একঝলক (২১ জানুয়ারি ২০২৪)

সিলেটে বেড়েই চলেছে শীত। জনজীবনে দেখা দিয়েছে স্থবিরতা। তীব্র শীতে ভোগান্তিতে পড়েছে শিশুরা। শীতের সকালে শিশুকে কোলে জড়িয়ে পথ চলেছেন অভিভাবক। সুরমা পয়েন্ট এলাকা, সিলেট, ২১ জানুয়ারি
 ছবি: আনিস মাহমুদ
শীতের মধ্যে মাটি দিয়ে গৃহস্থালি পণ্য তৈরি করছেন এই নারী কারিগর। পালপাড়া এলাকা, রংপুর, ২১ জানুয়ারি
বেড়েছে শীতপোশাকের চাহিদা। তীব্র শীত থেকে রেহাই পেতে ফুটপাতের দোকানে শীতপোশাক কিনছেন অনেকে। ভার্থখলা, সিলেট, ২১ জানুয়ারি
শিমখেতে নিড়ানি দিচ্ছেন পাহাড়ি কৃষক। সাপছড়ি মধ্যপাড়া এলাকা, রাঙামাটি, ২১ জানুয়ারি
শীতের সকালে জবুথবু হয়ে নৌকায় বসে আছেন মাঝিরা। সুরমা নদীর চাঁদনীঘাট, সিলেট, ২১ জানুয়ারি
শীতের মধ্যে ইটভাটায় কাজে ব্যস্ত শ্রমিক। শাহবাজপুর এলাকা, রংপুর, ২১ জানুয়ারি
চরাঞ্চলের খেত থেকে মিষ্টিকুমড়া ও বাঁধাকপি এনে সড়কে বস্তা ভর্তি করে বিক্রির জন্য প্রস্তুতি নিচ্ছেন সুমন মণ্ডল। চর বরাট, গোয়ালন্দ, রাজবাড়ী, ২১ জানুয়ারি
কনকনে শীতে গরম জামাকাপড়ে জড়িয়ে মায়ের কাঁধে নিরাপদে শিশু। ইশ্বরপুর এলাকা, রংপুর, ২১ জানুয়ারি
ঘন কুয়াশা আর তীব্র শীতে কাজে ছুটছেন এক দিনমজুর। কেরানীহাট এলাকা, রংপুর, ২১ জানুয়ারি
সরকার নির্ধারিত দামে খাদ্যপণ্য নিতে ভোররাত থেকে ভিড় করেছেন নিম্ন আয়ের নারী-পুরুষ। ভেদাভেদী বাজার, রাঙামাটি, ২১ জানুয়ারি
শীতে কাতর মানুষ কাঠগোলার কাঠ জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন। মমিনপুর বাজার, ২১ জানুয়ারি
৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মৃদু শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার মাঝে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। গাছপাড়া বাইপাস, ঈশ্বরদী-পাবনা মহাসড়ক, পাবনা, ২১ জানুয়ারি
মাঠ থেকে আলু তুলে রোদে শুকাতে দেওয়া হয়েছে। সেখান থেকে ছোট–বড় আলু বাছাই করছেন এক চাষি। তেলিহারা গ্রাম, বগুড়া, ২০ জানুয়ারি
শর্ষেখেতের মাঝে পাতিল দিয়ে বানানো কাকতাড়ুয়া, সেই কালো পাতিলে বসে একটি ফিঙে পাখি শিকারের অপেক্ষায়। মধ্যম বিজয়পুর এলাকা, কুমিল্লা, ২১ জানুয়ারি
বাদুড় বা অন্য পাখি থেকে খেজুরের রসের হাঁড়ি রক্ষা করতে সেখানে ছোট বেড়া বেঁধে দিচ্ছেন গাছি আওয়াল মাতুব্বর। ডাঙ্গী এলাকা, নগরকান্দা, ফরিদপুর, ২০ জানুয়ারি
সকাল থেকেই খাবারের খোঁজে এদিক-সেদিক ওড়াউড়ি শুরু করেছে মুক্ত পায়রাগুলো। সূর্যমুখী বাগানের ওপর দিয়ে দল বেঁধে উড়ছে তারা। টেবুনিয়া, পাবনা, ২১ জানুয়ারি
