ধানখেতের পানিতে থাকা মাছ ধরার জন্য পেতে রাখা ফাঁদ তুলছেন এক ব্যক্তি। এ ধরনের ফাঁদে চিংড়ি, টাকি, শিং ইত্যাদি মাছ ধরা পড়ে। মৃত্তিকা, বটিয়াঘাটা, খুলনা, ২৩ নভেম্বর
বীজ থেকে গজিয়েছে পেঁয়াজের চারা। পেঁয়াজের খেতে নিড়ানি দিচ্ছেন কৃষক মিজানুর রহমান। চুপিনগর, শাজাহানপুর, বগুড়া, ২৩ নভেম্বর
বিজ্ঞাপন
শিমের লতায় এসেছে ফুল। চুপিনগর, শাজাহানপুর, বগুড়া, ২৩ নভেম্বর
বিজ্ঞাপন
পরিবারের সদস্য নিয়ে খেত থেকে ফুলকপি তুলছেন কৃষক বেল্লাল হোসেন। পাইকারিতে প্রতি মণ ফুলকপি ৮০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হয়। চুপিনগর, শাজাহানপুর, বগুড়া, ২৩ নভেম্বর পেঁয়াজখেতের আগাছা পরিষ্কার করছেন এক কৃষক। এখন খুচরা বাজারে পাতা পেঁয়াজ কেজিতে ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। চুপিনগর, শাজাহানপুর, বগুড়া, ২৩ নভেম্বরদিনে ২০০ টাকা মজুরিতে খেত থেকে পালংশাক তুলছেন একদল নারী শ্রমিক। ক্ষুদ্র কুষ্টিয়া, শাজাহানপুর, বগুড়া, ২৩ নভেম্বরজাতীয় সংসদ নির্বাচনের প্রচার কদিন পরেই শুরু হবে। নির্বাচনী প্রচারে মাইক ব্যবহার করা হয়। এ কারণে এখন থেকেই মাইক প্রস্তুত করছেন দোকানিরা। পদুয়া বাজার এলাকা, কুমিল্লা, ২৩ নভেম্বরঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ফসল ও ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়। মিধিলি চলে যাওয়ার পর জমিতে নতুন করে মুলা চাষ করেছেন কৃষক। সুবর্ণপুর, কুমিল্লা, ২৩ নভেম্বরসাতসকালে বিদ্যালয়ের মাঠে শারীরিক কসরত করছে খুদে শিক্ষার্থীরা। আলী নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাজাহানপুর, বগুড়া, ২৩ নভেম্বরএখন গ্রামের দিকে সকালে বেশ শীত অনুভূত হয়। তাই শীতের কাপড় পরে নাতনিকে নিয়ে বাইরে বেরিয়েছেন দাদা। কেরানিহাট এলাকা, রংপুর, ২৩ নভেম্বরটিসিবির পণ্য কিনতে আসা মায়ের সঙ্গে এসেছে শিশুটি। পণ্য কিনতে মা সারিতে দাঁড়িয়েছেন। আর শিশুটি ব্যাগ নিয়ে ভ্যানের ওপর খেলছে। বাস্তুহারা সিটি করপোরেশন মার্কেট, খুলনা, ২৩ নভেম্বরবাড়ির খেত থেকে নানা রকমের শাক তুলে বিক্রি করতে শহরের পথে বেরিয়েছেন এই ব্যক্তি। পানবাজার এলাকা, রংপুর ২৩ নভেম্বরসবজির খেতে সেচ দিতে নিয়ে যাচ্ছেন সেচযন্ত্র। বায়না মেটাতে ছেলেকেও সঙ্গে নিয়ে যাচ্ছেন। রামজীবন এলাকা, রংপুর ২৩ নভেম্বর ফলের আড়তে ট্রাকে করে আনা হয়েছে কলা। এসব কলা আড়ত থেকে পাইকারি দরে বিক্রি হবে। কদমতলী, সিলেট ২৩ নভেম্বর ভাটায় শোলমারী নদীর চরে গর্তে লুকিয়ে থাকা মাছ ধরছেন একজন। শোলমারী সেতু, বটিয়াঘাটা, খুলনা ২৩ নভেম্বর চাতালে শুঁটকি তৈরির কাজে ব্যস্ত শ্রমিক। বছরের এই মৌসুমে নদী, খাল-বিল শুকিয়ে গেলে সেখানে ধরা পড়া পুঁটিসহ অন্যান্য মাছ লবণ দিয়ে রোদে শুকিয়ে এভাবে শুঁটকি তৈরি করা হয়। পৌরসভা হাট, সুজানগর, পাবনা ২২ নভেম্বর গবাদিপশুর খাবারের জন্য ধানের খড়ের গাদা তৈরি করছেন কৃষক মনু মাতুব্বর। তাঁকে সহযোগিতা করছেন পরিবারের অন্য সদস্যরা। আকন ভাটপাড়া এলাকা, কৈজুরী, ফরিদপুর ২২ নভেম্বর বর্ষাকালের বাহন নৌকা হলেও এখন পুকুরে মাছকে খাবার দিতে লাগে নৌকা। নৌকায় করে মাছকে খাবার ছিটানো হয়। তাই সাত হাজার টাকা দিয়ে নৌকা কিনে বাড়ি নিয়ে যাচ্ছেন মৎস্যচাষি আনোয়ার হোসেন। পসরা এলাকা, কৈজুরী, ফরিদপুর ২২ নভেম্বর বৃষ্টির পানিতে নষ্ট হয়ে যাওয়া কাঁচা ইট তুলছেন শ্রমিকেরা। এগুলো আবার মাটির সঙ্গে মিশিয়ে ইট তৈরি করা হবে। ধুমচর, বাবুগঞ্জ, বরিশাল ২৩ নভেম্বর ধান ওঠার সঙ্গে সঙ্গে বেড়ে যায় বস্তার চাহিদা। অনেকেই পুরোনো পাটের বস্তা খুচরা কিনে সেগুলো মেরামত করে আবার পাইকারি দরে বিক্রি করে দেন। বুদেরহাট, পাবনা ২৩ নভেম্বর