খুদে বিজ্ঞানীদের মিলনমেলা

বিজ্ঞান মজার, বিজ্ঞান উপভোগের। বিজ্ঞানী হতে হবে, ভালো মানুষ হতে হবে। এমন নানা মন্ত্র নিয়ে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে বিজ্ঞান উৎসব। আজ শনিবার রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে উদ্বোধন করা হয়েছে বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসব। জাতীয় পতাকা ও উৎসবের পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। প্রথম আলোর বিজ্ঞানবিষয়ক মাসিক সাময়িকী বিজ্ঞানচিন্তা ও মুঠোফোন আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের উদ্যোগে আয়োজিত এ উৎসবে ঢাকার ৫০টি স্কুলের প্রায় ৭০০ শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগিতা করে প্রথম আলো বন্ধুসভা।
শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান উৎসবের প্রধান অতিথি শিক্ষাবিদ ও লেখক মুহম্মদ জাফর ইকবাল।
ছবি: খালেদ সরকার
প্রতিযোগীদের সঙ্গে কিশোর আলো সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক।
জাতীয় পতাকা উত্তোলন করছেন সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ব্রাদার লিও পেরেরা এবং উৎসবের পতাকা উত্তোলন করছেন বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল (অব.) শেখ মো. মনিরুল ইসলাম ও বিজ্ঞানচিন্তা সম্পাদক আব্দুল কাইয়ুম।
পায়রা উড়িয়ে বিজ্ঞান উৎসব উদ্বোধন করেন মুহম্মদ জাফর ইকবাল।
উপস্থিত শিক্ষার্থী ও প্রতিযোগীদের উদ্দেশে বক্তব্য দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আরশাদ মোমেন।
কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের একাংশ।
একজন দর্শককে নিজেদের প্রজেক্ট দেখাচ্ছে তিন শিক্ষার্থী।
গান শোনাচ্ছেন অবন্তি সিঁথি ও অটামনাল মুন।
নাচছে রোবট!
জাদু দেখাচ্ছেন রাজীব বসাক।
প্রশ্নোত্তর পর্বে অতিথিরা।
প্রশ্ন করছেন এক শিক্ষার্থী।
কুইজে নিম্নমাধ্যমিক ক্যাটাগরিতে সেরাদের সেরা ইয়াফাত আদনানের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা।
অতিথি ও বিজ্ঞানচিন্তা পরিবারের সঙ্গে বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসবের ঢাকা আঞ্চলিক পর্বের বিজয়ীরা।