সড়কের পাশে লোকালয়ে গড়ে তোলা হয়েছে অবৈধ ইটভাটা। পোড়ানো হচ্ছে বনের কাঠ। ১২০ ফুট উচ্চতার চিমনি ব্যবহারের নিয়ম থাকলেও মাত্র ২৫ ফুট উচ্চতার চিমনি বসানো হয়েছে ভাটায়। মহালছড়ি, খাগড়াছড়ি, ২৮ জানুয়ারি
সড়কের পাশে লোকালয়ে গড়ে তোলা হয়েছে অবৈধ ইটভাটা। পোড়ানো হচ্ছে বনের কাঠ। ১২০ ফুট উচ্চতার চিমনি ব্যবহারের নিয়ম থাকলেও মাত্র ২৫ ফুট উচ্চতার চিমনি বসানো হয়েছে ভাটায়। মহালছড়ি, খাগড়াছড়ি, ২৮ জানুয়ারি

এক ঝলক (২৮ জানুয়ারি, ২০২২)

শীতের সকালে মিষ্টি আলুর খেতের আগাছা পরিষ্কার করছেন কৃষক শহীদ মিয়া। ডাকখোলা, দাউদকান্দি, কুমিল্লা, ২৮ জানুয়ারি
কলসভর্তি খেজুরের গুড় বিক্রি করতে খুলনায় এসেছেন জয়নাল আবেদীন। সবগুলো কলস বিক্রি হলে বাড়ি ফিরবেন তিনি। বাস্তুহারা, খুলনা শহর, ২৮ জানুয়ারি
আলু চাষের জন্য প্রসিদ্ধ মুন্সিগঞ্জ। আলুর খেতের পরিচর্যায় ব্যস্ত কৃষক। মুন্সিগঞ্জ, ২৮ জানুয়ারি
লাটিম হাতে দুরন্তপনায় মেতেছে এক শিশু। ময়মনসিংহ, ২৮ জানুয়ারি
প্রতি সপ্তাহের দুই দিন শুক্র ও সোমবার বসেছে কবুতর বেচাকেনার হাট। চলে সন্ধ্যা পর্যন্ত। নগরের বিভিন্ন এলাকাসহ সদর উপজেলা থেকেও লোকজন কবুতর বেচাকেনা করতে আসেন এই হাটে। নানা জাতের কবুতর বেচাকনা চলে এই হাটে। কবুতরের দাম জাত ও আকারভেদে ৪০০ টাকা থেকে শুরু করে প্রায় ৬ হাজার টাকা পর্যন্ত। কাশিপুর বাজার, বরিশাল, ২৮ জানুয়ারি
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলমান রয়েছে। আন্দোলনের অংশ হিসেবে ক্যাম্পাসে সড়কে প্রতিবাদী বিভিন্ন স্লোগান লিখেছেন শিক্ষার্থীরা। সিলেট, ২৮ জানুয়ারি
নাটোর থেকে আনা বাউকুল বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০ টাকায়। করোনাকালে স্কুল ছুটি থাকায় বাবার সঙ্গে কুল বিক্রির কাজে সহযোগিতা করতে এসেছে চতুর্থ শ্রেণির ছাত্র আতিক রহমান। কেন্দ্রীয় বাস টার্মিনাল, পাবনা, ২৮ জানুয়ারি
জমিতে কাজ করতে আসছিলেন বাবা। বাড়ি থেকে বের হওয়ার সময় বাবার সঙ্গে আসার বায়না করে ছেলে। পরে ছেলেক নিয়ে খেতে আসেই এই ব্যক্তি। কিশোরগঞ্জ, ২৮ জানুয়ারি
সড়কের পাশে লোকালয়ে গড়ে তোলা হয়েছে অবৈধ ইটভাটা। পোড়ানো হচ্ছে বনের কাঠ। ১২০ ফুট উচ্চতার চিমনি ব্যবহারের নিয়ম থাকলেও মাত্র ২৫ ফুট উচ্চতার চিমনি বসানো হয়েছে ভাটায়। মহালছড়ি, খাগড়াছড়ি, ২৮ জানুয়ারি
খেতে রোপণের জন্য কৃষক আবদুল আজিম বীজতলা থেকে বোরো ধানের চারা তুলছেন। সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, ২৮ জানুয়ারি
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসের যাত্রীরা মহাসড়কে অপর বাসের জন্য অপেক্ষা করছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইলে আজ বিকেলে আনাবিল পরিবহনের দুটি বাস পাল্লাপাল্লি করে চলার সময় হঠাৎ ব্রেক চাপলে পেছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খায় ঢাকা-কুমিল্লা রুটের এশিয়া এয়ারকন পরিবহনের এই বাস। ঢাকা, ২৮ জানুয়ারি
চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন-২০২২ উপলক্ষে এফডিসির সামনে হিরো আলমকে দেখতে উৎসুক মানুষের ভিড়। ঢাকা, ২৮ জানুয়ারি