সকালবেলা জমিতে কাজে ব্যস্ত এক কৃষক। কেরানীহাট এলাকা, রংপুর, ২০ জুলাই
বর্ষাকালে চারদিকে গাছের চারা রোপণের হিড়িক। এ সময় মাটির তৈরি টবের চাহিদাও বেড়ে যায়। মমিনপুর এলাকা, সদর উপজেলা, রংপুর, ২০ জুলাই
বিজ্ঞাপন
খালের পাড়ে পেতে রাখা ফাঁদ থেকে মাছ সংগ্রহের পর তা পাতিলে নিয়ে ফিরছেন এক ব্যক্তি। কামারপাড়া, শায়েস্তাবাদ ইউনিয়ন, বরিশাল, ২০ জুলাই
বিজ্ঞাপন
কাঠের তৈরি বিভিন্ন জিনিস বিক্রি করছেন এক বিক্রেতা। রাজারহাট সড়ক, পিরোজপুর, ২০ জুলাইনদী থেকে মাছের রেণু পোনা আহরণে ব্যস্ত সময় পার করছেন কয়েকজন। শাকবাড়িয়া নদী, কয়রা, খুলনা, ২০ জুলাইশালদহ নদের পাড় ছাপিয়ে পানি প্রবেশ করেছে নিচু জমিতে। সেখানে কলাগাছের ভেলা বানিয়ে খেলছে একদল শিশু। বদনীভাঙা, শ্রীপুর, গাজীপুর, ২০ জুলাইপ্রচণ্ড রোদে ছাতা মাথায় জমিতে নিড়ানি দিচ্ছেন একদল নারী কৃষিশ্রমিক। লাহিড়ীহাট এলাকা, সদর উপজেলা, রংপুর, ২০ জুলাইবর্ষার নতুন পানিতে শীতলক্ষ্যা নদী কানায় কানায় পরিপূর্ণ। নদীতে স্রোত আর দখিনা বাতাস থাকায় যাত্রী পারাপারের নৌকায় পাল তুলে দিয়েছেন মাঝি। হাফিজ জুটমিল ঘাট এলাকায়, নারায়ণগঞ্জ, ২০ জুলাইখাসজমিতে গৃহহীনদের পুনর্বাসন এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানোসহ তিন দফা দাবিতে রংপুর নগরে ‘গৃহহীন ও ভূমিহীন সংগঠন’ জেলা শাখা পদযাত্রা করে। তাজহাট এলাকা, রংপুর, ২০ জুলাই রাঙামাটির কাপ্তাই হ্রদের নীল জলরাশি আর সাদা মেঘে ঢাকা সবুজ পাহাড়। পুরোটাই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। কাপ্তাই হ্রদ, রাঙামাটি, ২০ জুলাইপটুয়াখালীর মির্জাগঞ্জে পূর্ব বাজিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যক্তি উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে ২০০ ফলদ গাছের চারা বিতরণ করা হয়। মির্জাপুর, পটুয়াখালী, ২০ জুলাইসিলেটে কয়েক দিন ধরে প্রখর রোদ আর ভ্যাপসা গরম। তপ্ত দুপুরে হাঁপিয়ে টিনের চালে বিশ্রাম নিচ্ছে একঝাঁক শালিক। সালুটিকর বাজার, গোয়াইনঘাট, সিলেট, ২০ জুলাইমজুতকৃত পাট বিক্রি করে দিচ্ছেন ব্যবসায়ীরা। প্রতি মণ পাট ২৪০০ থেকে ২৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এসব পাট সৈয়দপুরে বিক্রির জন্য নিয়ে যাওয়া হবে। দক্ষিণ সাগাটিয়া গ্রাম, গাবতলী, বগুড়া, ২০ জুলাই