গত কয়েক বছরের মতো এবারও সিলেটের সুরমা নদীর চর ও নদীর পারে স্থানীয় কৃষকেরা শীতকালীন সবজি চাষ করেছেন। সবুজে ভরা সবজিখেত দেখে চোখ জুড়িয়ে যায়। সিলেট সদরের টুকের বাজার থেকে ইনাতাবাদ ও দক্ষিণ সুরমার খানুয়া গ্রাম পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় নানা ধরনের সবজি চাষ হচ্ছে। শীতের মৌসুমে সবজির চাহিদা থাকায় বাজারে দাম ভালো পাওয়া যায়।