একঝলক (২২ মার্চ ২০২৪)

ঈদের কেনাকাটা করতে বিপণিবিতানে মানুষের ভিড়। নিউমার্কেট, ঢাকা, ২২ মার্চ
ছবি: শুভ্র কান্তি দাশ
জুতা কিনতে এসে শিশুটি নিজেই পছন্দের জুতা হাতে তুলে নিয়েছে। মালোপাড়া, ভুবনমোহন পার্ক, রাজশাহী, ২২ মার্চ
ডোবা থেকে মাছ ধরে ভাগাভাগি করে নিচ্ছে শিশুরা। হালিমপুর, বাজিতপুর, কিশোরগঞ্জ
বিক্রির আশায় সুগন্ধী আতরের পসরা সাজিয়ে বসেছেন এক বিক্রিতা। প্রকারভেদে কাচের শিশিতে ৩ থেকে ৬ এমএল পরিমাণ আতর ৫০ থেকে ৬০০ টাকায় বিক্রি করেন তিনি। চাপা বিবির মসজিদ, পাবনা, ২২ মার্চ
তিস্তার চরের বাদামখেতে নিড়ানি দিচ্ছেন কৃষকেরা। মহিপুর, গঙ্গাচড়া, রংপুর, ২২ মার্চ
নদীতে পানি কমে যাওয়ায় তিস্তার চর থেকে গবাদিপশুর খাবার ভুট্টার পাতা নিয়ে মহিষের গাড়িতে করে নদী পার হচ্ছেন কৃষকেরা। রাজবল্লভ, গঙ্গাচড়া, রংপুর, ২২ মার্চ
সূর্যমুখী ফুলের ডালে বসেছে একটি ঘুঘু। নোয়াপাড়া, কুমিল্লা, ২২ মার্চ
গোমতী নদীর চরে নিজের জমি থেকে বাজারে বিক্রির জন্য মরিচ তুলছেন ফজিলাতুন্নেছা। প্রতি কেজি কাঁচামরিচ ৩০-৩৫ টাকায় বিক্রি করবেন তিনি। ভান্তী, বুড়িচং, কুমিল্লা, ২২ মার্চ
পটুয়াখালী থেকে আনা ট্রাকভর্তি তরমুজ আড়তে নামিয়ে নিচ্ছেন শ্রমিকেরা । প্রতি মণ তরমুজ ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৮০০ টাকায় বিক্রি করা হবে। মহাস্থান আড়ত, শিবগঞ্জ, বগুড়া, ২২ মার্চ
বৃষ্টিতে রাজধানীর সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। খানাখন্দে পানি জমে থাকায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। কমলাপুর, ঢাকা, ২২ মার্চ