কুয়াশায় তৃতীয় দিনের মতো দেশের গুরুত্বপূর্ণ দুই নৌপথ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া এবং আরিচা ও পাবনার কাজিরহাট রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। দৌলতদিয়া ফেরি ঘাট, রাজবাড়ী, ১২ ডিসেম্বর
বিজ্ঞাপন
শীত থেকে বাঁচতে এক কর্মজীবীর এমন পোশাক। জেলখানা ঘাট, খুলনা, ১২ ডিসেম্বর
বিজ্ঞাপন
হলদে বুক হরিয়াল পাখিরা পাকুড় ফল খেতে এসেছে দল বেঁধে। কাউখালী, রাঙামাটি, ১২ ডিসেম্বরভোলার সদর উপজেলার তুলাতুলি খেয়াঘাট থেকে দৌলতখান উপজেলার মদনপুর যেতে জেগে উঠেছে বিস্তীর্ণ বালুচর। দৌলতখান, ভোলা, ১১ ডিসেম্বরহিম সকালে জমিতে ভুট্টার বীজ বুনছেন কিষানি। বাহাদুরসিং, রংপুর, ১২ ডিসেম্বর আঙিনায় কোমর তাতে পরনের কাপড় দোপাট্টা বুনছেন তংচংগ্যা জনগোষ্ঠীর এক তরুণী। কাপ্তাই, রাঙামাটি, ১২ ডিসেম্বর পছন্দের চকলেট পেয়ে শিশুদের খুশি। কাউখালী, রাঙামাটি, ১২ ডিসেম্বর সকাল সকাল বিক্রির জন্য লালশাক তুলছেন এই কৃষক। ঝাকুনিপাড়া, কুমিল্লা, ১২ ডিসেম্বরজমিতে মরিচের চারা রোপণের জন্য মাটি প্রস্তুত করছেন দুই ব্যক্তি। ডলুপাড়া, বান্দরবান, ১২ ডিসেম্বরডোবায় জমে থাকা পানি সেচে কাদায় ছোট মাছ খুঁজতে ব্যস্ত এক ব্যক্তি। ডলুপাড়া, বান্দরবান, ১২ ডিসেম্বরশীতের সকালে পানের পাতা বাছাই করছেন তাঁরা। এগুলো বিক্রির জন্য বিভিন্ন জায়গায় পাঠানো হবে। মোহনপুর, রাজশাহী, ১১ ডিসেম্বর