মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকায় আজ রোববার সকালে ঢাকাগামী ইমাদ পরিবহনের যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৭ যাত্রীর মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।
খুলনা থেকে ছেড়ে আসে ঢাকাগামী ইমাদ পরিবহনের যাত্রীবাহী বাসটি
বাসটির চালক সকাল সাড়ে সাতটার দিকে পদ্মা সেতুর আগে এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারান
বিজ্ঞাপন
বাসটি রেলিং ভেঙে পল্টি খেয়ে খাদে পড়ে যায়
বিজ্ঞাপন
বাসটি দুমড়েমুচড়ে যায়দুর্ঘটনাস্থল থেকে উদ্ধারকর্মীরা ১৪ জনের লাশ উদ্ধার করেনহাসপাতালে নেওয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয়। বেলা সাড়ে ১১টা পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ায় ১৭প্রত্যক্ষদর্শীরা বলছেন, সড়ক থেকে বাসটি পড়ার সময় ডিগবাজি খায়। দুর্ঘটনাস্থল উৎসুক জনতার ভিড়