করোনাভাইরাসের জন্য দীর্ঘ দেড় বছর বন্ধের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খুলেছে। ফিরছেন শিক্ষার্থীরা। রোকেয়া হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, ৫ অক্টোবর
আবাদ করা লাউ খেত থেকে তুলছেন কৃষক কামাল হোসেন। খামারকান্দি গ্রাম, বগুড়া সদর, ৫ অক্টোবর
বিজ্ঞাপন
জলাশয়ে বড়শি দিয়ে মাছ শিকারের জন্য যাচ্ছেন কৃষক আবদুল আলিম। মেঘাগাছা গ্রাম, বগুড়া সদর, ৫ অক্টোবর
বিজ্ঞাপন
আদাখেত আদা থেকে তুলে বাড়ি ফিরছেন তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠীর এক তরুণ চাষি। কাপ্তাই, রাঙামাটি, ৫ অক্টোবর দীঘিনালার পার্বত্য চট্টল বৌদ্ধ অনাথ আশ্রমে খাবার খাচ্ছে শিশুরা। খাগড়াছড়ি, ৪ অক্টোবর করোনা সংক্রমণ কমার সঙ্গে কমে গেছে সচেতনতাও। কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দীর্ঘ লাইনে বেশির ভাগ মানুষের মুখেই নেই মাস্ক। কুমিল্লা, ৫ অক্টোবর