আর কয়েক দিন পরই ঈদুল আজহা। তাই এরই মধ্যে রাজধানীর পোস্তগোলা হাটে দেশের বিভিন্ন স্থান থেকে নৌপথে গরু আসতে শুরু করেছে। ফরাশগঞ্জ ঘাট, ঢাকা, ৮ জুনময়মনসিংহ, গাজীপুরসহ বিভিন্ন এলাকা থেকে পাইকারেরা নদীপথে ট্রলারে করে নিয়ে এসেছেন কাঁঠাল। তাঁদের কাছ থেকে খুচরা ব্যবসায়ীরা এসব কাঁঠাল কিনবেন। চারারগোপ, নারায়ণগঞ্জ, ৮ জুন
বাদুড় ও পাখির হাত থেকে রক্ষা করতে লিচু জালের ব্যাগ দিয়ে বেঁধে রেখেছেন চাষি। গিড়ারপাড় এলাকা, গঙ্গাচড়া , রংপুর, ৮ জুনপবিত্র ঈদুল আজহার আগে বাসে রং করার কাজ চলছে। সোনাডাঙ্গা, খুলনা, ৮ জুন
বিজ্ঞাপন
খাদ্য অধিদপ্তরের উদ্যোগে ওএমএসের ট্রাক থেকে চাল ও আটা কিনতে এসেছেন তাঁরা। সড়কের পাশে বসে পণ্যবাহী ট্রাকের অপেক্ষায় থাকার সময়টুকু গল্পগুজব করে কাটান তাঁরা। নগরের মেন্দিবাগ এলাকা, সিলেট, ৮ জুনঢাকা থেকে ট্রলারে এসেছে নদী খননের কাজে ব্যবহৃত পাইপ। উত্তোলন যন্ত্রের মাধ্যমে সেসব পাইপ খালাস করে ট্রাকে তোলা হচ্ছে। মুক্তিযোদ্ধা পার্ক, বরিশাল, ৮ জুন
বিজ্ঞাপন
মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ রয়েছে। তবু ঢাকা-সিলেট মহাসড়কে দূরপাল্লার যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে দিব্যি তিন চাকার সিএনজিচালিত অটোরিকশা চলছে। মহাসড়কে দুর্ঘটনা অন্যতম কারণ এসব অটোরিকশা। অতিরবাড়ি নামক এলাকা, দক্ষিণ সুরমার সিলেট, ৮ জুন ধান কাটা শেষ হয়েছে। ফাঁকা জমিতে গরু চরাতে যাচ্ছেন এক ব্যক্তি। পুটিমারি, গঙ্গাচড়া, রংপুর, ৮ জুন কয়েক দিন পর ঈদুল আজহা। এ উপলক্ষে ঢাকা-আরিচা মহাসড়কের বিভাজকে সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। বাগজান, মানিকগঞ্জ, ৮ জুন কচুখেতে আগাছা পরিষ্কারের কাজে ব্যস্ত এক কৃষক। ভোজের ডাংগি, রামনগর, নগরকান্দা, ফরিদপুর। ৮ জুনপরম আদরে ছানাকে খাওয়াচ্ছে মা শালিক। মহাস্থান জাদুঘর, শিবগঞ্জ, বগুড়া, ৮ জুনট্রাক থেকে নামিয়ে ভ্যানে করে দোকানে নেওয়া হচ্ছে মুড়ির বস্তা। গোয়ালচামট, ফরিদপুর, ৮ জুন।বগুড়া শহরের করতোয়া নদীর ওপর শাহ ফতেহ আলী সেতু পুনর্নির্মাণে ১৯ কোটি ৮৩ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ । গত বছরের মে মাসে শুরু হওয়া এই সেতুর নির্মাণের কাজ এক বছরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু সেতু এখনো হয়নি। বাঁশের সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয় লোকজনকে। চেলোপাড়া এলাকা, বগুড়া, ৮ জুনপ্লাস্টিকসামগ্রীর টুকরা রোদে শুকানোর কাজে ব্যস্ত এক শ্রমিক। বন্দরের মদনপুর, নারায়ণগঞ্জ, ৮ জুনপাবনার বিভিন্ন চরাঞ্চলে বেশ ভালো কলা উৎপাদিত হয়। জেলার চাহিদা মিটিয়ে এসব কলা চলে যায় ঢাকাসহ বিভিন্ন জেলায়। ঘোড়ার গাড়িতে করে চর থেকে আনা হয় এসব কলা। লাইব্রেরি বাজার, পাবনা, ৮ জুন তপ্ত রোদে টিনের চালায় কাজ করছেন শ্রমিকেরা। গোয়ালখালী, খুলনা, ৮ জুন রেলপথে চলাচল সব সময় ঝুঁকিপূর্ণ। তারপরও রেলসেতুতে ঝুঁকি নিয়ে সাইকেল নিয়ে পার হচ্ছেন দুই ব্যক্তি। একটু অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা। চেলোপাড়া রেলওয়ে সেতু, বগুড়া, ৮ গোমতী নদীতে নৌকায় করে জাল দিয়ে মাছ ধরছেন এক দম্পতি। জগন্নাথপুর, কুমিল্লা, ৮ জুন ঈদ সামনে রেখে বিক্রির জন্য হাটে গরু নিয়ে যাচ্ছেন দুজন। শয়রাবাড়ি, গঙ্গাচড়া, রংপুর, ৮ জুনপাহাড়ি ছড়ার পানি বোতলে ভরে ঝুড়িতে করে বয়ে আনছেন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একজন নারী। সাজেক রুই লুই ত্রিশপাড়া, রাঙামাটি, ৮ জুন