বিলে ফুটে আছে পদ্ম আর পদ্ম। পানিতে নেমে পদ্মফুল তুলছে দুই কিশোর। ছবিটি শনিবার দুপুরে রংপুরের কাউনিয়া উপজেলার পশ্চিম হলদিবাড়ি এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলামসিএনজিচালিত বিকল অটোরিকশা ঠিকঠাক করে তা পরীক্ষা করে দেখছেন মিস্ত্রি। ছবিটি শনিবার সিলেট-সুনামগঞ্জ সড়কের টুকেরবাজার থেকে তোলা। ছবি: আনিস মাহমুদরাজহাঁসের দলকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে এক শিশু। ছবিটি শনিবার সকালে সিলেট নগরের বালুচর এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদমিরপুর বেড়িবাঁধের চটবাড়ী এলাকায় নৌকায় অনেকে ঘুরতে আসেন। ছবি: আশরাফুল আলমচুয়াডাঙ্গায় খেত থেকে কুমড়ো তুলে সরাসরি ট্রাকে করে সারা দেশে পাঠানো হয়। দামুড়হুদা উপজেলার নতিপোতা থেকে তোলা। ছবি: প্রথম আলোপ্রচণ্ড গরম থেকে একটু স্বস্তির আশায় চীনের চংচিং ওয়াটার পার্কে বসে ঐতিহ্যবাহী মাহজং খেলছেন কয়েকজন। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: রয়টার্সবঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্মার্টফোন ও ট্যাব মেলায় তরুণেরা ফোন দেখছেন। আজ শনিবার রাত আটটায় শেষ হচ্ছে মেলা। ছবি: সংগৃহীত।শুকনো ডালে বসেছে বাহারি ফড়িং। ছবিটি গতকাল শুক্রবার দিনাজপুরের বিরামপুর পুরাতন বাজার এলাকা থেকে তোলা। ছবি: এ এস এম আলমগীরপাট নিয়ে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। ছবিগুলো মেহেরপুর সদরের উজলপুর গ্রাম থেকে তোলা। ছবি: আবু সাঈদঘাস খাওয়াতে গরুর পাল নিয়ে মাঠে যাচ্ছেন রাখাল। ছবিটি শনিবার সিলেট সদরের আউশাগ্রাম থেকে তোলা। ছবি: আনিস মাহমুদদুপুরের রোদে পাটের আশ শুকাচ্ছেন এক কৃষক। তবে এবার পাটের উৎপাদন খরচ বেশি হওয়ায় দাম নিয়ে শঙ্কাও আছে। ছবিটি শুক্রবার পাবনা সদরের মালিগাছা ইউনিয়নের গোপালপুর গ্রাম থেকে তোলা। ছবি: হাসান মাহমুদনারী নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে শনিবার সকালে বগুড়া শহরের সাতমাথা এলাকায় মানববন্ধন করেছে যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্কসহ কয়েকটি সংগঠন। ছবি: সোয়েল রানাশনিবার রেজিস্ট্রার বরখাস্তের দাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি: সাজিদ হোসেনসিলেট সদরের টুকেরবাজার এলাকায় একটি গাছে ঝুলে আছে এক ঝাঁক বাদুড়। ছবিটি শনিবার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ।শজনে গাছে গজিয়েছে কচি পাতা। ছবিটি শনিবার পাবনা শহরের গোবিন্দা এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদসুনামগঞ্জের শাল্লার একটি হাওরের পানিতে পড়েছে মেঘের প্রতিচ্ছবি। ছবিটি শনিবার তোলা। ছবি: আসাদুজ্জামানফরিদপুরের অম্বিকাপুর রেল কলোনির দুই শতাধিক পরিবার গত দুই মাস ধরে পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। ছবিটি শনিবার তোলা। ছবি: আলীমুজ্জামানরাজধানীর গুলিস্তানের একটি সড়ক বিভাজকের ওপর ঘুমাচ্ছে কয়েকজন শিশু। ছবিটি শুক্রবার ভোরে গুলিস্তানের আন্ডারপাসের কাছ থেকে তোলা। ছবি: আবদুস সালামবৃষ্টি মৌসুম চলছে। তাই ঘরের ভাঙা বেড়া মেরামতের কাজ করছেন আবুল হোসেন। ছবিটি শুক্রবার মুন্সিগঞ্জের মাওয়া ফেরিঘাট এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালামগতকাল শুক্রবার রামপুরার বনশ্রীর ৪ নম্বর সড়কে একটি বাসায় গৃহকর্মী লাইলী বেগমের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আজ শনিবারও ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ৪ নম্বর সড়কে রাখা হয়েছে পুলিশের সাঁজোয়া যান। ছবিটি সকালে তোলা। ছবি: আবদুস সালামএকটি ল্যাবরেডর কুকুরকে রাজধানীর ভাটারার এলিট সিকিউরিটি সার্ভিসেস লিমিটেডের ডগ স্কোয়াড ইউনিটে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ছবিটি শনিবার তোলা। ছবি: আবদুস সালামসারা দেশের মতো চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানেও গতকাল শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। ছবিটি শনিবার নগরের জামালখান এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশচট্টগ্রাম নগরে হঠাৎ বৃষ্টি নামে। ছবিটি অাজ রোববার নগরের জামালখান এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