এক ঝলক (১৯ জুন ২০১৯)

রাজধানীজুড়ে তীব্র যানজট। উড়ালসড়কেও স্থবির যানবাহন। শান্তিনগর, ১৯ জুন। ছবি: আবদুস সালাম
রাজধানীজুড়ে তীব্র যানজট। উড়ালসড়কেও স্থবির যানবাহন। শান্তিনগর, ১৯ জুন। ছবি: আবদুস সালাম
ভাঙাচোরা নীরস ইটের মাঝে জেগে উঠেছে নবপ্রাণ—আমের কচি চারা। কাচারিপাড়া, পাবনা, ১৯ জুন। ছবি: হাসান মাহমুদ
নিশাচর প্যাঁচা দিনের আলোয় বট গাছের ডালে। প্রতাপপুর, কাহালু, বগুড়া, ১৯ জুন। ছবি: সোয়েল রানা
ফসলি জমিতে খাবার খুঁজে বেড়াচ্ছে বকগুলো। ইসলামপুর হরিগাড়ী গ্রাম, সদর উপজেলা, বগুড়া, ১৭ জুন। ছবি: সোয়েল রানা
কাজিবাছা নদীর ওপারে আঁধার ফুটো করে জ্বলছে আলো। বটিয়াঘাটা, খুলনা, ১৮ জুন। ছবি: সাদ্দাম হোসেন
খাবারের খোঁজে ছুটছে এক হাঁস। প্রতাপপুর, কাহালু, বগুড়া, ১৯ জুন। ছবি: সোয়েল রানা
ঢাকাগামী লবণবোঝাই ট্রাক বুধবার ভোর পাঁচটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বারপাড়া নামক স্থানে উল্টে যায়। এতে মহাসড়কে আমিরাবাদ পর্যন্ত তিন কিলোমিটার যানজট সৃষ্টি হয়। বারপাড়া, দাউদকান্দি, কুমিল্লা, ১৯ জুন। ছবি: আবদুর রহমান ঢালী
শহর পরিষ্কার রাখার অংশ হিসেবে ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে যত্রতত্র ঘুরে বেড়ানো গরু ধরে এনে নিলামে বিক্রয় করা হচ্ছে। টাউন হল শহীদ মিনার প্রাঙ্গণ, ময়মনসিংহ, ১৯ জুন। ছবি: আনোয়ার হোসেন
প্রখর রোদে ছাতা মাথায় স্কুল থেকে বাড়ি ফিরছে দুই ভাইবোন। কুশিঘাট, সিলেট, ১৯ জুন। ছবি: আনিস মাহমুদ
হাওরের বাড়ছে পানি। নতুন পানিতে মাছ ধরায় মশগুল দুজন। বাওরকান্দি হাওর, সিলেট, ১৯ জুন। ছবি: আনিস মাহমুদ
হাওরের পানিতে একলা হাঁসটি ভেসে বেড়াচ্ছে খাবারের খোঁজে। সামাউড়াকান্দি হাওর, সিলেট, ১৯ জুন। ছবি: আনিস মাহমুদ
নালার ময়লা, আবর্জনা ও কাদা সড়কে রাখার পর তা ছড়িয়ে পড়েছে। এতে জনসাধারণের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। মফিজ উদ্দীন বিশ্বাস লেন, পূর্ব মজমপুর, কুষ্টিয়া, ১৯ জুন। ছবি: তৌহিদী হাসান
এল ক্যাপিটানের দ্য নোজ রুট বেয়ে উঠছে যুক্তরাষ্ট্রের ১০ বছর বয়সী পর্বতারোহী সেলাহ শিনিটার। ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র, ১০ জুন। ছবি: রয়টার্স
কনকাকাফ গোল্ড কাপ গ্রুপ ডির ম্যাচের আগে জাতীয় সংগীতের জন্য দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের খেলোয়াড়েরা। মিনেসোটা, যুক্তরাষ্ট্র, ১৮ জুন। ছবি: এএফপি
লটকন, কালোজাম, আনারস প্রভৃতি মৌসুমি ফলের পসরা সাজিয়ে বসেছেন এক বিক্রেতা। লামাপাড়া, নারায়ণগঞ্জ, ১৯ জুন। ছবি: দিনার মাহমুদ
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক বিভাজকের কাটা অংশে দেওয়া প্রতিবন্ধক ভেঙে পড়ে আছে। শিবু মার্কেট এলাকা, নারায়ণগঞ্জ, ১৯ জুন। ছবি: দিনার মাহমুদ