মৃদু শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় গত এক সপ্তাহ সূর্যের মুখ দেখা যায়নি পাবনায়। মহাসড়কের পাশে রোদে লুঙ্গি বোনার সুতা শুকিয়ে নিচ্ছেন তাঁতি। জালালপুর, পাবনা-ঢাকা মহাসড়ক, পাবনা, ২০ জানুয়ারি
ভোর থেকে ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়া। এমন আবহাওয়ায় সন্তানদের গরম কাপড় জড়িয়ে বাইরে বের করছেন অভিভাবকেরা। সাতমাথা এলাকা, বগুড়া, ২১ জানুয়ারি
শীত থেকে বাঁচতে কাপড় গায়ে জড়িয়ে দেওয়া হয়েছে ছাগলগুলোর। একচিলতে রোদ উঠতেই উষ্ণতার খোঁজে রাস্তার ওপর এসে গুটিসুটি মেরে বসেছে ছাগলগুলো। পাটিকাবাড়ি, পাবনা, ২০ জানুয়ারি
কনকনে শীতের মধ্যে ইটভাঙার কাজ করছেন একদল শ্রমিক। পক্ষীফান্দা এলাকা, রংপুর,২১ জানুয়ারি
রোপণ করার জন্য ধানের চারা ভারে করে জমিতে নিচ্ছেন এক কৃষক। আলতাফল, কেশবপুর, যশোর, ২১ জানুয়ারি
জমি চাষ শেষে গরু ও মই নিয়ে বাড়ি ফিরছেন কৃষক। আলতাফল, কেশবপুর, যশোর, ২১ জানুয়ারি
কুয়াশা থেকে আলুগাছের সুরক্ষা দিতে স্প্রে করছেন কৃষকেরা। মল্লিকপুর এলাকা, পবা, রাজশাহী, ২১ জানুয়ারি
মানিকগঞ্জের পাটুরিয়ায় নয়টি মালবাহী যানবাহনসহ ফেরি রজনীগন্ধা ডুবির ঘটনায় আরেকটি ট্রাক উদ্ধার করা হয়েছে। পাটুরিয়ার ২ নম্বর ঘাট, পাটুরিয়া, মানিকগঞ্জ, ২১ জানুয়ারি
শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ। বঙ্গবন্ধু উদ্যান, বরিশাল, ২১ জানুয়ারি
এক চাকার বাহনে চুলা, আটাসহ অন্যান্য সরঞ্জাম নিয়ে নগরে ভাপা পিঠা বানিয়ে বিক্রি করেন তাঁরা। মৌসুমি এই ব্যবসা করে বেশ আয়ও করেন এই তরুণেরা। রাধাবল্লভ এলাকা, রংপুর, ২১ জানুয়ারি
পাবনা জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এই শীতের মধ্যে স্কুলে আসা শিক্ষার্থীরা ছুটি শেষে বাড়ি ফিরছে। জিলা স্কুল, পাবনা, ২১ জানুয়ারি
মহাসড়কে অবৈধ নছিমনে গাদাগাদি করে চড়ে ঝুঁকি নিয়ে কাজের সন্ধানে গ্রাম থেকে শহরে যাচ্ছেন দিনমজুর শ্রমিকেরা। ঢাকা-খুলনা মহাসড়কের কোমরপুর এলাকা, অম্বিকাপুর, ফরিদপুর, ২১ জানুয়ারি
মৌসুমে কৃষকের কাছ থেকে কম দামে কিনে রাখা পাট মিলে সরবরাহের জন্য প্রস্তুত করছেন এক ব্যবসায়ী। এখন প্রতি মণ পাট ২২০০ থেকে ৩২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। খলিলুর এলাকা, মাচ্চর, ফরিদপুর ২১ জানুয়ারি
বেতের তৈরি ধামা ও সের এবং বাঁশের তৈরি চালন ও কুলা গ্রামাঞ্চলে হাঁকডাক ছেড়ে বিক্রি করছেন বিক্রেতা দিলীপ দাস। এসব পণ্য বিক্রি করে ৫০০ থেকে ৬০০ টাকা আয় করেন তিনি। চণ্ডিপুর এলাকা, মাচ্চর, ফরিদপুর, ২১ জানুয়ারি