একঝলক (৩ ডিসেম্বর ২০২৩)

শীতকাল এলে লেপ-তোশকের বিক্রি বেড়ে যায়। সাতসকালে লেপ-তোশক বিক্রি করতে বেরিয়েছেন দুই ফেরিওয়ালা। জলছত্র এলাকা, রংপুর, ৩ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
গ্রামে শীত পড়েছে। শীতের সকালে বাড়ির উঠানে বসে রোদ পোহাচ্ছে তারা। মাছহারি এলাকা, কাউনিয়া, রংপুর, ৩ ডিসেম্বর
লেপ-তোশক তৈরির আগে লাঠি দিয়ে পিটিয়ে তুলা প্রস্তুত করা হচ্ছে। খিদিরপুর এলাকা, দক্ষিণ সুরমা, সিলেট, ৩ ডিসেম্বর
ভারত থেকে আমদানি করা আলু ট্রাক থেকে নামানো হচ্ছে। হলদিবাড়ি এলাকা, কাউনিয়া, রংপুর, ৩ ডিসেম্বর
খেতে কাজ করতে যাচ্ছেন কয়েকজন কৃষক। আলুটারি এলাকা, কাউনিয়া, রংপুর, ৩ ডিসেম্বর
নালার সংস্কারকাজ চলছে। আবর্জনা, মাটি তুলে রাখা হয়েছে সড়কের ওপর। এতে চলাচলে সমস্যা হচ্ছে। রেসকোর্স এলাকা, কুমিল্লা, ৩ ডিসেম্বর
ইট ভাঙছেন দুই শ্রমিক। আহমদপুর এলাকা, দক্ষিণ সুরমা, সিলেট, ৩ ডিসেম্বর
মাঠে শুয়ে আছে একটি গরু। তার পাশে জড়ো হয়েছে একঝাঁক সাদা বক। কালাকচুয়া এলাকা, বুড়িচং, কুমিল্লা, ৩ ডিসেম্বর
সবজিখেতে দেওয়ার জন্য পানি নিয়ে যাচ্ছেন এক কৃষক। বাদেয়ালী, সিলেট, ৩ ডিসেম্বর
হেমন্তের সকালে ছোট ভাইকে কোলে নিয়ে গ্রামের সড়কে হাঁটছে এক শিশু। ঘোপাল গ্রাম, সিলেট সদর, ৩ ডিসেম্বর
সবুজ মাঠের ঘাসে কিংবা ফুলের পাপড়ি-ডগায় শিশিরবিন্দুর এমন দৃশ্য দেখা যায় পুরো শীত মৌসুমে। ধানখেত কিংবা গাছের ডালে নান্দনিকরূপে জাল বোনে মাকড়সা। সেই জালে মুক্তোদানার মতো আটকে থাকে ভোরের শিশির। ঘোপাল গ্রাম, সিলেট ৩ ডিসেম্বর
হেমন্তে শীতের আবহ। কুয়াশামাখা সকালে বাড়ির পাশে ধানের ন্যাড়া রোদে শুকাচ্ছেন এক ব্যক্তি। ঘোপাল গ্রাম, সিলেট ৩ ডিসেম্বর
সিলেট সদরের আশপাশ এলাকায় প্রতিবছর শীতকালীন সবজি চাষ করেন চাষিরা। নানা ধরনের সবজি পাইকারি ও খুচরা দরে বিক্রি করেন টুকেরবাজারে। ভোর থেকে সকাল পর্যন্ত চলে সবজি বেচাকেনা। টুকেরবাজার, সিলেট ৩ ডিসেম্বর
আমন ধান কাটা শেষে ধানখেতের পাশেই মাড়াই করছেন কৃষক। লাচুখাল এলাকা, কোম্পানীগঞ্জ, সিলেট ৩ ডিসেম্বর
কিছুদিন পরে হাওরে বোরো ধান রোপণ শুরু হবে। হাওরের মধ্যে বীজতলা তৈরি করেছেন কৃষক। বর্ণি হাওর, কোম্পানীগঞ্জ, সিলেট ৩ ডিসেম্বর
বাজারে বিক্রির জন্য নিজের জমিতে আবাদ করা লালশাক তুলছেন কৃষক মহরম আলী। হুগুলিয়া, দাউদকান্দি, কুমিল্লা ৩ ডিসেম্বর
নতুন বছর সামনে রেখে ছাপাখানাগুলোতে চলছে তুমুল কর্মব্যস্ততা। কর্মব্যস্ত একটি ছাপাখানায় কাজ করছেন শ্রমিকেরা। প্রেসপট্টি এলাকা, বগুড়া ৩ ডিসেম্বর
শারমিন খাতুন ও হোসনে আরা সম্পর্কে জা। বাড়ির উঠানে বসে নকশিকাঁথা সেলাইয়ে ব্যস্ত সময় পারে করছেন তাঁরা। মধ্যক্যাতুলী গ্রাম, গাবতলী, বগুড়া ৩ ডিসেম্বর
সিমেন্ট তৈরির জন্য ভারত থেকে ট্রেনে খুলনায় এসেছে ফ্লাই অ্যাশ। কোনো রকম সুরক্ষা ছাড়াই ফ্লাই অ্যাশ ট্রাকে তুলছেন শ্রমিকেরা। এতে শ্রমিকদের শ্বাসজনিত স্বাস্থ্যঝুঁকি থাকে। ৪ নম্বর ঘাট, খুলনা ৩ ডিসেম্বর
বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নতুন বই। এখন নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বই নিয়ে যাচ্ছেন শিক্ষকেরা। ইছামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাবনা ৩ ডিসেম্বর
গবাদিপশুর খাবারের তালিকায় শীর্ষে থাকে খড়। দূরদূরান্ত থেকে সেই খড় ঘোড়ার গাড়িতে করে কৃষকেরা বাড়ি নিয়ে যাচ্ছেন। বাহাদুরপুর গ্রাম, উজানচর, গোয়ালন্দ, রাজবাড়ী। ৩ ডিসেম্বর
কৃষক কাশেম ব্যাপারী নিজের ২২ শতাংশ জমিতে ১০ হাজার টাকা খরচ করে করলার চারা রোপণ করেছেন। ভালো ফলন পেতে এখন গাছের গোড়ায় সার দিচ্ছেন তিনি। দড়ি কৃষ্ণপুর এলাকা, কৃষ্ণপুর, ফরিদপুর ৩ ডিসেম্বর
কৃষক সায়েম মল্লিক নিজের ১০ শতাংশ জমিতে দুই হাজার টাকা খরচ করে লালশাকের চাষ করেছেন। ছেলে বায়েজিদ মল্লিককে সঙ্গে নিয়ে খেতের পরিচর্যা করছেন তিনি। সাদীপুর এলাকা, মানিকদি, ভাঙ্গা, ফরিদপুর ৩ ডিসেম্বর
চট্টগ্রামের কর্ণফুলী নদীর পাড়ে বাঁশের মাচার ওপরে চলছে শুঁটকি তৈরির উৎসব। নদীর উত্তর পাড়ে সারি সারি করে রোদে শুকানো হচ্ছে চিংড়ি, লইট্যা, ফাইস্যাসহ বিভিন্ন জাতের মাছ। নোমান কলেজ সড়ক, চট্টগ্রাম ৩ ডিসেম্বর