সিলেটে দিনভর বৃষ্টি হয়েছে। কখনো ঝিরিঝিরি, কখনো ঝুম বৃষ্টি। বৃষ্টির মধ্যে ঘরের বাইরে বেরিয়েছেন কর্মব্যস্ত মানুষ। বৃষ্টি ঠেকাতে নতুন কেনা রিকশার ছাউনি মাথায় দিয়ে পথ চলেছেন এক ব্যক্তি। জিন্দাবাজার এলাকা, সিলেট, ৪ অক্টোবর
সিলেটে দিনভর বৃষ্টি হয়েছে। কখনো ঝিরিঝিরি, কখনো ঝুম বৃষ্টি। বৃষ্টির মধ্যে ঘরের বাইরে বেরিয়েছেন কর্মব্যস্ত মানুষ। বৃষ্টি ঠেকাতে নতুন কেনা রিকশার ছাউনি মাথায় দিয়ে পথ চলেছেন এক ব্যক্তি। জিন্দাবাজার এলাকা, সিলেট, ৪ অক্টোবর

এক ঝলক (০৪ অক্টোবর, ২০২১)

পানি উন্নয়ন বোর্ডের অধীনে চলছে খাল খনন। এতে খালের দুই পাড়ে প্রায় তিন কিলোমিটার এলাকায় দেখা দিয়েছে ধস। ফলে ভাঙনের ঝুঁকিতে পড়েছে পাড়ে থাকা ঘরবাড়ি। পশ্চিম তেনাপচা এলাকা, গোয়ালন্দ, রাজবাড়ী, ৩ অক্টোবর
পোকা দমনে আমনখেতে ছিটানো হচ্ছে কীটনাশক। খামারকান্দি মৌজা, শেরপুর, ৪ অক্টোবর
যাতায়াতে নিয়মিত ব্যবহার হচ্ছে মোটরসাইকেল। তবে সুরক্ষার জন্য অনেকেই পরছেন না হেলমেট। অন্য দিন রাস্তায় এমন কাউকে দেখলে জরিমানা করেন ট্রাফিক পুলিশের সদস্যরা। তবে আজ সোমবার তাঁরা ব্যতিক্রমী পথ বেছে নিয়েছেন। জরিমানা না করে এসব ব্যক্তিদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান পুলিশ সদস্যরা। চৌরাস্তা এলাকা, ঠাকুরগাঁও শহর, ৪ অক্টোবর
নীল আকাশে ডানা মেলেছে একঝাঁক পাখি। ডোমরগ্রাম , কাহালু, বগুড়া, ৪ অক্টোবর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থী ও কর্মকর্তা–কর্মচারীদের করোনার টিকা দেওয়া হচ্ছে। শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টার, ঢাকা বিশ্ববিদ্যালয়, ৪ অক্টোবর
বরিশাল-ভোলাসহ বিভিন্ন রুটে চলা নষ্ট স্পিডবোট মেরামত করছেন এক শ্রমিক। বোটটির কয়েকটি অংশের ফাইবার ফেটে গেছে ও গ্লাস ভেঙে গেছে। প্রতিদিন এই কাজের জন্য ৮০০ থেকে ১০০০ টাকা মজুরি পান শ্রমিকেরা। ডিসি ঘাট এলাকা, বরিশাল নগর, ৪ অক্টোবর
খুলনার বয়রা বাইপাস লিংক সড়কের জেলেপাড়া মোড় থেকে মোস্তফার মোড় পর্যন্ত বেহাল। প্রায়ই এ সড়কে ভাঙা থাকায় দুর্ঘটনা ঘটে। তাই নর্দমা নির্মাণ ঠিকাদারের সহযোগিতায় ইট দিয়ে গর্ত পূরণ করছেন এলাকার মানুষ। রায়েরমহল, খুলনা, ৪ অক্টোবর
সিলেটে দিনভর বৃষ্টি হয়েছে। কখনো ঝিরিঝিরি, কখনো ঝুম বৃষ্টি। বৃষ্টির মধ্যে ঘরের বাইরে বেরিয়েছেন কর্মব্যস্ত মানুষ। বৃষ্টি ঠেকাতে নতুন কেনা রিকশার ছাউনি মাথায় দিয়ে পথ চলেছেন এক ব্যক্তি। জিন্দাবাজার এলাকা, সিলেট, ৪ অক্টোবর
করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ার পর থেকে সিলেটের ব্যবসা-বাণিজ্যও ফিরতে শুরু করেছে স্বাভাবিক অবস্থায়। নগরের বৃহত্তম নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার কালীঘাটে বেড়েছে ব্যবসায়ীদের কর্মব্যস্ততা। ট্রাকে করে নেওয়া হচ্ছে মালামাল। সিলেট, ৪ অক্টোবর
আজ সোমবার থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ভর্তি পরীক্ষা। তাই রাজশাহী রেলওয়ে স্টেশনে ছিল উপচে পড়া ভিড়। ৫ নম্বর প্ল্যাটফর্ম, রাজশাহী ৪ অক্টোবর
রাজধানীর সড়কে সকালে যানবাহনের এলোপাতাড়ি চলাচল। ধানমন্ডি-মিরপুর রোড, ৪ অক্টোবর