মেরিল-প্রথম আলোতে তারকাদের সাজ

দেশের বিনোদনজগতের সবচেয়ে বর্ণাঢ্য আয়োজন মেরিল-প্রথম আলো পুরস্কার বিতরণী। গতকাল শুক্রবার রাজধানীর উত্তরায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে ইউনাইটেড কনভেনশন সেন্টারের ‘দ্য গ্রেস’ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ২০২৩ সালের পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে ঝলমলে সাজে এসেছিলেন অনেক তারকা। তাঁদের সাজ ছিল নজরকাড়া, বর্ণিল। তাঁদের মধ্যে কয়েকজন তারকার ছবি নিয়ে এই আয়োজন-

সুন্দর শাড়িতে অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
সুন্দর শাড়িতে অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
মডেল-অভিনেত্রী মুমতাহিনা টয়া এসেছিলেন ঝলমলে পোশাকে।
মেরুন রঙের গাউনে নজর কেড়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
কণ্ঠশিল্পী আঁখি আলমগীরের শাড়িতে ফুলের বাহার নজর কেড়েছে সবার।
শাড়িতেই স্বতন্ত্র অভিনেত্রী রুনা খান।
গরমে আরামদায়ক পোশাকে নজর কেড়েছেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা।
সময়ের আলোচিত মুখ মডেল-অভিনেত্রী জান্নাতুল পিয়া ঝলমলে গাউনে হাজির ছিলেন।
মডেল-অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশীর পরনে ছিল মেরুন রঙের পোশাক।
সাদা গাউনে শুভ্রতা ছড়িয়েছেন মডেল-অভিনেত্রী আনিকা কবির শখ।
হালকা রঙের শাড়িতে স্নিগ্ধ চিত্রনায়িকা পরীমনি।
সদ্যই কান ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ফিরেছেন অভিনেত্রী আশনা হাবীব ভাবনা। পরেছিলেন উজ্জ্বল লাল রঙের পোশাক।
অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে এবার দেখা গেছে আনারকলি গাউনে।
অভিজাত সাজে চিত্রনায়িকা মাহিয়া মাহি।