একঝলক (২৮ ডিসেম্বর, ২০২১)

ঢাকা ইপিজেডে ইতালির মালিকানাধীন এ ওয়ান বিডি লি.-এর ১ হাজার ১০০ শ্রমিকের ২১ মাসের বকেয়া বেতন-ভাতা প্রদান এবং কারখানা খুলে দেওয়ার দাবিতে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন বিক্ষোভ মিছিল করে। প্রেসক্লাব, ২৮ ডিসেম্বর
ছবি: সাজিদ হোসেন
সম্পাদক পরিষদ ও নোয়াব আয়োজিত সম্পাদক পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ স্মরণসভায় অতিথিরা। প্রেসক্লাব, ২৮ ডিসেম্বর
ছবি: সাজিদ হোসেন
মানুষের জন্য ফাউন্ডেশন ও প্রথম আলো আয়োজিত গোলটেবিল বৈঠক—মেয়েরা স্কুলে না ফিরলে যত ক্ষতি: বাস্তবতা ও উত্তরণের পথ। ঢাকা, ২৮ ডিসেম্বর
ছবি: শুভ্র কান্তি দাশ
‘অনন্যা শীর্ষ দশ-২০২০’ সম্মাননা অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত সাতজন কৃতী নারীর সঙ্গে পাক্ষিক অনন্যার সম্পাদক তাসমিমা হোসেন এবং প্রধান অতিথি শিক্ষামন্ত্রী দীপু মনি। কেআইবি অডিটরিয়াম, ২৮ ডিসেম্বর
রাজধানীর আশপাশের ইটভাটাগুলোতে শীতের প্রথম থেকেই ইট পোড়ানো শুরু হয়েছে। ইটভাটার কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে রাজধানীর বাতাসে। কুচিয়ামোড়া ফেরিঘাট, মুন্সিগঞ্জ, ২৬ ডিসেম্বর
মঙ্গলবার সকালে পঞ্চগড়ের আটোয়ারী মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আটোয়ারী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৫০ জন অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মধ্যে প্রথম আলো ট্রাস্টের পাঠানো কম্বল বিতরণ করে পঞ্চগড়ের প্রথম আলো বন্ধুসভা। পঞ্চগড়, ২৮ ডিসেম্বর
শিশুদের চড়ুইভাতি খেলা। বাড়ি থেকে আনা ডিম আর সঙ্গে ১০ টাকা। বাজার করে নিজেরাই রান্না করায় মেতে উঠেছে। রান্না হয়ে গেলেই সবাই মিলে সেখানে খাওয়াদাওয়া সেরে নেবে। আকন্দপাড়া গ্রাম, গাবতলী উপজেলা, বগুড়া, ২৮ ডিসেম্বর
উড়ন্ত অবস্থায় শিকার করা ঘাসফড়িংটিকে আয়েশ করে খাওয়ায় ব্যস্ত ফিঙে পাখিটি। ফসলের জমিতে পোকা খেয়ে কৃষকের উপকার করে এসব পাখি। সাতবাড়িয়া, সুজানগর, পাবনা, ২৮ ডিসেম্বর
এ বছরও করোনা মহামারির কারণে হচ্ছে না বই উৎসব। চলছে কুমিল্লা নগরের কুমিল্লা হাইস্কুলে শিক্ষার্থীদের হাতে বই দেওয়ার প্রস্তুতি। গার্লস গাইডের সহায়তায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। কুমিল্লা, ২৮ ডিসেম্বর
গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে আসা ইউটিলিটি ফেরি থেকে দৌলতদিয়ার ৪ নম্বর ঘাটে নামার সময় পণ্যবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে র‍্যামের সংযোগ সড়কে এভাবে আটকে পড়ে। এতে ফেরির মূল্যবান যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়। দৌলতদিয়া, গোয়ালন্দ, রাজবাড়ী, ২৮ ডিসেম্বর
৬ শতাংশ জমিতে বোরো ধানের বীজ ফেলছেন কৃষক। চারা গজিয়েছে বেশ। কিন্তু শীতের কারণে বীজতলা হলুদ হয়ে চারা মরে যাচ্ছে। অগত্যা বীজতলা সুরক্ষিত রাখতে কীটনাশক ছিটিয়ে দিচ্ছেন তিনি। জয়ভোগা গ্রাম, গাবতলী উপজেলা, বগুড়া, ২৮ ডিসেম্বর
নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রার্থীদের প্রতীক দেওয়া হয়েছে আজ। আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী তাঁর নেতা-কর্মীদের বহরসহ প্রতীক নিয়ে ফিরছেন। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে, নারায়ণগঞ্জ, ২৮ ডিসেম্বর
সিলেট নগরের বিভিন্ন এলাকায় নালা-নর্দমার সংস্কারকাজ চলছে। নালার মাটির স্তূপে সংকুচিত হয়ে পড়েছে সড়ক। প্রায় সব এলাকায় দিনভর ভোগান্তি নিয়ে পথ চলছে মানুষ। শাহজালাল উপশহর এলাকা, সিলেট, ২৮ ডিসেম্বর
মানিকগঞ্জে দিগন্তজোড়া শর্ষেখেতে হলুদের ছড়াছড়ি। চারদিকে আভা ছড়িয়ে অস্তমিত হচ্ছে সূর্য। ভাটবাউর, মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ ২৭ ডিসেম্বর
বুড়িগঙ্গা নদীর কালো পানিতে ছিপি দিয়ে মাছ ধরছেন দুই ব্যক্তি। ওয়াইজঘাট এলাকা, ঢাকা, ২৮ ডিসেম্বর
পোস্তগোলা শ্মশানঘাট সড়কে দীর্ঘদিন ধরে চলা উন্নয়নকাজ শেষ হলেও সংস্কার করা হয়নি চলাচলের মূল পথটি। স্থানীয় ব্যবসায়ীরা উঁচু-নিচু সড়কে নিজ উদ্যোগে লোহার শিট ফেলে চলার উপযোগী করেছেন। ঢাকা, ২৮ ডিসেম্বর