সতেজ লাল শাপলার মাঝে কিশোরীর সারল্য! ছবিটি গতকাল সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালমাটিয়া এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলাসকালের রোদে বসে আছে বুলবুলি। ছবিটি গতকাল সোমবার খুলনার দৌলতপুর থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেনবাগানে ফোটা নানা জাতের ফুল দিয়ে সাজছে তিন শিশু। চা বাগানেই ওদের বেড়ে ওঠা। বাবা-মা সেখানকার শ্রমিক। ছবিটি গতকাল সকালে সিলেট শহরতলির মালনীছড়া চাবাগান থেকে তোলা। ছবি: আনিস মাহমুদপুকুরে ফুটে আছে নীল শাপলা! গতকাল সকালে খুলনার দৌলতপুর এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেনসেতুর ধারে বসে আছে ফড়িং। ছবিটি গতকাল বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানাচীনের হেনান প্রদেশের জিয়াওজুও এলাকায় আজ মঙ্গলবার ভোরে ধোঁয়াশার মধ্যে মুখবন্ধনী এঁটে শরীরচর্চা চলছে। ছবি: রয়টার্সকানাডার মন্ট্রিলে বিজয়ী ভাষণ দেওয়ার সময় স্ত্রী সোফি গ্রেগয়েরের সঙ্গে লিবারেল পার্টির নেতা জাস্টিন ট্রুডো। ছবি: রয়টার্সশীতের সকালে খেজুরের রসের মজাই আলাদা। এ জন্য এখন চলছে খেজুরগাছের পরিচর্যা। ছবিটি আজ যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের খরিচাডাঙ্গা গ্রাম থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা, যশোরচলছে গুটি পেঁয়াজ বোনার মৌসুম। তিন মাসেই এই গুটি জাতের পেঁয়াজ ঘরে তুলতে পারবেন কৃষক। তাই জমিতে কৃষকেরা এখন ব্যস্ত সময় কাটাচ্ছে। ছবিটি আজ মঙ্গলবার ফরিদপুর সদরের চৌধুরী ডাঙ্গী এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুরপবিত্র মহররমের তাৎপর্য তুলে ধরতে এই মিছিল। ছবিটি আজ দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বদিউজ্জামান বেপারী পাড়া থেকে তোলা। ছবি: এম রাশেদুল হক, গোয়ালন্দ প্রতিনিধিশীতকালীন সবজি খেত পরিচর্যায় ব্যস্ত কৃষকেরা। ছবিটি আজ পশ্চিম মুন্সিগঞ্জের সিরাজদিখানের কিয়াইন ইউনিয়ন থেকে তোলা। ছবি: ফোকাস বাংলাকুয়াশা ঢাকা হিমেল ভোরে মক্তবে যাচ্ছে চার শিশু। ছবিটি সম্প্রতি বান্দরবানের শাংগু নদীর দ্বিতীয় সেতুর ওপর থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটিনারায়ণগঞ্জ শহরের লক্ষ্মী নারায়ণ বারোয়ারী পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসবে আজ ধর্মীয় আনুষ্ঠানিকতায় মগ্ন এক পুরোহিত। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জনারায়ণগঞ্জ শহরের দিগুবাবুর বাজারে মীর জুমলা সড়কে ময়লা বেশির ভাগ জুড়ে আবর্জনার স্তূপ। এতে যানবাহন চলাচলে যেমন সমস্যা, তেমনি ক্রেতাদের জন্য বিড়ম্বনা ময়লার দুর্গন্ধ। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জদুর্গাপূজায় দেবীকে প্রণাম করছেন এক তরুণী। ছবিটি আজ বগুড়ার ঠনঠনিয়া মন্দির থেকে তোলা। ছবি: ফোকাস বাংলামণ্ডপে ভক্তদের ভিড়। বনানী পূজামণ্ডপ থেকে ছবিটি তোলা। ছবি: ফোকাস বাংলাঢাকেশ্বরী মন্দিরে দেবীকে প্রণাম করছেন এক ভক্ত। ছবিটি আজকের। ছবি: ফোকাস বাংলাজগন্নাথ হল পূজামণ্ডপে দেবীকে প্রণাম করছেন ভক্তরা। ছবিটি আজকের। ছবি: ফোকাস বাংলাশারদ উৎসবে মঙ্গল কামনায় এক শিশুর কপালে চন্দনের তিলক এঁকে দেওয়া হচ্ছে। ছবিটি মঙ্গলবার