গ্যাস নেই তাই বিকল্প ব্যবস্থায় জ্বালানি কাঠ দিয়ে রান্নার কাজ চলছে। গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটায় রোববার থেকেই ঢাকাসহ সারাদেশে গ্যাস সংকট তীব্রতর হয়েছে। গেন্ডারিয়া বাজার রোড এলাকার একটি বাসা থেকে ছবিটি তুলেছেন দীপু মালাকারসাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের তল্লাশি চৌকি। আজ মঙ্গলবার জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ উপলক্ষে ঢাকার প্রবেশপথগুলোয় তল্লাশির তৎপরতা বাড়িয়েছে পুলিশ। সাইনবোর্ড এলাকা, ঢাকা, ৬ নভেম্বর। ছবি: হাসান রাজাজমি থেকে ধান কেটে ভ্যানগাড়িতে তুলছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর দম্পতি। খইচালা গ্রাম, সোনাখাড়া ইউনিয়ন, রায়গঞ্জ উপজেলা, সিরাজগঞ্জ, ৫ নভেম্বর। ছবি: সাজেদুল আলমরাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্ট সমাবেশ করেছে। মঞ্চে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। ঢাকা, ৬ নভেম্বর। ছবি: আবদুস সালামরাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে যোগ দেন নেতা–কর্মীরা। এমন সময় তাঁরা হাত নেড়ে বিভিন্ন স্লোগান দেন। ঢাকা, ৬ নভেম্বর। ছবি: আবদুস সালামপ্রথম আলোর ২০ বছর পূর্তি উপলক্ষে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আইডিএলসি ফাইন্যান্সের পক্ষে গ্রুপ চিফ মার্কেটিং অফিসার জানে আলম রোমেল, মার্কেটিং কমিউনিকেশনের নির্বাহী সুরানা তৌহিদ। ছবি: প্রথম আলোসবাইকে কালীপূজা ও দীপাবলির শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবি শেয়ার করেছেন কলকাতার টেলিভিশন ও চলচ্চিত্রের পরিচিত মুখ সায়নী ঘোষ। ৬ নভেম্বর। ছবি: টুইটারকয়েক দিন পরেই বিয়ে। এখন ব্যস্ত সময় পার করছেন সাবেক বিশ্বসুন্দরী বলিউড অভিনেত্রী প্রিয়াংক চোপড়া। ৬ নভেম্বর। ছবি: টুইটারইংল্যান্ডের সঙ্গে শেষ টেস্ট খেলছেন শ্রীলঙ্কার স্পিনার রঙ্গনা হেরাথ। হেরাথকে লিজেন্ড আখ্যা দিয়ে এই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। ৬ নভেম্বর। ছবি: টুইটারভক্তদের জন্য এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন ভারতীয় অভিনেত্রী ইয়ামী গৌতম। ৬ নভেম্বর। ছবি: টুইটার