মাঠের লবণ সরাতে তোড়জোড়

দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় এবার টেকনাফের আশপাশে ও শাহপরীর দ্বীপ এলাকায় প্রচুর লবণ চাষ হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার আঘাতে ক্ষতি হতে পারে লবণের মাঠের। খোলা মাঠে স্তূপ করে রাখা কয়েক লাখ টন লবণ ঝড়বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যেতে পারে। তাই মাঠ থেকে লবণ ও অন্যান্য সরঞ্জাম সরিয়ে নিচ্ছেন তাঁরা।

মাঠ থেকে লবণ এক জায়গায় জড়ো করে পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে।
মাঠ থেকে লবণ এক জায়গায় জড়ো করে পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে।
মাঠ থেকে বস্তায় ভরে লবণ নিয়ে আসছেন কৃষকেরা।
ঝুড়িতে করে এনে জড়ো করা হচ্ছে লবণ।
বস্তায় ভরে নিয়ে আসা হয়েছে লবণ।
মাঠে থাকা পলিথিন তুলে নেওয়া হচ্ছে।
নৌকায় করে নিয়ে আসা হয়েছে মূল্যবান জিনিসপত্র।
শ্রমিক দিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে মাঠের লবণ।
স্তূপ করে রাখা লবণ পলিথিন দিয়ে ঢেকে নিরাপদ স্থানে রাখা হয়েছে।