রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় নিহত ব্যক্তিদের স্বজন এবং আহত ব্যক্তিদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ। বিস্ফোরণের ঘটনার পর থেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে আনা হয় আহত ও নিহত ব্যক্তিদের। এদিকে স্বজনের খোঁজে হাসপাতালের জরুরি বিভাগ প্রাঙ্গণে কয়েক শ মানুষ ভিড় করেছেন। তাঁদের আহাজারির সঙ্গে অ্যাম্বুলেন্সের সাইরেন ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাঁশির আওয়াজে এক ভয়ার্ত পরিবেশের সৃষ্টি হয়েছে।