সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে পুলিশের লাঠিপেটা

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে আজ বুধবার সকাল থেকেই আওয়ামী লীগপন্থী আইনজীবীদের সাদা দল ও বিএনপিপন্থী আইনজীবীদের নীল দলের সদস্যরা সক্রিয় ছিলেন। সাদা দলের পক্ষে আইনজীবীরা আদালত এলাকায় স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে পুলিশ ভোটকেন্দ্রে প্রবেশ করে। তখন পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশের হামলার শিকার হয়েছেন অন্তত ১০ জন সাংবাদিক। আইনজীবী সমিতি মিলনায়তনে এ ঘটনা ঘটে। এরপর আদালত এলাকা থেকে নীল দলের আইনজীবীদের জোর করে বের করে দেন পুলিশের সদস্যরা। আহত ব্যক্তিদের মধ্যে এটিএন নিউজের সাংবাদিক জাবেদ আক্তারের অবস্থা গুরুতর। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আদালত চত্বরে সাদা দলের আইনজীবীদের সরব অবস্থান।
আদালত চত্বরে সাদা দলের আইনজীবীদের সরব অবস্থান।
এ সময় এক পাশে দায়িত্বরত পুলিশের সদস্যরা।
ভোট দিতে অপেক্ষায় আছেন আইনজীবীরা।
আদালত চত্বরে আইনজীবীদের একটি দলের মিছিল।
ভোটকেন্দ্রে প্রবেশ করছেন পুলিশের সদস্যরা।
নীল দলের আইনজীবীদের বিক্ষোভ।
সাদা দলের আইনজীবীদের স্লোগান।
বিক্ষোভ মিছিল নিয়ে আসে নীল দলের একাংশ।
সাংবাদিক ও নীল দলের আইনজীবীদের লাঠিপেটা করে ভোটকেন্দ্র থেকে বের করে দেয় পুলিশ।
দায়িত্বরত এক ক্যামেরাপারসনের গায়ে পুলিশের কিলঘুষি।
নীল দলের আইনজীবীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি।
অবস্থানরত আইনজীবীদের সরাতে তৎপর পুলিশের সদস্যরা।
পুলিশের টানাহেঁচড়ায় ছিঁড়ে যায় বৈশাখী টিভির ক্যামেরাপারসনের পোশাক।
পরে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেন নীল দলের আইনজীবীরা।