ঈদে কেনাকাটা করতে স্বাস্থ্যঝুঁকি নিয়ে বাজারে মানুষের উপচে পড়া ভিড়। ডাকবাংলা এলাকা, খুলনা, ১০ মে
প্রখর রোদে ছাতা মাথায় গ্রাহকের অপেক্ষায় বসে আছেন কয়েকজন মুচি। শহরের থানামোড় এলাকা, বগুড়া, ১০ মে
বিজ্ঞাপন
বনের ঝোপে ঘুমাচ্ছে হুতোম প্যাঁচা। এরা দিনে ঘুমায় আর রাত জেগে খাবারের খোঁজে মাঠে ঘুরে বেড়ায়। স্থানীয়ভাবে অলস প্যাঁচা নামে পরিচিত। এদের খাদ্য গোবরে পোকা। রাঙামাটি সদরের আসামবস্তি এলাকায়, ১০ মে
বিজ্ঞাপন
নার্সারিগুলোর গাছ এখন ফুলে ফুলে ভরা। তবে করোনার কারণে গাছের ক্রেতাও অনেক কমে গেছে। তারপরও গাছগুলোকে সজীব রাখতে পানি দিচ্ছেন এক কর্মচারী। রাঙামাটি শহরের জেলা প্রশাসন কার্যালয়, ১০ মেঈদের জামা কেনা হয়ে গেছে। এখন জামার সঙ্গে রং মিলিয়ে চশমা নিতে এসেছে শিশুটি। কবি নজরুল ইসলাম সড়ক, বগুড়া শহর, ১০ মেনরসিংদী সদর হাসপাতাল থেকে চুরি হয়ে যাওয়ার ১৫ ঘণ্টা পর এই নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে শহরের মালাকার মোড়ের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পরপরই দুই দিনের ওই নবজাতককে মায়ের কোলে তুলে দিয়েছে পুলিশ। নরসিংদী, ১০ মেতীব্র গরম। এর মধ্যে পুরো চরজুড়ে কোথাও পানি নেই। এক জায়গায় সামান্য কাদাপানি পেয়ে তাতেই গা জুড়িয়ে নিচ্ছে মহিষের দল। ইছাখালী চর, মিরসরাইয়, চট্টগ্রাম, ১০ মেদুস্থ ১০০ পরিবারের মধ্যে প্রথম আলো বন্ধুসভার সহমর্মিতা কর্মসূচির আওতায় ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়। ছবিটি জামালপুর সদর উপজেলা পরিষদ–সংলগ্ন একটি মাঠ থেকে তোলাঈদে বাসাবাড়িতে তৈরি করা হয় পিঠাপুলি। এ সময় বেড়ে যায় পিঠার অন্যতম উপকরণ নারকেল। বিক্রির জন্য ট্রাকে করে সিলেট শহরে আনা হয়েছে নারকেল। তবে চাহিদা বেশি থাকায় দাম বেশ চড়া। প্রতিটি নারকেল বিক্রি হচ্ছে ৬৫ টাকা দরে। সিলেট নগরের নিকব্রিজ এলাকা, ১০ মেগাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় সকালে ঈদের ছুটি বৃদ্ধির দাবিতে কারখানার শ্রমিকেরা কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন। কালিয়াকৈর, গাজীপুর, ১০ মেপ্রখর রোদে বোরো ধান কাটায় ব্যস্ত এক নারী শ্রমিক। পুরুষের সমান কাজ করলেও পারিশ্রমিকে রয়েছে বৈষম্য। একজন পুরুষ পারিশ্রমিক পান ৫০০ টাকা আর নারী শ্রমিক পান ৩০০ টাকা। বোয়ালখালী বিল, দীঘিনালা, খাগড়াছড়ি, ১০ মেশিমুলিয়া ঘাটে ফেরি আসতেই হুমড়ি খেয়ে উঠে পড়েন ঘরমুখী লোকজন। তাঁদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই। মুন্সিগঞ্জ, ১০ এপ্রিলনতুন পোশাক হোক বা না হোক, নতুন টুপি কেনা চাই। সিলেট নগরের বন্দরবাজার এলাকার ফুটপাতে টুপি পছন্দ করছেন ক্রেতারা। ১০ মেগাছ কাটার প্রতিবাদে সোহরাওয়ার্দী উদ্যানে গাছ লাগানো কর্মসূচি আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন ও বৃক্ষপ্রেমীরা অংশগ্রহণ করেন। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ১০ মেকরোনা পরিস্থিতিতে চলমান লকডাউনে খেটে খাওয়া কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে পাবনা পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ধারাবাহিকভাবে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। স্কয়ার গ্রুপের আর্থিক সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়ন করছে পাবনা জেলা যুবলীগ। পৌর এলাকার রাঘবপুর, কালাচাঁদ পাড়া ও অনন্তবাজার এলাকার এক হাজার পরিবারের হাতে স্বাস্থ্যবিধি মেনে তুলে দেওয়া হয় এই খাদ্যসামগ্রীর উপহার। ইমাম গাজ্জালী স্কুল অ্যান্ড কলেজ মাঠ, পাবনা, ১০ মে। ছবি: হাসান মাহমুদ 13. ঈদ উপলক্ষে রাজধানীর মৌলভীবাজার বিভিন্ন রকমের সেমাইয়ের পসরা সাজিয়ে বসেছে। ছবিটি গতকাল তোলাতাড়াহুড়ো করে সড়ক পার হতে অনেকেই নিচ্ছেন বাড়তি ঝুঁকি। টঙ্গী ব্রিজ, ১০ মেচট্টগ্রাম চিড়িয়াখানায় এই সপ্তাহে জন্ম নিয়েছে পাঁচটি বাঘশাবক। তার মধ্যে দুটি মারা গেলেও বাকি তিনটি এখনো সুস্থ আছে। এই নিয়ে চিড়িয়াখানায় বাঘের সংখ্যা ৯। চিড়িয়াখানার মা বাঘের সঙ্গে শাবকের ছবিটি ১০ মে দুপুর ১২টায় তোলাট্রাকে করে স্বজনের মরদেহ নিয়ে বরিশাল যাচ্ছে এই পরিবার। শিমুলিয়া ঘাটে দীর্ঘক্ষণ অপেক্ষা করে ফেরি পায় তারা। লাশবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্সের সঙ্গে ঘরমুখী বহু মানুষও ফেরিতে ওঠে। মুন্সিগঞ্জ, ১০ এপ্রিলঈদ উপলক্ষে রাজধানীর মৌলভীবাজার বিভিন্ন রকমের সেমাইয়ের পসরা সাজিয়ে বসেছে। ছবিটি গতকাল তোলাদক্ষিণ-পশ্চিমাঞ্চলের লোকজন আজও রাজধানী ছেড়ে গ্রামে ছুটছেন। ঘাটে ভিড় এড়াতে ভোরে সাহ্রি খেয়ে রওনা হয়েছেন তাঁদের বেশির ভাগই। সকাল ৯টার দিকে রজনীগন্ধা নামের ছোট এই ফেরি দৌলতদিয়ার ৫ নম্বর ঘাটে ভিড়লে জরুরি সেবার গাড়ির পাশাপাশি মোটরসাইকেল ও সাধারণ যাত্রীরা হুড়মুড় করে ওঠে পড়েন। রাজবাড়ী, ১০ এপ্রিললকডাউনের কারণে দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকায় ঈদযাত্রা পরিণত হয়েছে অনিশ্চিত যাত্রায়। আবদুল্লাহপুর, ১০ মে