মিরপুরের কবুতরের হাট

রাজধানীর মিরপুর ১ নম্বরের হজরত শাহ আলী মার্কেটের পেছনে প্রতি শুক্রবার বসে কবুতরের হাট। নানা রঙের দেশি-বিদেশি কবুতর নিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে শৌখিন ও পেশাদার কবুতর পালকেরা এসে জড়ো হন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে কেনাবেচা। সড়কেই বসে এ হাট। এখানে আসা অনেকেই নিজের সংগ্রহ থেকে বাড়তিগুলো বিক্রি করছেন। আবার অন্যের আনা কবুতর পছন্দ হলে তা কিনে নিজের সংগ্রহ সমৃদ্ধ করছেন। দেশি কবুতরের ভিড়ে বিশেষ আকার আর রঙের কারণে কিছু কবুতর সহজেই নজর কাড়ে। কবুতরের নামগুলোও ভারি সুন্দর। ‘লক্ষা’, ‘চিলা’, ‘হোমার’, ‘জিরাগলা’, ‘লালগলা’ ‘গোল্ডেন সুইট’। কয়েক শ থেকে কয়েক হাজার টাকা পর্যন্ত দামের কবুতর পাওয়া যায় এই হাটে। এই হাটে ঘুরে ছবি তুলেছেন আশরাফুল আলম

কাঁধে তাঁর কবুতর
হাটে বিক্রির জন্য আনা হয়েছে হল্যান্ডের কবুতর জ্যাকোবিন
কবুতর কিনতে দর–কষাকষি
বিক্রির জন্য হাটে আনা হয়েছে ইংল্যান্ডের কবুতর বোখারা
বিভিন্ন এলাকা থেকে কবুতর নিয়ে হাটে যাচ্ছেন ক্রেতারা
খাঁচায় এক জোড়া লক্ষা কবুতর
দেখার আগে চলছে যাচাই–বাছাই
কবুতরের কৃত্রিম ডিম ও পায়ে পরানোর জন্য রিং বিক্রি হচ্ছে বাজারে
এক জোড়া ঘিয়া চুল্লি
হাটে আসে দেশি-বিদেশি কবুতর