাজ। তৈলারদ্বীপ, আনোয়ারা, চট্টগ্রাম, ৩০ মার্চঅবৈধভাবে বালু উত্তোলনে ক্ষতিগ্রস্ত শেরপুরের নালিতাবাড়ীর চেল্লাখালী নদের একাংশ। বরুঙ্গা, শেরপুরে, ২৯ মার্চ২০১৮ সালে মেলায় গ্যাস ভরতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে দুই পা হারান বেলুন ব্যবসায়ী বাপ্পি আলী। এর পর থেকে শুরু হয় তাঁর জীবনযুদ্ধ। বারবার পেশা বদল করে এখন তিনি কাপড়ের ব্যবসা শুরু করেছেন। মহিলা কলেজ রোড, পাবনা, ৩০ মার্চযত্রতত্র অ্যাসিড ব্যবহার ও লাইসেন্স ছাড়া এর ক্রয়-বিক্রয় পুরোপুরি নিষিদ্ধ। তা সত্ত্বেও ফুটপাত দখল করে বোতলে ভরা হচ্ছে অ্যাসিড। কলেজ গলি, পাবনা, ৩০ মার্চঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের তেমন চাপ নেই। তবে মহাসড়কে অবৈধভাবে চলছে তিন চাকার যানবাহন। বাঁশবাড়িয়া, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ৩০ মার্চরমজান মাসের শেষ দিনে বেচাকেনায় ব্যস্ত ব্যবসায়ীরা। ধানগড়া বাজার, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৩০ মার্চঈদের ছুটিতে রাজধানীর ব্যস্ততম সড়ক ফাঁকা। কুড়িল, বিমানবন্দর সড়ক, ৩০ মার্চনৌপথে শেষ মুহূর্তে বাড়ি ফিরতে লঞ্চযাত্রা। বুড়িগঙ্গা পোস্তগোলা ব্রিজ, ঢাকা, ৩০ মার্চঈদের জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ মাঠ। জাতীয় ঈদগাহ মাঠ, ঢাকা, ৩০ মার্চবাংলাদেশের আকাশে আজ রোববার ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে। স্কুলপাড়া, ঈশ্বরদী, পাবনা, ৩০ মার্চঈদ উপলক্ষে রাজধানীর বিভিন্ন ভবনে আলোকসজ্জা করা হয়েছে। সুপ্রিম কোর্ট ভবন, ঢাকা, ৩০ মার্চগ্রামেও এখন টিউবে ভরা মেহেদির চল। ঈদের চাঁদ ওঠার পর গ্রামের একটি বাড়িতে মেহেদি দিয়ে হাতে নকশা করা হচ্ছে। কালিদাস, সখীপুর, টাঙ্গাইল, ৩০ মার্চরংপুর নগরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। প্রস্তুতি শেষে সাজানো মাঠ। রাধাবল্লভ, রংপুর, ৩০ মার্চ