তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে আজ রোববার সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়েছে। উৎসবের আমেজে ভোটারদের লম্বা সারি। বীর বাগগোয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। দাউদকান্দি, কুমিল্লা, ২৮ নভেম্বর
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক হাজার ইউনিয়নে ভোট গ্রহণ শুরু হয়েছে আজ। একই সঙ্গে দেশের ১০টি পৌরসভায়ও নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকালে ভোট শুরু হওয়ার পরই কেন্দ্রে আধিপত্য বিস্তারের চেষ্টা করেন প্রার্থীদের সমর্থকেরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের কারণে পিছু হটতে বাধ্য হন তাঁরা। বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র, পার্শ্বডাঙ্গা, পাবনা, ২৮ নভেম্বর
বিজ্ঞাপন
তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের অংশ হিসেবে বরগুনার পাথরঘাটা উপজেলার চারটি ইউনিয়নে ভোট গ্রহণ চলছে। সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হলে ভোটকেন্দ্রে ভোটারদের ভিড় বাড়তে থাকে। তবে কেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতি বেশি। ছহেরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, পাথরঘাটা, বরগুনা, ২৮ নভেম্বর
বিজ্ঞাপন
খেত থেকে বেছে বেছে সতেজ বেগুন তুলছেন কৃষক। একটু পরই বেগুনগুলো শহরের বাজারে বিক্রির জন্য নেওয়া হবে। পাইকারিতে প্রতি মণ বেগুন ৭০০ থেকে ৭৫০ টাকায় বিক্রয় হচ্ছে। ছাতিয়ানতলা এলাকা, বগুড়া সদর, ২৮ নভেম্বর জুমের ফসল বিক্রি করতে পর্যটনকেন্দ্রে যাচ্ছেন নারী ও কিশোরীরা।এসব ফসলের অধিকাংশ ক্রেতা পর্যটক। বাঘাইছড়ি উপজেলার সাজেক রুইলুই পুলিশ ক্যাম্প এলাকা, রাঙামাটি, ২৮ নভেম্বরগোপন কক্ষে ভোটারদের সঙ্গে যাচ্ছেন এজেন্টরা। ফুলবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র, কুতুবপুর ইউনিয়ন, মেহেরপুর, ২৮ নভেম্বরসদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শিবপুর প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে একাধিক সিল মারা ব্যালট পেপার পাওয়া যায়। একদল যুবক জোর করে কেন্দ্রে প্রবেশ করে একের পর এক ব্যালট পেপারে সিল মেরে চলে যায়। মেহেরপুর, ২৮ নভেম্বরকলেজশিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যুর ঘটনায় বিচার ও নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা ধানমন্ডি এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। ঢাকা, ২৮ নভেম্বরবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার রায় আজ না হওয়ায় ২২ আসামিকে আদালত থেকে কারাগারে নেওয়া হচ্ছে। মহানগর দায়রা জজ আদালত, ২৮ নভেম্বরকলেজশিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যুর ঘটনায় বিচার ও নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মিরপুর সড়কে মিছিল করেন। ঢাকা, ২৮ নভেম্বরপরিবেশ রক্ষায় বন্য হাতি নিধন বন্ধের প্রতিবাদে বন বিভাগের সামনে মানববন্ধন করে পরিবেশবাদী সংগঠনগুলো। এই প্রতিবাদে বন্য হাতির চিত্র আঁকছেন শিল্পীরা। আগারগাঁও, ২৮ নভেম্বরবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে পাঠিয়ে তাঁর চিকিৎসার দাবিতে সমাবেশে বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাব, ২৮ নভেম্বরদামকুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাদিপুর হাজি বাদল উদ্দিন হাফিজিয়া মাদ্রাসায় ভোট গণনার কাজ চলছে। শিতলাই, রাজশাহী, ২৮ নভেম্বরদুই গাছে কাপড় বেঁধে দোলনা তৈরি করে দিয়েছে অভিভাবক। দোলনায় দোল খাচ্ছে শিশুটি। জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকা, সিলেট, ২৮ নভেম্বর সিলেটে আজ রোববার সকাল থেকে তৃতীয় ধাপে ইউপি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট দেওয়া শেষে একটু জিরিয়ে নিচ্ছেন এক ব্যক্তি। হজরত শাহজালাল (রহ.) কলেজ ভোটকেন্দ্র, জৈন্তাপুর, সিলেট, ২৮ নভেম্বর শীত এলেই বেড়ে যায় পুরোনো কাপড়ের চাহিদা। তাই পুরোনো কাপড়ের গাঁইটের (বস্তা) গুদামে ব্যস্ত সময় পার করছেন পাইকারি ব্যবসায়ী ও শ্রমিকেরা। প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে খুচরা ব্যবসায়ীরা ২ হাজার ৫০০ টাকা থেকে ১৫ হাজার টাকা দামে কিনে নিয়ে যাচ্ছেন এসব গাঁইট। খাতুনগঞ্জ এলাকা, চট্টগ্রাম, ২৮ নভেম্বরমুনতাসীর মামুনের ৭০তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ইতিহাস সম্মিলনী এবং বাংলাদেশ চর্চা কর্তৃক আয়োজিত মুনতাসীর মামুন-বিষয়ক ১২টি বইয়ের প্রকাশনা উৎসব। বাংলাদেশ জাতীয় জাদুঘর, ২৮ নভেম্বরতৃতীয় ধাপে দেশের এক হাজার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণ আজ রোববার শুরু হয়েছে। পাবনায় শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। এই উৎসবে ভোটের সময়টুকু কেন্দ্রের বাইরে ভ্রাম্যমাণ দোকানে ৫ মণের (২০০ কেজি) বেশি জিলাপি বিক্রি করেছেন বজলুর রহমান। বনগ্রাম, পার্শ্বডাঙ্গা, চাটমোহর, পাবনা, ২৮ নভেম্বর