বর্ষার ভ্যাপসা গরমে একটুখানি স্বস্তি পেতে অনেকেই কলেজে এসেছেন হাতপাখা নিয়ে। প্রাণ ঠান্ডা করছেন আইসক্রিম খেয়ে। কলা বিভাগ, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা, ১৯ জুন। ছবি: হাসান মাহমুদ
তীব্র যানজটে নাজেহাল নগরবাসী। কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের চিত্র। বাংলামোটর, ঢাকা, ১৯ জুন। ছবি: আবদুস সালাম
তৃতীয় ধাপে জাতীয়করণ করা থেকে বঞ্চিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়েছেন। ১৬ জুন থেকে জাতীয়করণের দাবিতে তাঁরা এই কর্মসূচি পালন করছেন। ঢাকা, ১৯ জুন। ছবি: আবদুস সালাম
কমিটি করেও সরানো যায়নি মাথার ওপরে ঝুলে থাকা তারের জটলা। নগরের সৌন্দর্য নষ্ট করছে এসব তারের জটলা। বাংলামোটর, ঢাকা, ১৯ জুন। ছবি: আবদুস সালাম
রাজধানীর উত্তর বাড্ডায় হাতিরঝিল সংলগ্ন সড়কে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজউক। উচ্ছেদ করা হয়েছে দোকানসহ বিভিন্ন অবৈধ স্থাপনা। ঢাকা, ১৯ জুন। ছবি: সুমন ইউসুফ
রোমানিয়ার প্রেসিডেন্ট ক্লাউস ইওহানিসের সঙ্গে করমর্দন করছেন মিসরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসি। বুখারেস্ট, রোমানিয়া, ১৯ জুন। ছবি: রয়টার্স
আইসিসি ক্রিকেট বিশ্বকাপে নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসি। বার্মিংহাম, ইংল্যান্ড, ১৯ জুন। ছবি: রয়টার্স
বার্লিনের ব্র্যান্ডেনবার্গ গেটের সামনে ভাড়ার জন্য রাখা হয়েছে ই-স্কুটার ও বিদ্যুচ্চালিত বাইক। গত মে মাসের মাঝামাঝি ফুটপাতে ব্যাটারিচালিত স্কুটার চালানোর অনুমতি দিয়েছিল জার্মান কর্তৃপক্ষ। কিন্তু এর কিছুদিন পরই পথচারীদের নিরাপত্তার কথা ভেবে তা নিষিদ্ধ করা হয়। তবে এরই মধ্যে ইউরোপজুড়ে ছড়িয়ে পড়েছে বিদ্যুচ্চালিত এসব স্কুটার। বার্লিন, জার্মানি, ১৯ জুন। ছবি: এএফপি
চলছে বিশ্বকাপ ক্রিকেটের আসর। বিশ্ব যোগব্যায়াম দিবসের প্রাক্কালে ভারতের স্কুলশিক্ষার্থীরা ডিসপ্লেতে ফুটিয়ে তুলেছে ক্রিকেটের বিশ্বকাপ। চেন্নাই, ভারত, ১৯ জুন। ছবি: এএফপি
রাজধানীর কারওয়ান বাজারের সিএ ভবনে প্রথম আলো আয়োজিত ‘বাংলাদেশের প্রবীণ অধিকার সুরক্ষা: চ্যালেঞ্জ ও সুযোগ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আরও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন। কারওয়ান বাজার, ঢাকা, ১৯ জুন। ছবি: সাইফুল ইসলাম
১৬ দফা দাবি বাস্তবায়নের উদ্দেশ্যে উপাচার্যের কার্যালয়ের সামনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের অবস্থান। বুয়েট ক্যাম্পাস, ঢাকা, ১৯ জুন। ছবি: হাসান রাজা
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীতে হঠাৎ পানি বেড়ে যাওয়ায় বাদামচাষিদের খেত তলিয়ে গেছে। কোথাও আবার জমিতে তুলে রাখা বাদাম ভেসে গেছে পানির স্রোতে। চাষিরা পানিতে তলিয়ে যাওয়া বাদাম তুলে তা নৌকায় করে বাড়ি নিয়ে আসছেন। ঢুষমাড়া, কাউনিয়া, রংপুর, ১৯ জুন। ছবি: মঈনুল ইসলাম