ফুলের ওপর বসেছে প্রজাপতি। গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণ, কিশোরগঞ্জ, ১৯ ডিসেম্বরগৃহস্থের কাছ থেকে কাঁচা সুপারি কিনে ঝুড়িতে রাখছেন পাইকারেরা। দুই টাকা দরে প্রতিটি সুপারি কিনে তা ২ টাকা ১৫ পয়সা থেকে আড়াই টাকায় বিক্রি করেন তাঁরা। পাঁচপাড়া, পিরোজপুর, ১৯ ডিসেম্বর
বিদ্যুতের তারের ওপর বসে আছে পাখির দল। সারেংকাঠি, নেছারাবাদ, পিরোজপুর, ১৯ ডিসেম্বরহাট থেকে ধান কিনে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। জাতভেদে প্রতি মণ ধান ১ হাজার ৪৫০ থেকে ১ হাজার ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। ধাপ সুলতানগঞ্জ হাট, দুপচাঁচিয়া, বগুড়া, ১৯ ডিসেম্বর
বিজ্ঞাপন
কুয়াশাচ্ছন্ন সকালে খেতের মাঝখানের পথ দিয়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন এক ব্যক্তি। ইসলামপুর, সিলেট, ১৯ ডিসেম্বরপুরোনো সাইকেল বিক্রির জন্য হাটে সাজিয়ে রাখা হয়েছে। প্রতিটি সাইকেল চার হাজার থেকে ছয় হাজার টাকায় বিক্রি হচ্ছে। ধাপ সুলতানগঞ্জ হাট, দুপচাঁচিয়া, বগুড়া, ১৯ ডিসেম্বর
বিজ্ঞাপন
রংপুর ক্যাডেট কলেজে চার দিনব্যাপী আন্তহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী দিনে শিক্ষার্থীদের দৌড় প্রতিযোগিতার মুহূর্ত। ক্যাডেট কলেজ মাঠ, রংপুর, ১৯ ডিসেম্বরশীত মৌসুমে প্রমত্ত পদ্মার কোথাও চর, কোথাও–বা হাঁটুপানি থাকে। সেই চরে মহিষের গাড়িতে করে মালামাল নিয়ে যাচ্ছেন এক গাড়োয়ান। চর কোমরপুর, পাবনা, ১৯ ডিসেম্বরজমিতে চারা রোপণে ব্যস্ত কৃষক। আলিয়াবাদ, ফরিদপুর, ১৮ ডিসেম্বরসড়কের পাশে যন্ত্রের সাহায্যে ধান মাড়াইয়ের কাজ চলছে। জিরো পয়েন্ট, চরকাউয়া, বরিশাল, ১৯ ডিসেম্বরবাঁশ দিয়ে ল্যাম্পশেড তৈরি করে সাজিয়ে রেখেছেন এক ব্যক্তি। কাপ্তানবাজার, কুমিল্লা, ১৯ ডিসেম্বরখেজুরের রস জাল দেওয়ার জন্য প্রয়োজন হয় ইস্পাতের (সিট) ডোঙা। শীত মৌসুমে ডোঙার ব্যাপক চাহিদা থাকে। ধাপ সুলতানগঞ্জ হাট , দুপচাঁচিয়া, বগুড়া, ১৯ ডিসেম্বরজমিতে ধান শুকাতে দেওয়া হয়েছে। সেগুলো পা দিয়ে নেড়ে দিচ্ছেন এক নারী। বোদিপুর, রাঙামাটি, ১৯ ডিসেম্বরখেজুরের রস সংগ্রহের জন্য ছোট্ট মাটির কলস পাতছেন গাছি। সদর উপজেলা, পিরোজপুর, ১৯ ডিসেম্বরমাথায় মুরগির ঝুড়ি নিয়ে বিক্রির জন্য যাচ্ছেন এক ব্যক্তি। পালপাড়া, কুমিল্লা, ১৯ ডিসেম্বরপবিত্র কোরআন শরিফ রাখার স্ট্যান্ড (রেহেল) সাজিয়ে রাখা হয়েছে। আকারভেদে প্রতিটি ১২০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। ধাপ সুলতানগঞ্জ হাট, দুপচাঁচিয়া, বগুড়া, ১৯ ডিসেম্বর