আজ ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস। এ বছর দিবসের প্রতিপাদ্য ‘মুজিব বর্ষের অঙ্গীকার, ঘরে ঘরে গ্রন্থাগার’। গত বছরের মার্চে দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি বেশির ভাগ পাঠাগার বন্ধ হয়ে যায়। ছয় মাস পর গত সেপ্টেম্বর থেকে বেসরকারি পাঠাগারগুলো আবার খুলতে শুরু করে। তবে এখনো বেশির ভাগ পাঠাগার পুরোদমে চালু হয়নি। আর সরকারি গণগ্রন্থাগারগুলো খুলেছে গত বুধবার। খুব শিগগির পাঠাগারগুলো সচল হবে, এমন আশা সবার।