এক ঝলক (০৫ আগস্ট ২০১৭)

বিলে ফুটে আছে পদ্ম আর পদ্ম। পানিতে নেমে পদ্মফুল তুলছে দুই কিশোর। ছবিটি শনিবার দুপুরে রংপুরের কাউনিয়া উপজেলার পশ্চিম হলদিবাড়ি এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম
বিলে ফুটে আছে পদ্ম আর পদ্ম। পানিতে নেমে পদ্মফুল তুলছে দুই কিশোর। ছবিটি শনিবার দুপুরে রংপুরের কাউনিয়া উপজেলার পশ্চিম হলদিবাড়ি এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম
সিএনজিচালিত বিকল অটোরিকশা ঠিকঠাক করে তা পরীক্ষা করে দেখছেন মিস্ত্রি। ছবিটি শনিবার সিলেট-সুনামগঞ্জ সড়কের টুকেরবাজার থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
রাজহাঁসের দলকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে এক শিশু। ছবিটি শনিবার সকালে সিলেট নগরের বালুচর এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
মিরপুর বেড়িবাঁধের চটবাড়ী এলাকায় নৌকায় অনেকে ঘুরতে আসেন। ছবি: আশরাফুল আলম
চুয়াডাঙ্গায় খেত থেকে কুমড়ো তুলে সরাসরি ট্রাকে করে সারা দেশে পাঠানো হয়। দামুড়হুদা ‍উপজেলার নতিপোতা থেকে তোলা। ছবি: প্রথম আলো
প্রচণ্ড গরম থেকে একটু স্বস্তির আশায় চীনের চংচিং ওয়াটার পার্কে বসে ঐতিহ্যবাহী মাহজং খেলছেন কয়েকজন। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: রয়টার্স
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্মার্টফোন ও ট্যাব মেলায় তরুণেরা ফোন দেখছেন। আজ শনিবার রাত আটটায় শেষ হচ্ছে মেলা। ছবি: সংগৃহীত।
শুকনো ডালে বসেছে বাহারি ফড়িং। ছবিটি গতকাল শুক্রবার দিনাজপুরের বিরামপুর পুরাতন বাজার এলাকা থেকে তোলা। ছবি: এ এস এম আলমগীর
পাট নিয়ে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। ছবিগুলো মেহেরপুর সদরের উজলপুর গ্রাম থেকে তোলা। ছবি: আবু সাঈদ
ঘাস খাওয়াতে গরুর পাল নিয়ে মাঠে যাচ্ছেন রাখাল। ছবিটি শনিবার সিলেট সদরের আউশাগ্রাম থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
দুপুরের রোদে পাটের আশ শুকাচ্ছেন এক কৃষক। তবে এবার পাটের উৎপাদন খরচ বেশি হওয়ায় দাম নিয়ে শঙ্কাও আছে। ছবিটি শুক্রবার পাবনা সদরের মালিগাছা ইউনিয়নের গোপালপুর গ্রাম থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ
নারী নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে শনিবার সকালে বগুড়া শহরের সাতমাথা এলাকায় মানববন্ধন করেছে যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্কসহ কয়েকটি সংগঠন। ছবি: সোয়েল রানা
শনিবার রেজিস্ট্রার বরখাস্তের দাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি: সাজিদ হোসেন
সিলেট সদরের টুকেরবাজার এলাকায় একটি গাছে ঝুলে আছে এক ঝাঁক বাদুড়। ছবিটি শনিবার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ।
শজনে গাছে গজিয়েছে কচি পাতা। ছবিটি শনিবার পাবনা শহরের গোবিন্দা এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ
সুনামগঞ্জের শাল্লার একটি হাওরের পানিতে পড়েছে মেঘের প্রতিচ্ছবি। ছবিটি শনিবার তোলা। ছবি: আসাদুজ্জামান
ফরিদপুরের অম্বিকাপুর রেল কলোনির দুই শতাধিক পরিবার গত দুই মাস ধরে পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। ছবিটি শনিবার তোলা। ছবি: আলীমুজ্জামান
রাজধানীর গুলিস্তানের একটি সড়ক বিভাজকের ওপর ঘুমাচ্ছে কয়েকজন শিশু। ছবিটি শুক্রবার ভোরে গুলিস্তানের আন্ডারপাসের কাছ থেকে তোলা। ছবি: আবদুস সালাম
বৃষ্টি মৌসুম চলছে। তাই ঘরের ভাঙা বেড়া মেরামতের কাজ করছেন আবুল হোসেন। ছবিটি শুক্রবার মুন্সিগঞ্জের মাওয়া ফেরিঘাট এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
গতকাল শুক্রবার রামপুরার বনশ্রীর ৪ নম্বর সড়কে একটি বাসায় গৃহকর্মী লাইলী বেগমের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আজ শনিবারও ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ৪ নম্বর সড়কে রাখা হয়েছে পুলিশের সাঁজোয়া যান। ছবিটি সকালে তোলা। ছবি: আবদুস সালাম
একটি ল্যাবরেডর কুকুরকে রাজধানীর ভাটারার এলিট সিকিউরিটি সার্ভিসেস লিমিটেডের ডগ স্কোয়াড ইউনিটে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ছবিটি শনিবার তোলা। ছবি: আবদুস সালাম
সারা দেশের মতো চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানেও গতকাল শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। ছবিটি শনিবার নগরের জামালখান এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ
চট্টগ্রাম নগরে হঠাৎ বৃষ্টি নামে। ছবিটি অাজ রোববার নগরের জামালখান এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