তারকাদের শুটিংয়ের দিনগুলো আসলে কেমন? জানতে ক্যামেরা কাঁধে ঝুলিয়ে অভিনেত্রী সাফা কবিরের পিছু নিয়েছিলেন প্রথম আলোর আলোকচিত্রী কবির হোসেন। রুবেল আনুশের পরিচালনায় ‘সুখ অসুখের গল্প’ নামে একটি নাটকের শুটিংয়ে ব্যস্ত ছিলেন সাফা। ব্যস্ত এই দিনটিই উঠে এল আলোকচিত্রীর ক্যামেরায়।