এক ঝলক ( ০৯ নভেম্বর, ২০২১)

ধীরে ধীরে কমতে শুরু করেছে খাল-বিল ও নদী-নালার পানি। গোমতী নদীতে মাছ শিকার করছেন একজন। রত্নবতী এলাকা, আদর্শ সদর উপজেলা, কুমিল্লা, ৯ নভেম্বর
ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া প্রান্তে নদী পার হওয়ার অপেক্ষায় শত শত গাড়ি। ফেরিঘাট থেকে প্রায় পাঁচ কিলোমিটার পেছনে ওয়াজেদ চৌধুরী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে, দৌলতদিয়া, গোয়ালন্দ, ৯ নভেম্বর
চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় গোডাউন বাজার নামের একটি মার্কেটে আগুন লাগলে বেশ কিছু দোকান পুড়ে যায়। বেলা ১১টা, ৯ নভেম্বর
সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন সাংবাদিক ফোরামের নেতারা। ঢাকা, ৯ নভেম্বর
রাজধানীর রমনা সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিআরটিএ। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়সহ যানবাহনের বৈধ কাগজপত্র না থাকায় বেশ কিছু চালককে জরিমানা করা হয়। ঢাকা, ৯ নভেম্বর
পিছিয়ে যাওয়া পরীক্ষা দ্রুত নেওয়ার দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা
প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দুই গুণীজনকে সম্মাননা ক্রেস্ট ও ফুলের তোড়া তুলে দিচ্ছেন অতিথিরা। ৯ নভেম্বর, শহীদ মিনার চত্বর, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মাগুরা
প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কেক কাটছেন অতিথিরা। দুপুর ১২টায় ঠাকুরগাঁও প্রেসক্লাব মিলনায়তন, ৯ নভেম্বর
শেরপুরের শ্রীবরদীতে গারো পাহাড় থেকে উদ্ধার করা বন্য হাতির মৃতদেহ। উপজেলার রানীশিমুল ইউনিয়নের সীমান্তঘেঁষা মালাকোচা গ্রামে, ৯ নভেম্বর
আগামী ১১ নভেম্বর বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগরে ইউনিয়ন পরিষদ নির্বাচন। সেখানে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী শফিকুল ইসলামের সমর্থকেরা মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও ভ্যান নিয়ে প্রচারে নামেন। এতে মহাস্থান এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বগুড়া-রংপুর মহাসড়কে যানজটে আটকা পড়ে শত শত যানবাহন। মহাস্থান বাজার এলাকা, শিবগঞ্জ উপজেলা, বগুড়া, ৯ নভেম্বর
আরিফ, শুভ ও তাসলি একে অপরের প্রতিবেশী। দুপুরে খাবারের পর বাড়ির পাশে ছায়ায় ঘেরা ফাঁকা জায়গায় পুতুল খেলায় মেতেছে এই শিশুরা। নারায়ণগঞ্জের ইসদাইর বাজার এলাকায়, ৯ নভেম্বর
নতুন ধান তাফালে সিদ্ধ করছেন গৃহবধূ সীমা বেগম। গোয়ালচামট এলাকা, ফরিদপুর সদর, ফরিদপুর, ৯ নভেম্বর
সমুদ্রসৈকতে সূর্যাস্ত। জাহাজমারা সৈকত, রাঙ্গাবালী, পটুয়াখালী, ৯ নভেম্বর