সারা দেশে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে সাশ্রয়ী দামে নিত্যপণ্য বিক্রি শুরু করেছে সরকার। তবে ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রিতে বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে টিসিবির সরবরাহকারীর মাধ্যমে ফ্যামিলি কার্ড দিয়ে পণ্য বিক্রি শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড নিয়েও সরবরাহকারীর দোকানের সামনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে নিম্ন আয়ের মানুষের। রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় একটি দোকানের সামনে দীর্ঘ সময় অপেক্ষার পর ফিরে যান তাঁরা।