এক ঝলক (২৪ জুন ২০১৯)

বড় পর্দায় ক্রিকেট বিশ্বকাপের বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ দেখছেন সাধারণ মানুষ। শিশুদের উচ্ছ্বাসটাই যেন বেশি। টিএসসি এলাকা, ঢাকা, ২৪ জুন। ছবি: সাইফুল ইসলাম
বড় পর্দায় ক্রিকেট বিশ্বকাপের বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ দেখছেন সাধারণ মানুষ। শিশুদের উচ্ছ্বাসটাই যেন বেশি। টিএসসি এলাকা, ঢাকা, ২৪ জুন। ছবি: সাইফুল ইসলাম
পথচারীদের সঙ্গে পদচারী-সেতু দিয়ে রাস্তা পার হচ্ছে কুকুরটিও। অথচ ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের এই পদচারী-সেতুর নিচ দিয়ে হরহামেশা রাস্তা পার হচ্ছেন অনেকে। রায়েরবাগ, ঢাকা, ২৪ জুন। ছবি: দীপু মালাকার
ক্রিকেট বিশ্বকাপ নিয়ে ঢাকার ব্রিটিশ কাউন্সিলের করা গ্রাফিতি। ফুলার রোড, ঢাকা, ২৪ জুন। ছবি: আবদুস সালাম
ক্লাস চলাকালে বারান্দার সিলিংয়ের পলেস্তারা খসে পড়েছে। শিক্ষার্থী ও কর্মী পলেস্তারা পরিষ্কার করছেন। লক্ষ্মীনারায়ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেওভোগ আখড়া, নারায়ণগঞ্জ, ২৪ জুন। ছবি: দিনার মাহমুদ
মহাসড়কে ঝুঁকি নিয়ে পিকআপ ভ্যানের পেছনের অংশে দাঁড়িয়ে যাচ্ছেন এক ব্যক্তি। সামান্য একটু ভুলে ঘটতে পারে জীবননাশের মতো দুর্ঘটনা। দনিয়া, ঢাকা, ২৪ জুন। ছবি: দীপু মালাকার
প্রচণ্ড তাপ ও গরমে নগরবাসীর অবস্থা চরমে। ফার্মগেট, ঢাকা, ২৪ জুন। ছবি: জাহিদুল করিম
মৌলভীবাজারের কুলাউড়ায় কাত হয়ে পড়ে আছে উপবন এক্সপ্রেস ট্রেনের বগি। গতকাল রোববার রাতে সিলেট থেকে ঢাকাগামী এই ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়। কুলাউড়া, মৌলভীবাজার, ২৪ জুন। ছবি: আনিস মাহমুদ
রাজধানীতে আজ তাপমাত্রা ঠেকেছে ৩৫ ডিগ্রিতে, সঙ্গে আদ্রতাহীনতা আর ভ্যাপসা গরমে অতিষ্ঠ নগরবাসী। এমন গরমের তীব্রতা থেকে বাঁচতে চলাচলে সঙ্গী ছিল ছাতা। রায়েরবাগ, ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়ক, ২৪ জুন। ছবি: দীপু মালাকার
ঢাকার আগারগাঁওয়ে বাণিজ্য মেলার মাঠে চলছে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০১৯। মেলার বিভিন্ন স্টলে শতাধিক প্রজাতির গাছ বিক্রি হচ্ছে। ঢাকা, ২৩ জুন। ছবি: সাবরিনা ইয়াছমিন
শিশুদের জন্য কাগজের তৈরি নানা খেলনা বিক্রি করেন তিনি। খেলনা বিক্রির টাকা দিয়েই সংসার চলে তাঁর। রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৪ জুন। ছবি: সাজেদুল আলম
বগুড়া ৬ সদর সংসদীয় আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে । জেলা স্কুলকেন্দ্র, বগুড়া, ২৪ জুন। ছবি: সোয়েল রানা
বগুড়া ৬ সদর সংসদীয় আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে । টহল দিচ্ছে বিজিবি সদস্যরা । সাতমাথা, বগুড়া, ২৪ জুন। ছবি: সোয়েল রানা
দুই খুদের ঝগড়া। বাস্তুহারা, খুলনা, ২৪ জুন। ছবি: সাদ্দাম হোসেন
পাহাড়ি পথে চলা এই গাড়ি চান্দের গাড়ি নামে পরিচিত। যাত্রী নিয়ে ঝুঁকিপূর্ণ পথে চলে এই গাড়ি। কর্তপৃক্ষের আরও নজরদারি দরকার বলে মনে করেন স্থানীয় লোকজন। সাজেক সড়ক, বাঘাইছড়ি, রাঙামাটি, ২৪ জুন। ছবি: সুপ্রিয় চাকমা
কেরানীহাট-বান্দরবান সড়কের ২ নম্বর ব্রিজ এলাকায় মিনি ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। সাতকানিয়া, চট্টগ্রাম, ২৪ জুন। ছবি: মামুন মুহাম্মদ
