একঝলক (১০ নভেম্বর, ২০২২)

প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে চিত্রাঙ্কন উৎসবের আয়োজন করে বন্ধুসভা। এসি লাহা হল, বাগেরহাট, ১০ নভেম্বর
ছবি: প্রথম আলো
প্রথম আলো ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছে তা থৈ নৃত্যাঙ্গনের শিশু শিল্পীরা। নবরূপীর মঞ্চ, দিনাজপুর, ১০ নভেম্বর
শতবর্ষী ২০টি গাড়ি নিয়ে বাংলাদেশ ভ্রমণে আসা বিদেশি পর্যটক দল এখন যশোরে। তাঁদের গাড়িবহরে ইউরোপের প্রাচীন মডেলের গাড়ি ও মোটরসাইকেল আছে। যশোর, ১০ নভেম্বর
‘সত্যে তথ্যে ২৪’ স্লোগানে প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুর বন্ধুসভা শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, রংপুর, ১০ নভেম্বর
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার (এম এন লারমা) ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেএসএস (এম এন লারমা) পক্ষ থেকে ৩৯টি ফানুস উড়িয়ে তাঁকে স্মরণ করা হয়। কল্পরঞ্জনের মাঠ, দীঘিনালা, খাগড়াছড়ি, ১০ নভেম্বর
আট-নয় মাস আগে সিমেন্টের ঢালাই দিয়ে সড়ক তৈরি করা হয়। কিন্তু অল্প সময়ের ব্যবধানে ভেঙে যাওয়ায় মেরামত করা হচ্ছে। চরকালীবাড়ি, ময়মনসিংহ, ১০ নভেম্বর
জমিতে ধান কেটে রেখেছেন কৃষক। সেখানে খাবারের সন্ধানে এসে জুটেছে একদল শালিক। মঘী, মাগুরা, ১০ নভেম্বর
চা-বাগানের বিভিন্ন গাছ থেকে লাকড়ি সংগ্রহ করা হয়। সেই লাকড়ি বিক্রির জন্য বাজারে যাচ্ছেন এক চা-শ্রমিক। দলদলি চা-বাগান, সিলেট, ১০ নভেম্বর
ফুটবল বিশ্বকাপের অল্প কয়েক দিন বাকি। পছন্দের দলের পতাকা কিনতে দোকানে দোকানে ভিড় করেন সমর্থকেরা। চাহিদা বেড়ে যাওয়ায় পতাকা তৈরির কারিগর মো. সোহেলের ব্যস্ততা বেড়েছে। এসব পতাকা আকৃতি অনুযায়ী ৫০ থেকে ৩০০০ টাকায় বিক্রি করা হচ্ছে। কালিরবাজার, নারায়ণগঞ্জ, ১০ নভেম্বর
কৃষক মতি আলী শেখের ঘেরের পাশে জন্মানো ধনচেগাছ শুকিয়ে গেছে। আঁটি বেঁধে বিক্রি করতে বাজারে নিয়ে যাচ্ছেন তিনি। ৬০টি শুকনা ধনচেগাছের আঁটি ৮০ টাকায় বিক্রি করা হয়। আড়ংঘাটা, খুলনা, ১০ নভেম্বর
সিঙ্গেল জার্সি, রিপ, ব্রাশ, কাপ কলার তৈরির থান কাপড় ডাইং কারখানায় ধুয়ে ও রং করে রোদে শুকানোর পর কাপড়গুলো সংগ্রহ করছেন শ্রমিকেরা। এরপর আয়রন করে এসব কাপড় পাঠানো হবে হোসিয়ারি ও গার্মেন্টস কারখানায়। পাঠানটুলি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, ১০ নভেম্বর
ফেলে দেওয়া ফলের খোসা খেতে ব্যস্ত কাঠবিড়ালিটি। পুলিশ লাইনস মাঠ, পাবনা, ১০ নভেম্বর
শ্রেণিকক্ষ সংস্কার, পর্যাপ্ত শৌচাগার স্থাপন, পানি সরবরাহ নিশ্চিতসহ ১১ দাবিতে সড়কে বিক্ষোভ করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। চট্টগ্রাম, ১০ নভেম্বর
জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলছে। এ জন্য খালের ওপর রাখা লোহার পাতের ওপর দিয়ে হেঁটে পার হচ্ছে শিশুরা। বাকলিয়া, চট্টগ্রাম, ১০ নভেম্বর