এক ঝলক (২৪ নভেম্বর, ২০২১)

বাড়ির পাশেই আমন ধান শুকিয়ে নিচ্ছেন এক নারী। কাজী নূরুইল গ্রাম, বগুড়া সদর, ২৪ নভেম্বর
অগ্নিনির্বাপণে জনসচেতনতা বাড়াতে পাবনা জেলা পুলিশের আয়োজনে অগ্নিনির্বাপণ, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা কার্যক্রমের ওপর মহড়া করে পাবনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। পুলিশ লাইনস মাঠ, পাবনা, ২৪ নভেম্বর
ভোরের আলো ফুটেছে। ঘুম ভেঙে গেছে ছোট্ট শিশুটির। শীতের কাপড় জড়িয়ে তাকে নিয়ে ঘুরতে বের হয়েছেন বাবা। ছোট মনোহরপুর, পাবনা, ২৪ নভেম্বর
শীতের শুরুতেই খেজুরের রস সংগ্রহের জন্য গাছিরা গাছ কাটছেন। এভাবে ১০ থেকে ১৫ দিন সময় লাগে গাছ থেকে রস পেতে। তারপর হাঁড়ি ঝুলিয়ে রস সংগ্রহ শুরু হয়। এক গাছি খেজুরগাছ প্রস্তুত করতে ব্যস্ত। শারসি এলাকা, কাশিপুর ইউনিয়ন, বরিশাল, ২৪ নভেম্বর
বিকেলের রোদে নয়নতারা ফুলে ডোরাকাটা প্রজাপতি। বোয়ালখালী, দীঘিনালা, খাগড়াছড়ি, ২৪ সেপ্টেম্বর
মহসেন জুট মিল শ্রমিক-কর্মচারীদের বকেয়া পাওনাদি চলতি মাসের মধ্যে এককালীন পরিশোধসহ বন্ধ করা ব্যক্তিমালিকানাধীন জুট মিল চালু ও ৬ দফা দাবিতে বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন ও মহসেন জুট মিলের সাধারণ শ্রমিক কর্মচারীদের উদ্যোগে অনশন কর্মসূচি। মহসেন মিলের প্রধান ফটকের সামনে, খুলনা, ২৪ নভেম্বর
ময়নাকাটা নদীতে ভেসাল জাল ফেলে মাছ শিকার করছেন এক মৎস্যশিকারি। এতে ছোট-বড় বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ে। পুরোনো জেলখানা এলাকা, শিবচর, মাদারীপুর, ২৪ নভেম্বর
ভোর থেকে মাছ ধরার জন্য জাল নিয়ে বিভিন্ন পুকুরে নেমে পড়েন জেলেরা। মাছ ধরা শেষে পুকুরপাড়ে জাল শুকাচ্ছেন জেলেরা। আমির দীঘির পাড়, চকবাজার, কুমিল্লা, ২৪ নভেম্বর
খাবারের খোঁজে বানরটি এ গাছ থেকে ও গাছে লাফিয়ে বেড়াচ্ছে। জিপতলী, কাপ্তাই জাতীয় উদ্যান, রাঙামাটি, ২৪ নভেম্বর
বাঁশ বেচাকেনার হাট। রাঙামাটির বিভিন্ন এলাকা থেকে পাহাড়ি হরেক রকম বাঁশ নিচের বাগান থেকে কেটে বিক্রি করতে আসেন রাঙামাটির কাপ্তাই জেটিঘাট এলাকায়। বাড়িঘর নির্মাণে, কাগজ কলেসহ বিভিন্ন কাজে ব্যবহৃত হয় এ পাহাড়ি বাঁশ। জেটিঘাট, কাপ্তাই, রাঙামাটি, ২৪ নভেম্বর