বুনো ফল খাচ্ছে হরিয়াল পাখি। সাজেক সড়ক, বাঘাইছড়ি, রাঙামাটি, ২৪ জুন। ছবি: সুপ্রিয় চাকমা
পাহাড়ি এই মরিচের নাম জুম মরিচ। স্থানীয় হাটে ২০০ টাকা দরে বিক্রি হয় প্রতি কেজি। বাঘাইছড়ি, রাঙামাটি, ২৪ জুন। ছবি: সুপ্রিয় চাকমা
মৌলভীবাজারের কুলাউড়ায় রোববার রাতে উপবন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় পড়ে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল চলাচল বন্ধ হয়ে যায়। এ কারণে ঢাকার কমলাপুর রেলস্টেশনে সিলেটগামী যাত্রীদের অপেক্ষা বাড়ছে। কমলাপুর, ঢাকা, ২৪ জুন। ছবি: হাসান রাজা
মৌলভীবাজারের কুলাউড়ায় রোববার রাতে উপবন এক্সপ্রেস ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়। লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ চলছে। মৌলভীবাজার, ২৪ জুন। ছবি: আনিস মাহমুদ
মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত এক ব্যক্তির স্বজনের আহাজারি। মৌলভীবাজার, ২৪ জুন। ছবি: আনিস মাহমুদ
শেলটেকের পান্থপথ কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক তৌফিক এম সেরাজের মরদেহ আনার পর শেষ শ্রদ্ধা জানান তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। পান্থপথ, ঢাকা, ২৪ জুন। ছবি: সাইফুল ইসলাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল প্রাঙ্গণে গত মাসে নির্মাণ করা হয়েছে ‘শ্রীচৈতন্য মহাপ্রভু ভাস্কর্য সমন্বিত তুলসী পরিক্রমা মন্দির’। জগন্নাথ হল, ঢাকা, ২৪ জুন। ছবি: আবদুস সালাম
যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির নেতার পদপ্রার্থী জেরেমি হান্ট লন্ডনে তাঁর বাসভবনের বাইরে সাক্ষাৎকার দিচ্ছেন। লন্ডন, যুক্তরাজ্য, ২৪ জুন। ছবি: রয়টার্স
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করছেন এক ফিলিস্তিনি। গাজা সিটি, ২৪ জুন। ছবি: রয়টার্স
বিমান হামলায় বিধ্বস্ত সিরিয়ার ইদলিব প্রদেশের একটি গ্রামের বাড়িঘর। সিরিয়া, ২৩ জুন। ছবি: এএফপি
ধর্ষণের বিরুদ্ধে ও ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার মানববন্ধন। চাষাঢ়া, নারায়ণগঞ্জ, ২৪ জুন। ছবি: দিনার মাহমুদ
বৃষ্টি না হওয়ায় পাটখেতে পোকার আক্রমণ বেড়েছে। বাকোশপোলম, মনিরামপুর, যশোর, ২৪ জুন। ছবি: এহসান-উদ-দৌলা
রেললাইনের সংস্কারকাজ করছেন পিডব্লিউডির দুই কর্মচারী। মগবাজার রেলক্রসিং, ঢাকা, ২৪ জুন। ছবি: দীপু মালাকার
বয়সসীমা ও তফসিল বাতিলের দাবিতে ছাত্রদলের বাতিল কমিটির নেতা-কর্মীরা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ ও পদপ্রত্যাশীদের মারধর করেন। মিছিল নিয়ে যাওয়ার সময় ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটে। নয়াপল্টন, ঢাকা, ২৪ জুন। ছবি সাজিদ হোসেন।
‘তুমি রবে নীরবে’—প্রকৌশলী ও নগর পরিকল্পনাবিদ তৌফিক এম সেরাজের মরদেহবাহী গাড়ির গায়ে লেখা ছিল কথাটি। ফুলেল শ্রদ্ধায় তাঁকে শেষ বিদায় জানান স্বজন-গুণগ্রাহীরা। গুলশান-২, ঢাকা, ২৪ জুন। ছবি: আবদুস সালাম
বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থকদের উন্মাদনারও কমতি নেই। ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ দেখার আগে প্রস্তুতি নিচ্ছেন এক বাংলাদেশি সমর্থক। টিএসসি এলাকা, ২৪ জুন। ছবি: সাইফুল ইসলাম