একঝলক (১৩ ফেব্রুয়ারি, ২০২৩)

কীর্তনখোলা নদীর তীরে শহর রক্ষা বাঁধের ওপর সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে দুই কিশোর। ত্রিশ গোডাউন এলাকা, বরিশাল নগর, ১৩ ফেব্রুয়ারি
ছবি: সাইয়ান
বসন্তের আগেই গাছ ভরে গেছে পলাশ ফুলে। সে ফুলের মধুতে মজেছে কাঠবিড়ালি। খুলনা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ, ১৩ ফেব্রুয়ারি
নেত্রকোনায় শিখো-প্রথম আলো জিপিএ–৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীরা। দত্ত উচ্চবিদ্যালয় মাঠ, নেত্রকোনা, ১৩ ফেব্রুয়ারি
পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সরগরম ফুল মার্কেট। ফুলের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দামও। শহীদ খোকন উদ্যানসংলগ্ন ফুল মার্কেট, বগুড়া, ১৩ ফেব্রুয়ারি
সকালে কীর্তনখোলা নদীতে মাছ ধরার জন্য জাল ফেলছেন এক জেলে। বঙ্গবন্ধু কলোনি এলাকা, বরিশাল নগর, ১৩ ফেব্রুয়ারি
বসন্ত উৎসব উপলক্ষে সড়কে আলপনা করে বোধন নামে একটি আবৃত্তি সংগঠন। চেরাগি পাহাড়, চট্টগ্রাম, ১৩ ফেব্রুয়ারি
বাড়ির উঠানে রোদে বসে নাতির সঙ্গে লুডু খেলছেন দাদি মনোয়ারা বেগম। হারাটি এলাকা, রংপুর, ১৩ ফেব্রুয়ারি
শিশু পরিষদ নির্বাচনে ভোট দিচ্ছে শিশু শিক্ষার্থীরা। ইউসেপ সিটি করপোরেশন টেকনিক্যাল স্কুল, জুম্মাপাড়া, রংপুর, ১৩ ফেব্রুয়ারি
অহর বড়ই। ভিটামিন সি–সমৃদ্ধ এ ফল গাছের ডালপালাজুড়ে থোকা থোকা ঝুলছে। গাঙ সাবারাং রেস্টুরেন্ট প্রাঙ্গন, আসামবস্তি, রাঙামাটি, ১৩ ফেব্রুয়ারি
আহা! আজি এ বসন্ত। ঋতুবৈচিত্র্যে আজি এ বসন্ত। বাড়ি ঢেকে ফেলেছে গোল্ডেন শাওয়ার ফুল। আসাম বস্তি, রাঙামাটি, ১৩ ফেব্রুয়ারি
ঝিনাইদহের গান্না বাজারে এক ঘণ্টার ফুলবাজারে ফুল বিক্রি করতে আসা কৃষক। ব্যবসায়ীরা শেডে ফুল রেখে দূর-দূরান্তে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ১৩ ফেব্রুয়ারি
শিখো ও প্রথম আলোর আয়োজনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট ও সনদ হাতে উল্লসিত শিক্ষার্থীরা। ফরিদপুর উচ্চ বিদ্যালয়, ফরিদপুর, ১৩ ফেব্রুয়ারি
ভোর থেকেই চাল ও আটা কিনতে ওএমএসের ডিলার পয়েন্টে নারী–পুরুষের ঠাসাঠাসি অবস্থা। প্রায় অর্ধেক বেলাই ওএমএসের ডিলার পয়েন্টে থাকে মানুষের এই সমাগম। আবার অনেককেই খালি হাতেও ফিরতে হয়। সাবগ্রাম, সদর উপজেলা, বগুড়া
সিলেট বিমানবন্দর সড়কে শিশু শিক্ষার্থীদের নিয়ে ইজিবাইক চালাচ্ছে কিশোরচালক। পাশে ওভারটেকিং করছে আরেকটি ইজিবাইক। সিলেট ক্যাডেট কলেজ, ১৩ ফেব্রুয়ারি
হাওরাঞ্চলে কৃষকদের ব্যস্ততা এখন বোরো চাষ নিয়ে। বোরো চাষের মৌসুম বেশ আগে শুরু হলেও এখনো অনেক হাওরে পানি কমার সঙ্গে সঙ্গে হাওরে বোরো চারা রোপণ করছেন কৃষকেরা। বাউয়ারকান্দি হাওর, সদর উপজেলা, সিলেট, ১৩ ফেব্রুয়ারি
নিজেদের সবজিবাগান থেকে টুকরিভর্তি মিষ্টি কুমড়ার ফুল নিয়ে বিক্রির জন্য স্থানীয় বাজারে যাচ্ছে শিশু জাহিদ। বড়া তৈরিতে বাজারে কুমড়া ফুলের চাহিদা বেশ। প্রতিটি ফুল বিক্রি করবে দুই টাকায়। বাইশটিলা, সিলেট, ১৩ ফেব্রুয়ারি
নেত্রকোণায় শিখো-প্রথম আলো কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রাণের উচ্ছ্বাস। দত্ত উচ্চবিদ্যালয় মাঠ, নেত্রকোনা, ১৩ ফেব্রুয়ারি
ফুল উৎসবের চতুর্থ দিনেও ডিসি ফ্লাওয়ার পার্কে দর্শনার্থীদের ভিড়। ডিসি ফ্লাওয়ার পার্ক, সলিমপুর, সীতাকুণ্ড, ১৩ ফেব্রুয়ারি