সিদ্দিকবাজারে বিস্ফোরণে হতাহতদের স্বজনদের আহাজারি

রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় নিহত ব্যক্তিদের স্বজন এবং আহত ব্যক্তিদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ। বিস্ফোরণের ঘটনার পর থেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে আনা হয় আহত ও নিহত ব্যক্তিদের। এদিকে স্বজনের খোঁজে হাসপাতালের জরুরি বিভাগ প্রাঙ্গণে কয়েক শ মানুষ ভিড় করেছেন। তাঁদের আহাজারির সঙ্গে অ্যাম্বুলেন্সের সাইরেন ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাঁশির আওয়াজে এক ভয়ার্ত পরিবেশের সৃষ্টি হয়েছে।

আহত এক ব্যক্তিকে নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে স্বজনেরা।
আহত এক ব্যক্তিকে নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে স্বজনেরা।
প্রাথমিক চিকিৎসা শেষে আহত দুজনকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হচ্ছে।
স্ট্রেচারে করে বিস্ফোরণে আহত এক ব্যক্তিকে নিয়ে আসেন হাসপাতালের কর্মীরা।
বিস্ফোরণে নিহত একজনের লাশ অ্যাম্বুলেন্স থেকে নামানো হচ্ছে।
প্রাথমিক চিকিৎসা শেষে এক ব্যক্তিকে সাহায্য করছেন আনসার সদস্যরা।
হাসপাতাল থেকে স্বজনদের সঙ্গে বের হচ্ছেন বিস্ফোরণে আহত এক ব্যক্তি।
লাশ নামানোর পর অ্যাম্বুলেন্স থেকে নামছেন ফায়ার সার্ভিসের এক সদস্য।
স্বজনদের খোঁজে এসে কান্নায় ভেঙে পড়েছেন কয়েকজন।
হাসপাতালে স্বজনদের খুঁজে না পেয়ে কান্নায় ভেঙে পড়েন একজন।
বিস্ফোরণে আহত এক ব্যক্তির পাশে স্বজনেরা।
হাসপাতালের সামনে এক নারীর আহাজারি।