রাজধানীর বনানী এলাকায় অবস্থিত গুলশান-বনানী সর্বজনীন পূজামণ্ডপ থেকে তোলা। ছবি: আবদুস সালামমণ্ডপে চলছে পূজা অর্চনা। ছবিটি রাজধানীর বনানী পূজামণ্ডপ থেকে মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালামচলছে দুর্গাপূজা। এরপরই হবে লক্ষ্মীপূজা। তাই লক্ষ্মীর প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ। এখন চলছে রঙের কাজ। ছবিটি সোমবার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর কুমারপল্লি থেকে তোলা। ছবি: এম সাদেক, কুমিল্লামহররমের প্রস্তুতি হিসেবে চলছে তাজিয়া তৈরির কাজ। খুলনার খালিশপুরের হাউজিং বাজার থেকে ছবিটি মঙ্গলবার তোলা। ছবি: সাদ্দাম হোসেন, খুলনাদুর্গাপূজা উপলক্ষে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রদানের আয়োজন করা হয়। ছবিটি মঙ্গলবার বগুড়ার শেরপুর টাউন বারোয়ারি পূজামণ্ডপ থেকে তোলা। ছবি: সবুজ চৌধুরী, শেরপুর, বগুড়ারাজধানীর মোহাম্মদপুরে রেসিডেনসিয়াল মডেল স্কুলসংলগ্ন অঙ্গন কমিউনিটি সেন্টারে আজ মঙ্গলবার গ্রামীণফোন-প্রথম আলো আই-জেন ২০১৫-এর ঢাকা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় শিক্ষার্থীরা। ছবি: সাবিনা ইয়াসমিন‘সকলের জন্য স্যানিটেশন, নিশ্চিত হোক উন্নত জীবন’ স্লোগানে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আজ রংপুরে শিক্ষার্থীরা স্বাস্থ্যসম্মতভাবে হাত ধুয়ে নিচ্ছে। রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাঠে কার্যক্রমটি পরিচালিত হয়। ছবি: মঈনুল ইসলাম, রংপুরক্যাকটাস জাতীয় নাম না জানা ফুলটি ফরিদপুর শহরের কমলাপুর এলাকায় জেলা প্রশাসকের বাসভবনের বাগানের শোভা বর্ধন করছে। ছবিটি আজ মঙ্গলবার তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুরকদিন আগেও এই হাওরগুলো ছিল পানিতে টইটুম্বুর। তখন চলাচলের একমাত্র মাধ্যম ছিল নৌকা। এখন পানি শুকিয়ে যাচ্ছে। তাই বিল থেকে নৌকা কাঁধে বাড়ি ফিরছেন এরা। ছবিটি আজ মঙ্গলবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার চন্ডিপুল বিল থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেটগাছে ফুটেছে রঙ্গন। হেমন্তের সকালে লাল রঙ্গন ফুলে বসে ডানা মেলে মধু আহরণ করছে প্রজাপতি। ছবিটি আজ মঙ্গলবার সকালে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেটযশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরিতে প্রথমার উদ্যোগে পাঁচ দিনব্যাপী বইমেলার আজ মঙ্গলবার প্রথম দিনে বইপ্রেমীদের পদচারণে মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। মেলা চলবে ২৪ অক্টোবর পর্যন্ত। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর৭ম দক্ষিণাঞ্চলীয় মৃৎশিল্প সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠানে মাটির তৈরি বিভিন্ন সরঞ্জাম ও আলোকচিত্র নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়। ছবিটি আজ মঙ্গলবার সকালে বরিশাল নগরের অশ্বিনীকুমার হল থেকে তোলা। ছবি: সাইয়ান, বরিশালপাহাড়ে দুর্গাপূজা উপলক্ষে মন্দিরের বাইরে বসেছে মেলা। পছন্দের সামগ্রী কিনতে আসা লোকজন বিভিন্ন স্টল ঘুরে দেখে। চশমার দোকানের ছবিটি আজ মঙ্গলবার খাগড়াছড়ি শহরের শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি