সবই সামলান নারীরা

আন্তর্জাতিক নারী দিবস আজ। ইট ভাঙা থেকে শুরু করে ফুল বিক্রি, রেলক্রসিং, স্বাস্থ্যকর্মী, আদালত, পুলিশসহ বিভিন্ন পেশার দায়িত্ব পালন করেন নারীরা। রাজধানী ঘুরে বিভিন্ন পেশায় নিয়োজিত নারীদের দৈনন্দিন জীবনের চিত্র তুলে এনেছেন সাবিনা ইয়াসমিন।  

রাজধানীর আড়ংয়ের মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন নারীরা।
ইট ভাঙার কাজ করেই সংসার চালান নূরজাহান বেগম
তেজগাঁও রেলক্রসিংয়ে দায়িত্ব পালন করেন মুক্তা বেগম। সপ্তাহে ছয় দিন আট ঘণ্টা করে তিনি কাজ করেন।
মেয়েকে নিয়ে মিরপুর থেকে শনির আখড়ায় নিজ বাড়িতে যাচ্ছেন মা। মোটরবাইকেই আসা-যাওয়া করেন তিনি। রাজধানীর মগবাজার থেকে ছবিটা তোলা।
ফুল বিক্রি করে সংসার চালান সুলতানা বেগম। ক্রিসেন্ট লেক থেকে তোলা।
করোনাভাইরাসের সংক্রমণের সময় ঘরে ঘরে গিয়ে অন্তঃসত্ত্বা নারীদের সেবা দিয়েছেন স্বাস্থ্যকর্মী আলেয়া ফেরদৌস।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসমিন মনিরা। আদাবর রিং রোড থেকে তোলা।
আগে গৃহকর্মীর কাজ করতেন। করোনাভাইরাসের সংক্রমণের সময় কাজ হারিয়েছেন। এখন তিনি চায়ের দোকান চালান। মোহাম্মদপুর বেড়িবাঁধ থেকে তোলা।