একঝলক (০২ আগস্ট ২০২৪)

‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ মিছিলে স্লোগান দিচ্ছেন রাজউক উত্তরা মডেল কলেজের দুই শিক্ষার্থী। উত্তরা ৬ নম্বর সেক্টর, ঢাকা, ২ আগস্ট
ছবি: আশরাফুল আলম
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে শিক্ষার্থী হত্যা এবং তারপর গ্রেপ্তার ও মামলার প্রতিবাদে সমাবেশে যোগ দেন বহু মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা, ২ আগস্ট
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজের পর সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। সায়েন্স ল্যাব মোড়, ঢাকা, ২ আগস্ট
বরিশালে গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে গতকাল দুপুর পর্যন্ত টানা বৃষ্টিতে নগরের বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। নবগ্রাম রোডে, বরিশাল
বৃষ্টির মধ্যে বিলের পানিতে নেমে বাড়ির গবাদিপশুর খাবারের জন্য ঘাস সংগ্রহ করছেন এক কৃষক। গোয়ালকান্দি, কৈজুরী, ফরিদপুর, ২ আগস্ট
তিন দিন ধরে অবিরাম বৃষ্টি। পাহাড়ি ঢলের কাদামাখা পানি জমেছে কাপ্তাই হ্রদে। সুবলং চ্যানেল, বরকল, রাঙামাটি, ১ আগস্ট
মুষলধারে বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছেন লোকজন। বনরূপা চৌমুহনী, রাঙামাটি
পাহাড়ি ঢলের পানিতে ডুবে যাওয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। উত্তর সোনাপাহাড়, মিরসরাই