অল্প পানিতে মাছ ধরতে পলো দারুণ কাজের। বাজারে এর চাহিদাও অনেক। বাজারে বিক্রির জন্য এক কারিগর বাইসাইকেলে করে পলো নিয়ে যাচ্ছেন। নালিতাবাড়ী, শেরপুর, ২৪ অক্টোবরবৈরী আবহাওয়ার মধ্যে কুমার নদে জাল দিয়ে মাছ ধরছেন এক ব্যক্তি। মদনখালি, ফরিদপুর, ২৪ আগস্ট
হারিয়ে যেতে বসেছে কাঁসা-পিতলের তৈজসপত্র। আগের মতো চাহিদাও নেই এখন আর। কুমিল্লায় হাতে গোনা কয়েকটি দোকান রয়েছে, যেখানে এসব পণ্য বিক্রি হয়। ছাতিপট্টি, কুমিল্লা, ২৪ অক্টোবরঘূর্ণিঝড় দানার প্রভাবে বৃষ্টি হচ্ছে। তার সঙ্গে ঝোড়ো বাতাস বইছে। এই বৈরী আবহাওয়ার মধ্যে ট্রলারে কীর্তনখোলা নদী পারাপার হচ্ছে যাত্রীরা। বরিশাল, ২৪ অক্টোবর
বিজ্ঞাপন
কুমিল্লা বিসিক শিল্পনগরীতে গড়ে উঠেছে প্লাস্টিকের মাদুর-পাটি তৈরির কারখানা। মাদুর-পাটি তৈরি শেষে পণ্যের চূড়ান্ত মান যাচাই করে নিচ্ছেন শ্রমিকেরা। কুমিল্লা, ২৪ অক্টোবরঘূর্ণিঝড় দানার প্রভাবে দেখা দিয়েছে বৈরী আবহাওয়া। এরই মধ্যে ঝুঁকি নিয়ে উত্তাল পদ্মা নদীতে মাছ ধরতে যাচ্ছেন এক ব্যক্তি। ফরিদপুর, ২৪ অক্টোবর
বিজ্ঞাপন
প্লাস্টিকের তৈরি খেলনাসহ অন্যান্য পণ্য সাইকেলে সাজিয়ে বিক্রির জন্য বের হয়েছেন শফিকুল ইসলাম। গাবতলী, বগুড়া, ২৪ অক্টোবরঘূর্ণিঝড় দানার প্রভাবে মেঘলা আকাশের সঙ্গে মাঝেমধ্যে দমকা হাওয়া ও বৃষ্টি হচ্ছে। কয়রা, খুলনা, ২৪ অক্টোবরবাড়ির উঠানে ঝরে পড়ে আছে বৃষ্টিভেজা শিউলি ফুল। গাবতলী, বগুড়া, ২৪ অক্টোবরজরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের বিনা মূল্যে এইচপিভি টিকা দেওয়া হচ্ছে। দাউদকান্দি, কুমিল্লা, ২৪ অক্টোবরঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে সাইকেল চালিয়ে গন্তব্যে যাচ্ছে দুই শিক্ষার্থী। দৌলতপুর, খুলনা, ২৪ অক্টোবরঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে বিরূপ আবহাওয়ায় নৌকা নিয়ে উপকূলে ফিরে এসেছেন জেলেরা। কয়রা, খুলনা, ২৪ অক্টোবরওড়না দিয়ে বানানো দোলনায় ঝুলছে এক শিশু। দড়িকামালপুর, পাবনা, ২৪ অক্টোবরঘূর্ণিঝড় দানার প্রভাবে আকাশ ঢেকে গেছে কালো মেঘে। কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এর মধ্যে তড়িঘড়ি করে ধান মাড়াই করছেন কৃষকেরা। রংপুর, ২৪ অক্টোবরজমি চাষ দিয়ে শীতকালীন সবজির চারা রোপণে ব্যস্ত কৃষকেরা। মালিগাছা, পাবনা, ২৪ অক্টোবরজমি থেকে আগাম জাতের আমন ধান কেটে ব্যাটারিচালিত রিকশাভ্যানে করে তা বাড়ি নিয়ে যাচ্ছেন কৃষকেরা। মিঠাপুকুর, রংপুর, ২৪ অক্টোবরবেগুনি রঙের শিমফুলে ভরে গেছে পুরো মাচা। লাভজনক হওয়ায় অনেকেই এখন জমিতে শিম চাষ করছেন। দাপুনিয়া, পাবনা, ২৪ অক্টোবরঘূর্ণিঝড় দানার প্রভাবে ঝোড়ো বাতাসে ধানগাছ জমিতে নুইয়ে পড়েছে। নুইয়ে পড়া ধানগাছ তুলে বেঁধে দিচ্ছেন দুই কৃষক। মিঠাপুকুর, রংপুর, ২৪ অক্টোবর