মাছবাজারে কী করছেন সাফা

তারকাদের শুটিংয়ের দিনগুলো আসলে কেমন? জানতে ক্যামেরা কাঁধে ঝুলিয়ে অভিনেত্রী সাফা কবিরের পিছু নিয়েছিলেন প্রথম আলোর আলোকচিত্রী কবির হোসেন। রুবেল আনুশের পরিচালনায় ‘সুখ অসুখের গল্প’ নামে একটি নাটকের শুটিংয়ে ব্যস্ত ছিলেন সাফা। ব্যস্ত এই দিনটিই উঠে এল আলোকচিত্রীর ক্যামেরায়।

শুটিংয়ের জন্য সকালেই বাসা থেকে বের হতে হয়েছে সাফাকে
ছবি: কবির হোসেন
শুটিং সেটে পৌঁছেই যেন ‘সাফা কবির’ থেকে ‘নীরা’ হয়ে গেলেন। নাটকে নীরা পরিবারের বড় সন্তান। সংসারের ঝক্কি–ঝামেলা তাঁকেই সামাল দিতে হয়।
ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে চলল শুটিং
শুটিংয়ের জন্য বাজারেও হাজির হতে হলো সাফা কবিরকে
‘দেখি, ফ্রেমটা কেমন হলো!’
শুটিংয়ের ফাঁকে ভক্তদের সেলফি তোলার আবদারও মেটাতে হলো
মাছবাজারের হলদে আলোয় সাফা কবিরকে দেখে নীরাই মনে হচ্ছিল
শুটিংয়ের বিরতিতে সহশিল্পী সাবেরী আলমের সঙ্গে জমল আড্ডা
ছোট্ট একটা দৃশ্য ধারণের পেছনেও থাকে বিশাল কর্মযজ্ঞ
মেকআপ রুমে সাফা কবির