একঝলক (২৬ নভেম্বর ২০২৪)

শীতের ভোরে শিশিরভেজা কচুরিপানা ফুল। আমভিটা, ডুমুরিয়া, খুলনা, ২৬ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
কুয়াশাঢাকা সকালে ডিঙিতে করে বিদ্যালয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। সোনারাম কার্বারিপাড়া, মগবান, রাঙামাটি, ২৬ নভেম্বর
আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টায় পাহাড়ি বাসিন্দারা। ওয়াকচাকুপাড়া, থানচি, বান্দরবান, ২৬ নভেম্বর
শীত মৌসুমে খেজুরের রস সংগ্রহের জন্য মাটির কলসের চাহিদা বাড়ে। কলস তৈরিতে ব্যস্ত এক পাল নারী। খর্ণিয়া, ডুমুরিয়া, খুলনা, ২৬ নভেম্বর
শীতের কুয়াশাভেজা সকালে সন্তানকে সাইকেল চালানো শেখাচ্ছেন এক বাবা। পান্ডারদীঘি, রংপুর, ২৬ নভেম্বর
খেতে আলু লাগানো হবে। এর আগে জমিতে জৈব সার ছিটাচ্ছেন কৃষক। মেকুড়া, রংপুর, ২৬ নভেম্বর
পাহাড়, হ্রদ, নৌকা, সূর্যোদয়ের মিশেলে অপরূপ সাজে প্রকৃতি। কাপ্তাই হ্রদ, রাঙামাটি, ২৬ নভেম্বর
খেত থেকে ফুলকপি তুলছেন কৃষক। পীরগাছা, রংপুর, ২৬ নভেম্বর
নগরের ব্যস্ত সড়কের ওপর গড়ে উঠেছে সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড। গির্জা মহল্লা, বরিশাল, ২৬ নভেম্বর