সায়েন্স ল্যাব এলাকায় ভবনে বিস্ফোরণ

রাজধানীর সায়েন্স ল্যাব এলাকার তিনতলা একটি ভবনে আজ রোববার বেলা ১১টার দিকে বিস্ফোরণ হয়েছে। ভবনটির তিনতলার দেয়াল ও জানাল উড়ে গেছে। আশপাশের দোকানপাট ও ভবনে ছড়িয়ে পড়েছে ধ্বংসস্তূপ। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে ধ্বংসস্তূপ ছড়িয়ে আছে ও হাসপাতালে স্বজনের কান্না। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর সায়েন্স ল্যাব মোড় থেকে নিউমার্কেট পর্যন্ত রাস্তার এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঘটনার পর দুর্ঘটনাস্থলে আগুন নেভাতে তৎপর ফায়ার সার্ভিসের কর্মীরা।
ঘটনার পর দুর্ঘটনাস্থলে আগুন নেভাতে তৎপর ফায়ার সার্ভিসের কর্মীরা।
দুর্ঘটনাকবলিত ভবন।
ভবনের আশপাশে ছড়িয়ে পড়ে আসবাব ও ধ্বংসাবশেষ।
দুর্ঘটনায় নিহত হয়েছেন মান্নান নামের এক ব্যক্তি। ছেলেকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী সাহিদা বেগম।
নিহত শফিকুজ্জামানের স্ত্রী পপির আহাজারি। স্বজনের সমবেদনা। পপুলার হাসপাতাল, ধানমন্ডি, ঢাকা।
দুর্ঘটনাস্থলে আহত খায়রুলকে চিকিৎসা দিয়ে হুইলচেয়ারে নিয়ে যাচ্ছেন স্ত্রী সালমা। পপুলার হাসপাতাল, ধানমন্ডি, ঢাকা।
দুর্ঘটনাকবলিত এলাকায় ছড়িয়ে আছে ধ্বংসাবশেষ।
দুর্ঘটনাস্থলে পড়ে আছে আসবাবপত্র।
পুরো এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ভিড় করে উৎসুক মানুষ।
দুর্ঘটনাস্থলের চিত্র।
পুরো এলাকায় চলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশি।